যে কারণে চেলসিকে হারিয়েও আক্ষেপ আছে রিয়ালের
চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে কাল রাতে প্রথম লেগে চেলসির বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতে ২-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে চেলসির পারফরম্যান্স বিবেচনায় নিলে বলতেই হয় সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে রিয়াল।
এরপরও এই জয় নিয়ে তৃপ্তির ঢেকুর তুলতে পারছেন না কোচ কার্লো আনেচেলত্তি। সুযোগ পেয়েও ব্যবধানটা বাড়িয়ে নিতে না পারার আক্ষেপ আছে রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়ারও।
কাল ম্যাচের ৫৮ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় চেলসি। বল নিয়ে বক্সে ঢুকতে যাওয়া রদ্রিগোকে পেছন থেকে টেনে ফেলে দিয়ে লাল কার্ড দেখেন বেন চিলওয়েল। এরপর যে রিয়াল গোল করেনি, তা নয়। ৭৪ মিনিটে বদলি নামা আসেনসিও ব্যবধান দ্বিগুণ করেন। তবে আনচেলত্তি মনে করেন ১০ জনের দলের সুবিধাটা নিতে পারেনি রিয়াল।
যে কারণে সামনে আরও ৯০ মিনিট পরীক্ষা দিতে হবে তাদের, ‘ঘরের মাঠে সুবিধা পাওয়ার লক্ষ্য ছিল এবং সেটা আমরা করতে পেরেছি। কিন্তু এরপরও আমাদের ভুগতে হতে পারে। কারণ চেলসি ভালো দল, ওদের অনেক ভালো ফুটবলার আছে, তাই আমাদের আরও ৯০ মিনিট লড়াই করতে হবে। ১০ জনের চেলসির বিপক্ষে আমরা আরেকটু ভালো করতে পারতাম। ১১ জনের চেলসির বিপক্ষে আমরা অনেক শক্তি খরচ করেছি, প্রেসিং করেছি; কিন্তু এরপর আমাদের উদ্যমে ঘাটতি ছিল।’
চেলসির বিপক্ষে ম্যাচে গোলপোস্ট দারুণভাবেই সামলেছেন কোর্তোয়া। ঘরের মাঠে রিয়ালকে যে কোনো গোল হজম করতে হয়নি, তার বড় কৃতিত্ব এই গোলরক্ষকের। কোর্তোয়াও ব্যবধানটা আরও বাড়াতে না পারার আক্ষেপ করেছেন, ‘আমরা ভালো করেছি, তবে এটাও ঠিক আমরা তিন নম্বর-চার নম্বর গোলটা করতে পারিনি। আশা করছি ফিরতি লেগে মুখোমুখি হওয়ার সময় আরেকটা গোল না করতে পারার জন্য আমাদের আক্ষেপ করতে হবে না।’
কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ আগামী সপ্তাহে স্টামফোর্ড ব্রিজে।