পেলে আসলে কত গোল করেছেন

কিংবদন্তি পেলেইনস্টাগ্রাম

বিশ্বব্রহ্মাণ্ড ছেড়ে অনন্তলোকে যাত্রা করেছেন পেলে। স্বর্গে গিয়েও নিশ্চয়ই গোলের পর গোল করে যাবেন। সে সবের নির্ভুল হিসাব রাখবেন তাঁর খেলায় বুঁদ হয়ে থাকা দেবদূতেরা।

কিন্তু নশ্বর এ পৃথিবীতে থাকতে ঠিক কতবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন, তা নিয়ে দ্বিধা-বিভ্রান্তি রয়েই গেছে। খোদ ফুটবল গবেষকেরা পেলের মোট গোলসংখ্যা নিয়ে তর্কে জড়িয়েছেন। হিমশিম খেয়েছেন পরিসংখ্যানবিদেরা। বিভ্রান্তি দূর করতে ব্রাজিল সরকারও নাকি একবার ফুটবল নক্ষত্রের মোট গোলসংখ্যা ঘোষণা করেছিল। সেই সরকারি হিসাবকেও অনেকে ‘ভুল’ দাবি করেছেন।

আরও পড়ুন

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, ফিফা, পেলের ক্লাব সান্তোস, ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ), ফুটবলবিষয়ক একাধিক বিখ্যাত বই এবং খোদ পেলের দাবি অনুযায়ী গোলসংখ্যা একেক রকম দেখা যাচ্ছে। হয়তো এ দ্বিধা চিরকাল রয়েই যাবে। তবে বেশির ভাগ ক্ষেত্রেই পার্থক্যটা একটি কিংবা দুটি গোলের।

অনেকের কাছে ফুটবলেরই শেষ কথা ছিলেন পেলে
রয়টার্স

ফিফা ও সিবিএফের হিসাবে অবশ্য ব্রাজিল জাতীয় দলের হয়ে পেলের গোলসংখ্যার ব্যবধান ১৮। ফিফা গণনায় সেলেসাওদের হয়ে পেলের গোল ৭৭, সিবিএফের দাবি ৯৫। ফেডারেশন অবশ্য জাতীয় দলের হয়ে ক্লাবের বিপক্ষে গোলগুলোও হিসাব করেছে। আর বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংখ্যা বিবেচনায় নিয়েছে শুধু আন্তর্জাতিক ম্যাচে করা গোলগুলো।

বর্ণাঢ্য ক্যারিয়ারের বেশির ভাগ সময় কাটিয়েছেন স্বদেশি ক্লাব সান্তোসে। তাদের অফিশিয়াল ওয়েবসাইট জানাচ্ছে, ব্রাজিলের জার্সিতে ১১৩ ম্যাচে ৭৭ গোল করেছেন পেলে। আর সান্তোসের হয়ে ১১১৬ বার মাঠে নেমে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন ১০৯১ বার। আর সব মিলিয়ে তাঁর গোল ১২৮২।

আরও পড়ুন

সান্তোসকে বিদায় বলে ১৯৭৫ সালে মার্কিন মুলুকে পা রাখেন পেলে। যুক্তরাষ্ট্রের ক্লাব নিউইয়র্ক কসমসের হয়ে খেলেন ৬৪ ম্যাচ। সেখানেও ৩৭ গোল আছে তাঁর।
ফুটবলবিষয়ক একাধিক বিখ্যাত বইয়ে পেলের মোট গোল লেখা হয়েছে ১২৮৩টি।

নিজের স্বীকৃত টুইটার পেজে ২০১৫ সালের ২৬ সেপ্টেম্বর তিনিও একই দাবি করেছেন। তবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জানাচ্ছে, ফুটবলের রাজার মোট গোল ১২৭৯টি। ফিফার হিসাবে সংখ্যাটা একটু বেশি, ১২৮১।

৮২ বছর বয়সে মারা গেলেন পেলে
রয়টার্স

পেলের গোলের হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে রেখেছেন রোজারিও লোপেজ জিলি। সান্তোসে পেলের শেষ দুই বছরের খেলা দেখেছিলেন জিলি। প্রিয় খেলোয়াড়ের প্রতিটি গোল দেখে ফেটে পড়তেন উচ্ছ্বাসে।

আরও পড়ুন

তাঁর হিসাব অনুযায়ী, বিংশ শতাব্দীর সেরা ফুটবলারের গোলসংখ্যা ১২৮২টি। কিন্তু এটাও কি সব বিতর্কের ঊর্ধ্বে? জিলি নিজেও তেমন নিশ্চয়তা দিতে পারেননি, ‘আমি সত্যিই নিশ্চয়তা দিতে পারি না। ব্যাপারটা আশা করাও ভুল যে আমি একটা হিসাব দেব আর মানুষ একবাক্যে তা মেনে নেবে।’

রেকর্ড গোলদাতার প্রকৃত গোলসংখ্যা নিয়ে তৈরি হওয়া বিতর্কে জিলি অবশ্য দোষের কিছু দেখেন না, ‘যারা সংখ্যাটা ১২৮১ বা ১২৮৩ বলে, তারাও সঠিক। আসলে এই বিতর্কটাই সবকিছুর প্রাণ।’

আরও পড়ুন

পেলের মোট গোল কার হিসাবে কত

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর হিসাবে

১৩৬৩ ম্যাচে ১২৭৯ গোল

ফিফার হিসাবে

ব্রাজিলের হয়ে ৯১ ম্যাচে ৭৭ গোল

সব মিলিয়ে ১৩৬৩ ম্যাচে ১২৮১ গোল

সান্তোসের হিসাবে

সান্তোসের হয়ে ১১১৬ ম্যাচে ১০৯১ গোল

ব্রাজিলের হয়ে ১১৩ ম্যাচে ৭৭ গোল

সব মিলিয়ে ১৩৬৪ ম্যাচে ১২৮২ গোল

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) হিসাবে

ব্রাজিলের হয়ে ১১৩ ম্যাচে ৯৫ গোল

সব মিলিয়ে ১৩৬৩ ম্যাচে ১২৮১ গোল

বিভিন্ন বইয়ের রেকর্ড অনুযায়ী

১৩৬৪ ম্যাচে ১২৮৩ গোল

পেলের নিজস্ব হিসাবে

১২৮৩ গোল