মেসির ছেলের ১১ গোলের খবর ভুয়া

মেসির ছেলে থিয়াগো মেসিএক্স

গতকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি ফটোকার্ড। এমএলএস কাপে অনূর্ধ্ব–১৩ এর ম্যাচে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ১১ গোল করেছেন লিওনেল মেসির ছেলে থিয়াগো মেসি। সেই ম্যাচে আটলান্টার বিপক্ষে মায়ামি জিতেছে ১২–০ গোলে।

ভাইরাল এই ফটোকার্ডের ওপর ভিত্তি করে প্রতিবেদন প্রকাশ করে স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তসহ বেশ কয়েকটি ইউরোপিয়ান সংবাদমাধ্যম। পরবর্তী সময়ে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ নিশ্চিত করেছে, এই ফটোকার্ড এবং ম্যাচ সংক্রান্ত খবরটি ভুয়া।

এমন কোনো ম্যাচ হয়নি এবং মেসির ছেলেও ১১ গোল করে দলকে জেতাননি। বিইন স্পোর্টস ও ইয়াহু স্পোর্টস এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করলেও আজ তাদের খবরের লিংকে ক্লিক করে খবরটি পাওয়া যায়নি।

ও গ্লোবো লিখেছে, ‘সম্প্রতি ম্যাচের স্কোরবোর্ডের একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ম্যাচটি নিয়ে প্রতিবেদন প্রকাশের পর সেটা সবার আকর্ষণের কেন্দ্রে চলে আসে। কিন্তু আটলান্টা এবং ইন্টার মায়ামি অনূর্ধ্ব–১৩ দলের মধ্যে এমন কোনো ম্যাচ মাঠে গড়ায়নি এবং এটা শুধুই ইন্টারেন্টে মজা করার উদ্দেশ্যে করা হয়েছে।’

লিওনেল মেসির ছেলে থিয়াগো মেসি
ইনস্টাগ্রাম

খবরটি ভুয়া হলেও মেসির ছেলে থিয়াগোকে প্রায়ই ইন্টার মায়ামির জার্সিতে মাঠে দেখা যায়। বর্তমানে থিয়াগো খেলছে ইন্টার মায়ামির বয়সভিত্তিক দলের হয়ে। গত বছরের শেষ দিকে নিজের বাবার বাড়ি রোজারিওতে ইন্টার মায়ামির অনূর্ধ্ব–১৩ দলের হয়ে একটি টুর্নামেন্টে খেলেছে থিয়াগো।