২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

মোহনবাগানের বিপক্ষে ম্যাচের আগে বিশ্রামে প্রস্তুতি কিংসের

বসুন্ধরা কিংস আজ লড়বে মোহনবাগানের সঙ্গেছবি: শামসুল হক

মোহনবাগান সুপারজায়ান্টস আক্ষরিক অর্থেই উপমহাদেশীয় ফুটবলের ‘সুপারজায়ান্টস’। আর এই দলের সঙ্গেই কি না আজ রাতে ভূবনেশ্বরে এএফসি কাপে নিজেদের গ্রুপের লড়াইয়ে বসুন্ধরা কিংস মনমতো প্রস্তুতি নিয়ে নামতে পারছে না!

ভালো প্রস্তুতির লক্ষ্য থাকলেও তা সম্ভব হয়নি ‘অনিবার্য’ কারণেই। দেশে অনুশীলন বা প্রস্তুতি যা–ও একটু হয়েছে, ম্যাচের আগে ‘চূড়ান্ত প্রস্তুতি’ যাকে বলে সেটি সম্ভব হয়নি। ভারতের ভিসা জটিলতার কারণে নির্ধারিত সময়ে ভূবনেশ্বরে যেতে পারেনি বাংলাদেশের গত চারবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। গত শনিবার পর্যন্ত ভিসা না পেয়ে এএফসির কাছে চিঠি দিয়ে অভিযোগ করেছিল কিংস কর্তৃপক্ষ। ম্যাচ খেলতে যাওয়া নিয়েই যেখানে অনিশ্চয়তা, সেখানে ভালো প্রস্তুতি তো অনেক দূরের ব্যাপার।

শেষ পর্যন্ত কিংসের ভিসা মিলেছে রোববার রাত আটটায়। তড়িঘড়ি করে বিমান টিকিট নিশ্চিত করে গতকাল মঙ্গলবার খুব ভোরে ঢাকা থেকে কলকাতা হয়ে ভূবনেশ্বরে গিয়েছে দল। আজকের ম্যাচের আগে ভেন্যুতে গা গরম করে নেওয়াটাও ছিল দীর্ঘযাত্রা শেষে একধরনের বিলাসিতা। কোচ ব্রুজোন সেটি প্রথম আলোকে বলেছেনও, ‘ম্যাচের আগের দিন ভেন্যুতে পৌঁছেছি। খেলোয়াড়েরা সবাই আকাশযাত্রায় ক্লান্ত। খুব ভোরে ঢাকা থেকে রওনা দিতে হয়েছে, সে কারণে রাতেও কারও ঘুম হয়নি তেমন।’

গ্রুপের সবচেয়ে শক্ত প্রতিপক্ষের সঙ্গে মোকাবিলা আজ কিংসের
ফাইল ছবি

মোহনবাগানের বিপক্ষে ম্যাচটি বড্ড কঠিনই। এই দলের বিপক্ষে রেকর্ডও তেমন ভালো নয় কিংসের। এএফসি কাপেই গত বছর কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে ৪–০ গোলে উড়ে গিয়েছিল তারা। তবে ২০২১ সালে মালেতে এএফসি কাপে মোহনবাগানের সঙ্গে ১–১ গোলে ড্র করেছিল ব্রুজোনের দল। কিংসের স্প্যানিশ কোচের আক্ষেপ এমন একটা দলের সঙ্গে খেলতে নামার আগে প্রস্তুতিটা মনমতো হলো না! তবে ব্রুজোন উদ্ভুত পরিস্থিতিতে প্রস্তুতিটা সেরেছেন একটু ভিন্নভাবেই, ‘ম্যাচের আগের দিন পৌঁছে আমাদের কাজটা ছিল বিশ্রাম নেওয়া। আমরা কোনো অনুশীলনই করিনি। আমরা সেটিকেই প্রস্তুতি হিসেবে নিয়েছি। খেলোয়াড়েরা যেন এমন কঠিন ম্যাচে পূর্ণ শারীরিক ও মানসিক শক্তি নিয়ে খেলতে নামতে পারে, আকাশযাত্রা ও অন্যান্য অনিশ্চয়তার ধকল কাটিয়ে উঠতে পারে, সে জন্য টানা বিশ্রামটাই জরুরি ছিল।’

ওডিশার সঙ্গে ম্যাচটা আত্মবিশ্বাসী করেছে বসুন্ধরা কিংসকে
ছবি: প্রথম আলো

কিংস অ্যারেনায় আরেক ভারতীয় প্রতিপক্ষ ওডিশা এফসির বিপক্ষে ৩–১ গোলে জয়ের ম্যাচটিই ব্রুজোনকে অনুপ্রাণিত করছে, ‘আমি সব সময়ই বলে এসেছি কিংসের লক্ষ্য আন্তর্জাতিক অঙ্গনে সফল হওয়া। কিছু দিন আগে ওডিশার বিপক্ষে ম্যাচটি জিতে আমরা নিজেদের ভালো দল হিসেবে প্রমাণ করেছি। আমরা এখন চাই মোহনবাগানের বিপক্ষেও সেটি ধরে রাখতে।’

মোহনবাগানের বিপক্ষে দলের খেলোয়াড়দের দায়িত্বটা মনে করিয়ে দিয়েছেন অস্কার ব্রুজোন
ছবি: প্রথম আলো

এই মোহনবাগানই এএফসি কাপের প্রাথমিক রাউন্ডে বাংলাদেশের লিগ রানার্সআপ ঢাকা আবাহনী লিমিটেডকে ৩–১ গোলে হারিয়েছে। সে ম্যাচে বাংলাদেশের দলটি দেখেছিল ভারতীয় প্রতিপক্ষের শক্তিমত্তা। গ্রুপ ‘ডি’তে এখনো পর্যন্ত শীর্ষে আছে মোহনবাগানই। বসুন্ধরা আছে দুইয়ে। বসুন্ধরা নিজেদের প্রথম ম্যাচে মালেতে অপ্রত্যাশিতভাবেই মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের কাছে ৩–১ গোলে হেরে বড় ধাক্কা খেয়েছিল। দ্বিতীয় ম্যাচে ওডিশাকে ঢাকায় নিজেদের মাঠে ৩–১ গোলে হারিয়ে কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছে। আজ মোহনবাগানের বিপক্ষে শক্তিমত্তার চ্যালেঞ্জে জিততে পারলে সেটি হবে বাংলাদেশের এই ক্লাবের জন্য বেশ বড় সাফল্যই।

কিংসের স্প্যানিশ কোচ জানিয়েছেন সেই সাফল্য পেতে তাঁর খেলোয়াড়েরা মুখিয়েই আছেন, ‘আমার দলের ছেলেরা সংকল্পবদ্ধ। তারা এই ম্যাচের গুরুত্বটা ভালোই বোঝে। আমাদের ক্লাবের জন্য যে ম্যাচটি কতটা গুরুত্বপূর্ণ, সেটি মাথায় রেখেই তারা এই ম্যাচটি খেলবে।’

বাংলাদেশ সময় আজ রাত ১০টায় শুরু হতে যাওয়া ম্যাচটি সরাসরি দেখা যাবে টি স্পোর্টসের ইউটিউব চ্যানেলে।