যুক্তরাষ্ট্রে নতুন রেকর্ড গড়ল মেসিদের কোয়ার্টার ফাইনাল

ইকুয়েডরে বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলেছে মেসির আর্জেন্টিনাএএফপি

লিওনেল মেসির নেওয়া প্রথম শটটি ক্রসবারে লেগে চলে গেল বাইরে। এবারের কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচের টাইব্রেকারের প্রথম শট ছিল সেটি। পরে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের অতিমানবীয় দুটি সেভ সেমিফাইনালে তুলে দেয় বিশ্ব চ্যাম্পিয়নদের

আর্জেন্টিনা-ইকুয়েডরের সেই ম্যাচটি নতুন টেলিভিশন রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্রে। সম্প্রচার সংস্থা ফক্স স্পোর্টস জানিয়েছে, রেকর্ড ১৮ লাখ ৭০ হাজার দর্শক টেলিভিশনে দেখেছেন মেসিদের সেই ম্যাচ। ম্যাচে যুক্তরাষ্ট্র নেই, কোপা আমেরিকার এমন কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখার মার্কিন রেকর্ড এটিই।

আরও পড়ুন
টাইব্রেকারে মেসি ব্যর্থ হলেও আর্জেন্টিনা জিতেছে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের বীরত্বে
এএফপি

আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচের টেলিভিশন দর্শক সংখ্যাটা ২০২১ কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের গড়ের চেয়ে ৪৮২ শতাংশ বেশি। ফক্স স্পোর্টস জানিয়েছে ২০১৬ সালের কোয়ার্টার ফাইনালের চেয়ে ৫৭ শতাংশ বেশি মানুষ দেখেছেন এবারে কোয়ার্টার ফাইনাল।

টাইব্রেকারে ইকুয়েডরকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠছে আর্জেন্টিনা। বর্তমান চ্যাম্পিয়নরা এবার রেকর্ড ১৬তম কোপা জয়ের অভিযানে নেমেছে। বাংলাদেশ সময় কাল সকালে মেসিদের সেই পথে বাধা কানাডা। সকাল ৬টায় শুরু ম্যাচটির ভেন্যু নিউজার্সি অঙ্গরাজ্যের ইস্ট রাদারফোর্ড। পরের দিন দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে কলম্বিয়া ও উরুগুয়ে।

বাংলাদেশ সময় ১৫ জুলাই সকালে মায়ামিতে ফাইনাল।

আরও পড়ুন