উল্টো ব্রুজোনের বিরুদ্ধে অভিযোগ কিংসের
বসুন্ধরা কিংসের সঙ্গে ছয় বছরের সম্পর্কের ইতি ঘটেছে স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোনের। আজ রাতেই তাঁর বাংলাদেশ ছাড়ার কথা। দেশ ছাড়ার আগে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কিংসের ম্যানেজার ওয়াসিমুজ্জামানের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে বলেছেন, কিংস ম্যানেজার আরেকটি প্রতিষ্ঠান পরিচালনা করেন, যেটি ক্লাবের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক। কিংসের চাকরি ছাড়ার অন্যতম কারণও বলেছেন এটাকে।
তবে আজ বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান উল্টো ব্রুজোনের দিকেই অভিযোগের তির ছুড়ে বলেছেন, ‘ম্যানেজার আমাকে ব্রুজোনের ব্যাপারে আগেই অভিযোগ জানিয়েছিলেন। আমরা সেগুলো খতিয়ে দেখেছি। ব্রুজোন ক্লাবের শৃঙ্খলা নষ্ট করছিলেন। এটা জানার পরই তাঁকে আর না রাখার সিদ্ধান্ত হয়েছে। নয়তো এমন সফল একজন কোচের চুক্তির মেয়াদ আমরা কেন বাড়াব না? ম্যানেজার ক্লাবের স্বার্থের বিরুদ্ধে কিছু করেননি বলেই আমাদের কাছে মনে হয়েছে।’
ব্রুজোন কীভাবে ক্লাবের শৃঙ্খলা নষ্ট করছিলেন, জানতে চাইলে কিংস সভাপতি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেছেন, ‘তাঁর সঙ্গে আমরা চুক্তির ইতি টেনেছি। তিনি এখন অতীত। এ ব্যাপারে আর কিছু না বলাই ভালো।’
ব্রুজোনের উত্তরসূরি হিসেবে রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতের নাম শোনা যাচ্ছে। কিংস সভাপতি বলেছেন, ‘আমরা বেশ কয়েকজন কোচের সঙ্গে আলাপ–আলোচনা চালিয়ে যাচ্ছি। তালিকায় রোমানিয়ান সেই কোচও আছেন। তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি। আশা করছি, দু–এক দিনের মধ্যে নতুন কোচের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারব।’