তিনি এখন ম্যারাডোনা–পেলেকে দলে টানতে যাচ্ছেন, চেলসি মালিককে সমর্থকদের কটাক্ষ
প্রিমিয়ার লিগে প্রথম বড় ম্যাচে গতকাল রাতে মুখোমুখি হয়েছিল চেলসি ও ম্যানচেস্টার সিটি। ম্যাচটিতে ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে সিটির কাছে ২–০ গোলে হারে চেলসি। এই হারে হতাশা দিয়ে চেলসি–অধ্যায় শুরু করেছেন ‘ব্লুজ’দের নতুন কোচ এনজো মারেসকা। তবে ম্যাচ হারের পর বিতর্ক তৈরি হয়েছে চেলসি মালিক টড বোয়েলিকে নিয়ে, যিনি খেলা শেষ হওয়ার আগেই নিজের আসন ছেড়ে চলে গেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ম্যাচের ৮৬ মিনিটে চেলসি যখন ২–০ গোলে পিছিয়ে, তখন আসন ছেড়ে বেরিয়ে যাচ্ছেন বোয়েলি। এই ভিডিওটি দেখার পর খেপেছেন চেলসি সমর্থকেরা। অনেকে এ ঘটনাকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন।
ভিডিও দেখার পর চেলসি সমর্থকদের একজন সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ করে লিখেছেন, ‘টড বোয়েলি এখন (জোয়াও) ফেলিক্স, (ভিক্টর) ওসিমেন, (ফেদেরিকো) কিয়েসা, (ডিয়েগো) ম্যারাডোনা এবং পেলেকে কেনার জন্য যাচ্ছেন।’ আরেকজন লিখেছেন, ‘একজন মালিকের জন্য এটা বিব্রতকর।’ অন্য একজন লিখেছেন, ‘এটা তারাই তৈরি করেছে। তাদের উচিত প্রত্যেক সেকেন্ড মাঠে বসে দেখা।’
আরেকটি আইডি থেকে লেখা হয়েছে, ‘টড বোয়েলি এখন নতুন খেলোয়াড় খুঁজতে যাচ্ছেন।’ অন্য এক চেলসি সমর্থক লিখেছেন, ‘টড বোয়েলি দলবদল শেষ হওয়ার আগে আরও ৫০০ মিলিয়ন ইউরো খরচ করতে যাচ্ছেন।’
এগুলো অবশ্য সামান্য কয়েকটি উদাহরণ। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন প্রচুর কটাক্ষ ছুড়ে দেওয়া হয়েছে চেলসি মালিককে উদ্দেশ করে। অথচ এই মৌসুমেও দলবদলের বাজারে প্রচুর টাকা খরচ করেছে তাঁর দল। এখন পর্যন্ত খেলোয়াড় কেনার জন্য চেলসির ২১ কোটি ৭০ লাখ পাউন্ড খরচ করার কথাও জানা গেছে। কিন্তু এত অর্থ খরচ করেও আশাবাদী হওয়ার মতো কিছু দেখাতে পারছে না দলটি। যা ক্ষুব্ধ করেছে সমর্থকদেরও।
এদিকে প্রথম ম্যাচে চেলসির হারের পর কোচ মারেসকা বলেছেন, ‘আমার মনে হয় ম্যাচের বেশির ভাগ সময় আমরা ভালোই লড়েছি। পারফরম্যান্স করেছি কিন্তু সুযোগ কাজে লাগাতে পারিনি। সম্ভবত বক্সের ভেতরের খেলাই পার্থক্য গড়ে দিয়েছে।’