মেসি–দিবালা–মাার্তিনেজ নেই, উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে থাকছেন কারা
বিশ্বকাপ বাছাইয়ের আগামী এক সপ্তাহের মধ্যে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামীকাল সকালে আর্জেন্টিনা প্রতিপক্ষ উরুগুয়ে আর ২৬ মার্চ দলটি খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে। কিন্তু এই দুই ম্যাচের আগে একের পর এক তারকা খেলোয়াড়দের হারিয়ে এখন বেশ বিপাকে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
এমনকি উরুগুয়ে ম্যাচ সামনে রেখে এখনো নাকি একাদশকই নিশ্চিত করতে পারেননি তিনি। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছেন, এখন পর্যন্ত আগামীকাল ম্যাচের লাইনআপ ‘৯০ শতাংশ’ ঠিক করতে পেরেছেন।
উরুগুয়ে ম্যাচ সামনে রেখে দলের অবস্থা নিয়ে স্কালোনি বলেছেন, ‘যখনই ফিফার সূচিতে খেলা হয়, আমাদের সতর্ক থাকতে হয়। আমরা জানতাম কিছু খেলোয়াড় চোটে পড়বে ও আরও কয়েকজনকে হারানো শঙ্কা থাকবে।
আমাদের অবশ্যই ভাবতে হবে আমাদের সঙ্গে যা আছে, তা নিয়ে এবং যে খেলোয়াড়রা আমাদের সঙ্গে আছে, তাদের সুযোগ–সুবিধা নিয়েও ভাবতে হবে। ১৫ দিন আগে আমরা যে পরিকল্পনা করেছি, সেটা এখন অপ্রয়োজনীয় এবং আমাদের আবারও ম্যাচের পরিকল্পনা করতে হবে।’
আন্তর্জাতিক বিরতির আগে চোটসহ নানা কারণে খেলোয়াড়দের অনুপস্থিতি নৈমত্তিক ব্যাপার। তবে এবার আর্জেন্টিনা যেন একটু বেশিই বিপাকে। বিশেষ করে দলের তিন সেরা তারকাকে হারিয়ে এখন একাদশ বাছাই করতেই হিমশিম খাচ্ছেন স্কালোনি।
উরুগুয়ের ম্যাচের একাদশ নিয়ে জানতে চাইলে স্কালোনি বলেছেন, ‘আগামীকালের একাদশ ৯০ শতাংশ ঠিক হয়েছে। অনুশীলনের পর বিকেলের মধ্যে এটা তৈরি করব। কিন্তু এরই মধ্যে আমার কাছে একটা ধারণা আছে। আমরা যে উরুগুয়ের মতো কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছি, সেটা আমাদের মাথায় আছে।’
দলের সেরা তারকাদের হারানোর আক্ষেপ থাকলেও, এই ম্যাচ বাকিদের নিজেদের প্রমাণের সুযোগ করে দেবে বলে মনে করেন স্কালোনি, ‘আমাদের কিছু খেলোয়াড় বাইরে আছে, যা অন্যদের নিজের মূল্য দেখানোর সুযোগ করে দেবে।’ এখন তরুণ এবং বিকল্প খেলোয়াড়রা এই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের প্রমাণ করতে পারেন কি না, সেটাই দেখার অপেক্ষা।
স্কালোনি নিজে একাদশ ঠিক করতে না পাররেও আর্জেন্টিনার একাদশ কেমন হতে পারে, সেটার ধারণা দিয়েছে সংবাদমাধ্যম বোলাভিআইপি।
তাদের দেওয়া সম্ভাব্য একাদশ এমন—
এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক আলেস্টার, লিয়ান্দ্রো পারাদেস কিংবা গিলিয়ানো সিমিওনে, হুলিয়ান আলভারেজ এবং নিকোলাস গনসালেস।