কাসেমিরো চলে যাচ্ছেন—নিশ্চিত করলেন আনচেলত্তি
চার বছর আগে ‘নতুন চ্যালেঞ্জ’ নেওয়ার কথা বলে আচমকাই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে গিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার একই কথা বলে মাদ্রিদ ছাড়ার কথা বলেছেন ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো। ম্যানচেস্টার ইউনাইটেডের ডাকে সাড়া দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে পাড়ি দিতে যাচ্ছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
ম্যানচেস্টার ইউনাইটেডে চলে যাওয়া নিয়ে কাসেমিরো নিজে অবশ্য কিছু বলেননি। তবে তার রিয়াল-ছাড়ার খবর নিশ্চিত করেছেন কোচ কার্লো আনচেলত্তি। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ওর সঙ্গে আমার কথা হয়েছে। সে নতুন চ্যালেঞ্জ নিতে চায়। ক্লাবও বিষয়টা বুঝতে পারছে। সে এই ক্লাবের জন্য যা করেছে, এখন তার ইচ্ছাকে আমাদের সম্মান জানাতে হয়।’
৩০ বছর বয়সী কাসেমিরো রিয়ালে যোগ দিয়েছিলেন ২০১৩ সালে। মাঝের এক বছর পোর্তোতে ধারে থাকা বাদ দিলে বাকি সময়ে রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন পাঁচটি চ্যাম্পিয়নস লিগ ও তিনটি স্প্যানিশ লিগ। রিয়ালের মাঝমাঠের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ই ছিলেন। কিন্তু এমন একজন খেলোয়াড়কে কী রিয়াল রেখে দেওয়ার চেষ্টা করেনি? আনচেলত্তির সাফ জবাব, ‘না’।
কেনা ‘না’, সেটির ব্যাখ্যাও দিয়েছেন, ‘আমি শুধু তাঁর কথা শুনেছি। কাসেমিরোর ইচ্ছা, তাঁর ভাবনা, আর নিজের সিদ্ধান্ত থেকে না সরার ব্যাপারটি আমরা জেনেছি। এসব শোনার পর আমার তাঁকে কেবল শুভ কামনাই জানাতে হয়।’
রিয়ালের মাঝমাঠে ৭ জন খেলোয়াড় আছে, এর মধ্যে একজন চলে গেলে সমস্যা হবে না বলেও মন্তব্য করেছেন আনচেলত্তি। ব্রিটেনের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, কাসেমিরোর জন্য ৬০ মিলিয়ন ইউরোর মতো প্রস্তাব দিয়েছে ইউনাইটেড। রিয়ালের সঙ্গে এ নিয়ে সমঝোতাও হয়ে গেছে। এখন কেবল ডাক্তারি পরীক্ষা বাকি।