বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনা দলের খেলোয়াড়ের উদ্যাপন নিয়ে সমালোচনা করেছেন অনেকে। সমালোচকদের তালিকায় সম্প্রতি যোগ হয়েছে জ্লাতান ইব্রাহিমোভিচের নামও। বিশ্বকাপে আর্জেন্টিনার খেলোয়াড়দের উদ্যাপনের সমালোচনা করে ইব্রা বলেছিলেন, মেসির সতীর্থরা খারাপ আচরণ করেছে, আমি তাদের সম্মান জানাতে পারি না।
এমনকি আর্জেন্টিনা দলের এই খেলোয়াড়েরা আর কখনো বিশ্বকাপ জিততে পারবে না বলেও মন্তব্য করেছেন সুইডিশ তারকা। তবে এসি মিলান তারকার এই মন্তব্য পছন্দ হয়নি আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকার সের্হিও আগুয়েরোর। আর্জেন্টিনা নিয়ে চিন্তা না করে ইব্রাকে নিজের দেশ নিয়ে ভাবতে বলেছেন ম্যানচেস্টার সিটি কিংবদন্তি।
বিশ্বকাপ ফাইনালের পর সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে নিয়ে। গোল্ডেন গ্লাভ হাতে তাঁর অশ্লীল অঙ্গভঙ্গি নেতিবাচক সংবাদ শিরোনাম হয়। এ ছাড়া শিরোপা উদ্যাপনে আপত্তিকর গান এবং এমবাপ্পের পুতুল হাতে মার্তিনেজের উদ্যাপন নিয়েও কথা হয়েছে অনেক। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা পরবর্তী সময়ে আর্জেন্টিনা দলের ‘আক্রমণাত্মক আচরণ’ খতিয়ে দেখার কথাও জানায়।
মার্তিনেজদের এমন আচরণ পছন্দ হয়নি ইব্রারও। তিনি বলেছিলেন, ‘মেসি সর্বকালের সেরা। আমি নিশ্চিত ছিলাম, সে বিশ্বকাপ জিততে যাচ্ছে। তবে আমি আর্জেন্টিনার অন্য ফুটবলারদের নিয়ে ভাবছি, কারণ, ওরা আর কোনো শিরোপা জিততে পারবে না। মেসি সবই জিতেছে, মানুষ তাকে মনে রাখবে। কিন্তু তার সতীর্থরা যারা খারাপ ব্যবহার করেছে, আমরা তাদের সম্মান জানাতে পারি না। ওরা আর বিশ্বকাপ জিততে পারবে না, ওদের উদ্যাপন সেদিকেই ইঙ্গিত করে।’
আর্জেন্টিনাকে নিয়ে দুশ্চিন্তার আগে, তোমার উচিত নিজের দেশ নিয়ে চিন্তা করা। তোমার দেশের খেলোয়াড়দের নিয়ে চিন্তা করা। যারা কিনা শেষ বিশ্বকাপটিতে অংশ নিতেও পারেনি।
তবে ইব্রাকে জবাব দিতে দেরি করেননি আগুয়েরোও। সাবেক বার্সেলোনা তারকা বলেছেন, ‘আমার মনে হয়, এটা বলা খুবই রূঢ় যে আর্জেন্টিনা আর বিশ্বকাপ জিতবে না। আর্জেন্টিনাকে নিয়ে দুশ্চিন্তার আগে, তোমার উচিত নিজের দেশ নিয়ে চিন্তা করা। পাশাপাশি তোমার দেশের খেলোয়াড়দের নিয়ে চিন্তা করা। যারা কিনা শেষ বিশ্বকাপটিতে অংশ নিতেও পারেনি।’
ইব্রা অবশ্য চুপ থাকার পাত্র নন। আগুয়েরোর জবাবে এখন তিনি কী বলেন, সেটাই দেখার অপেক্ষা।