২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

রেকর্ড পয়েন্ট পেয়ে ইউরোপের ‘সোনার ছেলে’ বেলিংহাম

রিয়াল মাদ্রিদ তারকা জুড বেলিংহামইনস্টাগ্রাম

রিয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেকের পর থেকে রীতিমতো উড়ছেন জুড বেলিংহাম। বরুসিয়া ডর্টমুন্ডে প্রতিভার যে ঝলক দেখা গিয়েছিল, তা যেন এবার রিয়ালে এসে পূর্ণতা পেয়েছে। এর মধ্যে সাফল্যের স্বীকৃতিস্বরূপ বেলিংহামের মুকুটে যোগ হচ্ছে একের পর এক পালকও। কদিন আগে ব্যালন ডি’অরে সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারের কোপা ট্রফি জিতেছেন বেলিংহাম। আর এবার বেলিংহাম জিতলেন ২০২৩ গোল্ডেন বয়ের পুরস্কারও। সোমবার অনূর্ধ্ব ২১ বছর বয়সীদের মধ্যে দেওয়া সেরা খেলোয়াড়ের এই পুরস্কার হাতে নিয়েছেন বেলিংহাম।

এর আগে নভেম্বরের ১৮ তারিখে বেলিংহামের এই পুরস্কার জেতার ঘোষণা আসে। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হলান্ডের মতো তারকারাও অতীতে পেয়েছেন এই পুরস্কার। ২০০৩ সালে ইতালিয়ান সংবাদমাধ্যম তুত্তোস্পোর্ত এই পুরস্কার দেওয়া শুরু করে।

আরও পড়ুন

বর্তমানে এই পুরস্কারের জন্য ভোট দেন জার্মান পত্রিকা বিল্ড, সুইস সংবাদমাধ্যম ব্লিক, পর্তুগালের এ বোলাসহ বিশ্বখ্যাত বেশ কয়েকটি সংবাদমাধ্যমের ৫০ জন ক্রীড়া সাংবাদিক। যারা প্রথম স্থানের জন্য ১০ পয়েন্ট, দ্বিতীয় স্থানের জন্য ৭ পয়েন্ট এবং তৃতীয় স্থানের জন্য ৫ পয়েন্ট করে দিয়ে থাকেন। আর এবার তাঁরা বেছে নিয়েছেন দারুণ ছন্দে থাকা বেলিংহামকে।

এ পুরস্কার জেতার পথে বেলিংহাম অবশ্য রেকর্ডও গড়েছেন। ৫০ সাংবাদিকের মধ্যে ৪৫ জনই নিজেদের সেরা হিসেবে বেছে নিয়েছেন বেলিংহামকে। আর বাকি পাঁচজন তাঁকে বেছে নিয়েছেন দ্বিতীয় সেরা হিসেবে। ফলে সব মিলিয়ে বেলিংহাম পেয়েছেন ৪৮৫ পয়েন্ট, যা কিনা পুরস্কারটির ইতিহাসে সর্বোচ্চ পয়েন্ট। এর আগে বেলিংহামের কাছাকাছি পয়েন্ট পেয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে।

পুরস্কার হাতে বেলিংহাম
ইনস্টাগ্রাম

২০১৭ সালে ৩০০ পয়েন্টের মধ্যে ২৯১ পয়েন্ট পেয়েছিলেন ফরাসি তারকা। সেবার অবশ্য ভোট দিয়েছিলেন ৩০ সাংবাদিক। বেলিংহামের পর ২৮৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয় হয়েছেন বায়ার্ন মিউনিখের জার্মান তারকা জামাল মুসিয়ালা। আর ৯২ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল। গোল্ডেন গার্লের পুরস্কার জিতেছেন রিয়াল মাদ্রিদের কলম্বিয়ান ফরোয়ার্ড লিন্ডা কায়সদো। ব্রাইটনের টনি ব্লুম জিতেছেন ইউরোপের সেরা প্রেসিডেন্টের পুরস্কার। আর আর্সেনালের স্পোর্টিং ডিরেক্টর এডু গাসপার জিতেছেন সেরা ইউরোপিয়ান ম্যানেজারের পুরস্কার।

আরও পড়ুন

পুরস্কার জেতার প্রতিক্রিয়ায় এক সাক্ষাৎকারে বেলিংহাম বলেন, ‘পুরস্কারটি জেতার এটাই আমার শেষ সুযোগ ছিল। কারণ, ২০২৪ সালে আমি আর লড়াই করতে পারব না। আমি আনন্দিত যে তৃতীয়বারের চেষ্টায় জিততে পেরেছি। এটাই সারাজীবনের প্রাপ্তি। কারণ, এই পুরস্কার আপনি একবারই জিততে পারবেন।’

এরপর চলতি মৌসুমে নিজের দুর্দান্ত ছন্দের জন্য কোচ কার্লো আনচেলত্তিকেও কৃতিত্ব দিয়েছেন বেলিংহাম। বলেছেন, ‘কৃতিত্ব দিতে হবে আনচেলত্তিকে, যিনি আমার জন্য সঠিক জায়গা খুঁজে বের করেছেন এবং আমাকে মাঠে অনেক স্বাধীনতা দিয়েছেন। তবে একটা দিক থেকে আমি তাঁকে হতাশ করেছি। আমি এখনো স্প্যানিশ বলতে পারি না। এটা আমার জন্য কঠিন। তবে আমি সর্বোচ্চ চেষ্টা করব।