রক্ষণে শক্তি বাড়াতে মার্তিনেজকে নিল বার্সেলোনা
সাম্প্রতিক সময়ের দলবদলের বাজারে বাঁ পায়ের সেন্টার ব্যাকদের গুরুত্ব বেশ বেড়েছে। এ ধরনের ডিফেন্ডারদের একই সঙ্গে ‘ব্যাক থ্রি’ এবং ‘ব্যাক ফোর’ দুই ধরনের ফরমেশনে খেলানোর সুযোগ থাকে। এর আগে লিসান্দ্রো মার্তিনেজ, মার্ক কুকুরেল্লাররাও বাঁ পায়ের সেন্টার ব্যাক হিসেবে দলবদলে বিশেষ গুরুত্ব পেয়েছিলেন। বাঁ পায়ের সেন্টার ব্যাক কেনার এই ট্রেন্ডে এবার যোগ দিলেন বার্সেলোনার কোচ জাভিও।
অ্যাথলেটিক বিলবাও থেকে ইনিগো মার্তিনেজকে ‘ফ্রি এজেন্ট’ হিসেবে দলে ভিড়িয়েছে বার্সা। ম্যানচেস্টার সিটি থেকে ইলকাই গুন্দোয়ানকে আনার পর এ মৌসুমে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে মার্তিনেজকে কিনল কাতালান ক্লাবটি। ২ বছরের জন্য ৪০ কোটি ইউরোর রিলিজ ক্লজে বার্সায় যোগ দিয়েছেন এই স্প্যানিয়ার্ড। মার্তিনেজের সঙ্গে বার্সার চুক্তির মেয়াদ ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত।
৩২ বছর বয়সী মার্তিনেজকে দলে আনার জন্য অনেক দিন চেষ্টা করে যাচ্ছিল বার্সা। অভিজ্ঞ এই ডিফেন্ডার বার্সায় আসার আগেই অবশ্য খেলে ফেলেছেন ৩৫০–এর বেশি লা লিগা ম্যাচ। মার্তিনেজ শুধু রক্ষণ সামলানোতেই নয়, অবদান রাখতে পারেন গোল করায়ও। লা লিগায় এখন ২২ গোল তাঁর।
গত জানুয়ারি থেকে মার্তিনেজের বার্সায় আসার গুঞ্জন শোনা যাচ্ছিল। মূলত জেরার্দ পিকের বিদায়ের পর থেকে তাঁর বিকল্প হিসেবে মার্তিনেজকে পাখির চোখ করেছিল বার্সা। গত এপ্রিলে বার্সার সঙ্গে মার্তিনেজের মৌখিকভাবে চুক্তিতে সম্মত হওয়ার খবরও আসে। এরপর জুনের শেষে বিলবাওয়ের সঙ্গে তাঁর চুক্তির মেয়াদও শেষ হয়ে যায়। আর আজ তাঁকে দলে টানার আনুষ্ঠানিক ঘোষণা দিল লা লিগা চ্যাম্পিয়নরা।
অভিজ্ঞতার পাশাপাশি দক্ষতার দিক থেকেও মার্তিনেজ দলে বাড়তি কিছু যোগ করবেন বলে বিশ্বাস বার্সা সমর্থকদের। স্পেনের হয়ে ২০ ম্যাচ খেলা মার্তিনেজ এয়ারে (বল যখন বাতাসে থাকে) বেশ শক্তিশালী। এ ছাড়া বল পায়ে রেখে সামনে এগিয়ে যাওয়া এবং রক্ষণকে দৃঢ় রাখার ক্ষেত্রেও দারুণ ভূমিকা রাখতে পারবেন মার্তিনেজ। বার্সা কোচ জাভি হয়তো তাঁর নেতৃত্বগুণকেও দলের স্বার্থে ব্যবহার করতে চাইবেন।
বার্সায় যোগ দেওয়ার প্রতিক্রিয়ায় মার্তিনেজ বলেছেন, ‘আমি অনেক উৎসাহ নিয়ে বার্সায় যোগ দিয়েছি। নিজের সবটুকু উজাড় করে দলকে সহায়তা করতে চাই। ক্লাবটি দারুণ। অনেক বছর পর অবশেষে লক্ষ্য পূরণ হলো, যা যেকোনো খেলোয়াড়ের আকাঙ্ক্ষা।’
আত্মবিশ্বাসী মার্তিনেজ আরও বলেছেন, ‘আশা করি, আমি মাঠে এর প্রতিদান দিতে পারব। চেষ্টা করব যত বেশি সম্ভব শিরোপা জেতার। জানি, কাজটা সহজ নয়। এ জন্য অনেক পরিশ্রম করতে হবে। যদি আমরা ভালো খেলি এবং গত বছরের মতো সব ভালোভাবে এগোয়, তবে ফল আসবেই।’