রোনালদোর সতীর্থ হতে সৌদি যাচ্ছেন আরেক আর্জেন্টাইন
আর্জেন্টাইন সুপার কাপ খেলতে বোকা জুনিয়র্সের হয়ে গিয়েছিলেন দুবাইয়ে। তবে যাওয়া পর্যন্তই, মাঠে নামার সুযোগ মেলেনি অগাস্টিন রসির। খেলতে না পারলেও আরব আমিরাত সফরে গিয়ে বড় এক কাজ সারা হয়ে গেছে আর্জেন্টাইন গোলরক্ষকের। আগামী ছয় মাস ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসরে খেলবেন তিনি।
আর্জেন্টিনার টিওয়াসি স্পোর্টস ও ব্রাজিলের ওলে জানিয়েছে, রসির আল নাসরে নাম লেখানোর ঘটনা ছিল নাটকীয়তায় ভরা। বোকা জুনিয়র্সের সঙ্গে এ বছরের জুন পর্যন্ত চুক্তি তাঁর। মেয়াদ শেষের বেশ আগেই ক্লাব ছাড়ার তোড়জোড় শুরু করেন তিনি।
গত মাসে ব্রাজিল ক্লাব ফ্ল্যামেঙ্গোর সঙ্গে চুক্তি-পূর্ব অ্যাগ্রিমেন্টও সেরে ফেলেন। যা শুনে বোকা জুনিয়র্স কর্তৃপক্ষ ক্ষেপে যায়। কোচ উগো ইবারা প্রকাশ্যেই জানান, মৌসুমের বাকি সময়ে রসিকে আর প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে খেলানো হবে না।
২৬ বছর বয়সী এই গোলরক্ষকের ওপর অসন্তুষ্ট হলেও আর্জেন্টাইন সুপার কাপের জন্য তাঁকে দুবাই নিয়ে যাওয়া হয়। রেসিংয়ের বিপক্ষে হওয়া ম্যাচটিতে বোকা জুনিয়র্সের গোলরক্ষকের দায়িত্বে ছিলেন জাতীয় দলের সাবেক গোলরক্ষক সের্হিও রোমেরো। ওই সময় ডাগআউটে বসে থাকলেও রসির সংক্ষিপ্ত দলবদলের প্রসঙ্গ সামনে আসে।
সুপার কাপের ফাইনাল শেষে দলের সঙ্গে বুয়েনস এইরেসের পথে রওনা দেন রসি। মাঝে যাত্রাবিরতি ছিল মাদ্রিদে। সেখান থেকে দলের বাকিরা আর্জেন্টিনাগামী বিমানে চড়লেও থেকে যান রসি। স্পেন রাজধানীতে ৬ মাসের জন্য ধারে আল নাসরে নাম লেখান তিনি।
খেলানো হবে না এমন একজনকে ধারে পাঠিয়ে ১৫ লাখ মার্কিন ডলার পাচ্ছে বোকা জুনিয়র্স। রসির লাভ খেলার মধ্যে থাকা। আল নাসরে তাঁর সুযোগটি এসেছে আচমকা। রোনালদোর দলের প্রধান গোলরক্ষক সাবেক কলম্বিয়ান ডেভিড অসপিনা।
গত সপ্তাহে সৌদি প্রো লিগের ম্যাচে আল শাবাবের বিপক্ষে কনুইয়ে চোট পেয়েছেন তিনি। এরই মধ্যে বৃহস্পতিবার মাদ্রিদে তাঁর অস্ত্রোপচার হয়েছে। অন্তত দুই থেকে তিন মাস তাঁকে মাঠের বাইরে থাকতে হবে। স্পিনার বদলি হিসেবে খেলবেন রসি। আল নাসরে আগে থেকেই আছেন আর্জেন্টাইন মিডফিল্ডার পিতি মার্তিনেজ
রসি জুলাইয়ে যোগ দেবেন ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোতে।