রদ্রিকে এখনই ব্যালন ডি’অর দিয়ে দিতে বলছেন স্পেন কোচ

স্পেনের ইউরো জয়ে ছিল রদ্রির বিশেষ ভূমিকারয়টার্স

ইউরোয় গোল্ডেন বল জেতা রদ্রিকে ২০২৪ সালের ব্যালন ডি’অর দেওয়া উচিত বলে মনে করেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। বার্লিনে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে স্পেন ইউরো জেতার পর দলটির কোচ বলেন, রদ্রিই এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড়। এখনই ২৬ বছর বয়সী এই স্প্যানিশ মিডফিল্ডারকে ব্যালন ডি’অর দিয়ে দেওয়া উচিত বলে মত তাঁর।

রদ্রি স্পেনের হয়ে ইউরো জেতার আগে ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগ জিতেছেন। এবার ব্যালন ডি’অরের দৌড়ে ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহামকেই এগিয়ে রাখছিলেন অনেকে।

ফ্রান্স ম্যাগাজিন ও উয়েফার যৌথ আয়োজনে এ বছরের ব্যালন ডি’অর মনোনয়নপ্রাপ্ত খেলোয়াড়দের নাম ঘোষণা করা হবে আগামী সেপ্টেম্বরে। ভোটাভুটির পর চূড়ান্ত বিজয়ীর হাতে বর্ষসেরার পুরস্কার তুলে দেওয়া হবে অক্টোবরে। সেরার লড়াইয়ে টিকে থাকতে এ বছর ফুটবলারদের পারফর্ম করার সর্বশেষ মঞ্চ ছিল এ মহাদেশীয় টুর্নামেন্ট।

ইউরোয় টুর্নামেন্ট–সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল জিতেছেন রদ্রি
রয়টার্স

ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলা রদ্রি এবারের ইউরোয় স্পেনের মাঝমাঠের প্রাণ হয়ে ছিলেন। সব মিলিয়ে পুরো টুর্নামেন্টে ৫২১ মিনিট খেলে তাঁর সফল পাসের হার ৯৩ শতাংশের মতো। শেষ ষোলোয় জর্জিয়ার বিপক্ষে তাঁর গোলই দলকে জাগিয়ে তোলে। মাত্র একটি গোল করলেও মাঝমাঠ থেকে খেলা নিয়ন্ত্রণে দুর্দান্ত ভূমিকা রাখা রদ্রিকেই ইউরোর সেরা খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছেন বিচারকেরা।

আরও পড়ুন

স্পেন কোচ তো মনে করেন, এখনই রদ্রির হাতে ব্যালন ডি’অর ট্রফিটা তুলে দেওয়া উচিত। ফাইনালের পর সংবাদ সম্মেলনে স্পেন কোচ রদ্রির ভূয়সী প্রশংসা করে বলেন, ‘আমার চোখে রদ্রিই বিশ্বের সেরা খেলোয়াড়। তাঁকে এখনই ব্যালন ডি’অরটা দিয়ে দিন, প্লিজ।’

২০২২-২৩ মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ ও ক্লাব বিশ্বকাপ এবং স্পেনের হয়ে উয়েফা নেশনস লিগ জিতেছিলেন রদ্রি। এর মধ্যে চ্যাম্পিয়নস লিগ, নেশনস লিগ ও ক্লাব বিশ্বকাপ—তিনটিতেই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছিলেন তখন। তবে সেবার ব্যালন ডি’অরের দৌড়ে হন চতুর্থ।

আরও পড়ুন