সেই বার্সেলোনার প্রতিই ভালোবাসার কথা দেম্বেলের মুখে

বার্সেলোনায় আরও দুই বছর থাকছেন দেম্বেলেছবি: টুইটার

জলটা খেলেন ঠিকই, শুধু খাওয়ার আগে সেটিকে নিজেই ঘোলা করে নিয়েছেন উসমান দেম্বেলে। ছয় মাসের বেশি সময় ধরে তাঁর সঙ্গে চুক্তি নবায়নের চেষ্টা করেছিল বার্সেলোনা, তখন বাড়তি বেতন-বোনাসের দাবিতে ছাড় দেননি দেম্বেলে, চুক্তিও তাই নবায়ন হয়নি।

ফরাসি ফরোয়ার্ডের সঙ্গে বার্সার আগের সেই চুক্তিটা শেষ হয়ে গেছে গত ৩০ জুন। এর মধ্যে পিএসজি, চেলসি, আর্সেনাল, জুভেন্টাস—অনেক ক্লাবের সঙ্গে নাম জড়িয়ে গুঞ্জন ছড়ালেও কোথাও যাওয়া হয়নি দেম্বেলের। শেষ পর্যন্ত দুই সপ্তাহ ‘বেকার’ ট্যাগ লাগিয়ে ঘুরে বেড়িয়ে আবার বার্সাতেই নতুন চুক্তি করে থেকে গেলেন দেম্বেলে। ২৫ বছর বয়সী ফরাসির সঙ্গে বার্সার নতুন চুক্তির মেয়াদ ২০২৪ সাল পর্যন্ত। বেতন-বোনাস? সে বার্সার আগের শর্ত মেনেই!

তবে সবকিছুর শেষে বার্সার প্রতি ভালোবাসার গানই গাইছেন দেম্বেলে। তাঁর চুক্তি নবায়নের আনুষ্ঠানিক ঘোষণার পর আজ সংবাদ সম্মেলনে দেম্বেলে বললেন, ছোটবেলা থেকেই বার্সা তাঁর প্রিয় ক্লাব। সেখানে চ্যাম্পিয়নস লিগ জেতার স্বপ্ন দেখছেন তিনি।

আরও পড়ুন

স্প্যানিশ সাংবাদিক এদু পোলো জানাচ্ছেন, গত জানুয়ারিতে বার্সেলোনা যে বেতনের প্রস্তাব করেছিল দেম্বেলেকে, এখন তার চেয়ে ৪০ শতাংশ কম বেতনের চুক্তিতে রাজি হয়েছেন দেম্বেলে! ২০১৭ সালে বরুসিয়া ডর্টমুন্ড থেকে বার্সেলোনায় যাওয়ার পর একের পর এক চোট আর এলোমেলো জীবনযাপন পদ্ধতির কারণে অনেক ম্যাচ খেলতে পারেননি দেম্বেলে। সে কারণে বার্সা চুক্তিতে নেট বেতনের পরিমাণ কমিয়ে এনেছে, ম্যাচ খেলা ও পারফরম্যান্সের নির্ধারিত মানদণ্ড পূরণের শর্তে বোনাসের পরিমাণ রেখেছে বেশি।

আরও পড়ুন

তবু দেম্বেলে উচ্ছ্বসিত। ছয় মাস ধরে যে বার্সেলোনায় চুক্তি নবায়নে রাজি হয়নি, সেই বার্সেলোনাকেই স্বপ্নের ক্লাব বলে জানালেন, ‘চুক্তি নবায়নে অনেক সময় লেগে গেছে, তবে সবাই এখন খুশি। আমার জন্য খুব খুশির দিন। কারণ, শৈশব থেকেই আমার কাছে বার্সেলোনা ছিল স্বপ্নের ক্লাব, এখানে নতুন মৌসুম শুরু করতে আর তর সইছে না।’ বার্সেলোনায় অপূর্ণ এক স্বপ্ন পূরণের স্বপ্নের কথাও জানিয়েছেন দেম্বেলে, ‘চ্যাম্পিয়নস লিগ জেতা আমার একটা বড় স্বপ্ন, সেটি অর্জন করতে সবকিছু উজাড় করে দেব।’

আরও পড়ুন
বার্সেলোনায় দেম্বেলের খুব বেশি আলো ছড়াতে না পারার একটা বড় কারণ চোট
ছবি: টুইটার

দেম্বেলের চুক্তি নবায়নে বার্সেলোনা কোচ জাভির ভূমিকার কথা বারবারই উঠে এসেছে গত ছয় মাসে। নভেম্বরে কোচ হয়ে বার্সেলোনায় ফেরার পর প্রথম সংবাদ সম্মেলনেই দেম্বেলের চুক্তি নবায়নের গুরুত্বের কথা ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তাকে মনে করিয়ে দিয়েছিলেন জাভি।

আরও পড়ুন

সেই জাভির কৌশলে দেম্বেলের গুরুত্ব বোঝাতে আজ সংবাদ সম্মেলনে ফরাসি ফরোয়ার্ডকে উদ্দেশ করেই লাপোর্তা বলছিলেন, ‘কোচ প্রথম দিন থেকেই তোমাকে দলে চেয়েছে এবং তোমার প্রতিভার পুরোটুকু কীভাবে কাজে লাগাতে হয়, সেটি তিনি জানেন। এখনো আরও বেশি কিছু দেওয়ার আছে তোমার। এই বছরটা অনেক গুরুত্বপূর্ণ, এ বছরে আমাদের শিরোপা জিততে হবে। কোচ তোমাকে ভালোবাসে, ক্লাবও।’

আরও পড়ুন