জাভি চান মেসিকে, মেসি কী চান...
মাঠের মৌসুম প্রায় শেষ, এখন শুরু হবে দলবদলের মৌসুম। আর এ মুহূর্তে ফুটবলের দুনিয়ায় কান পাতলেই শোনা যাবে লিওনেল মেসির দলবদলের গুঞ্জন। আর এই দলবদলে মেসিকে বার্সেলোনায় ফিরিয়ে নিতে উন্মুখ হয়ে আছেন জাভি হার্নান্দেজ। শুধু অবশ্য জাভি নন, বার্সার অন্য কর্তারাও মেসিকে ক্যাম্প ন্যুতে ফিরিয়ে নেওয়ার কথা বলেছেন।
মেসি নিজেও নাকি চান বার্সায় ফিরতে। যদিও এরই মধ্যে মেসির সৌদি আরবে যাওয়ার নিশ্চিত খবরও দিয়েছে অনেক সংবাদমাধ্যম। তবে আনুষ্ঠানিক ঘোষণা আসার আগপর্যন্ত মেসিকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে হাল ছাড়তে চান না জাভি। ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তাকে নাকি নিজের চাওয়ার কথা জানিয়েছেন বার্সেলোনা কোচ। তিনি বলেছেন, এখনো বার্সায় মেসির অবদান রাখার সুযোগ আছে।
এ বছরের শুরুতে পিএসজির সঙ্গে মেসির চুক্তি নবায়ন নিয়ে শঙ্কা তৈরি হয়। মেসির সম্ভাব্য গন্তব্য সে সময় শোনা যায় সৌদি লিগের ক্লাব আল হিলাল এবং যুক্তরাষ্ট্রের এমএলএসের ক্লাব ইন্টার মায়ামির কথা। তবে মেসিকে ফিরিয়ে নিতে দ্রুত মাঠে নামে বার্সাও। বার্সায় মেসির শেষ নাচ দেখতে চাওয়ার কথাও জানান জাভি। তবে মেসিকে ফিরিয়ে নেওয়ার পথে বার্সার সামনে সবচেয়ে বড় বাধা ছিল ক্লাবের অর্থনৈতিক সীমাবদ্ধতা। এরপরও লা লিগার সঙ্গে এ নিয়ে কাজ শুরু করে তারা।
এমনকি মেসির সৌদি আরবে যাওয়ার একাধিক প্রতিবেদন সামনে আসার পরও নিজের অবস্থান থেকে সরেননি জাভি। বলেছেন, ‘ফুটবলের দিক থেকে মেসি ফিরে এলে সে যে আমাদের সাহায্য করবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি প্রেসিডেন্টের কাছে এটা পরিষ্কার করেছি। সে যে এখনো পার্থক্য গড়ে দিতে পারে, এ নিয়ে আমার মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নেই। সে এখনো ক্ষুধার্ত। আর সে একজন বিজেতা আর একজন নেতা।’
বয়স ৩৫ পেরিয়ে গেলেও মেসির খেলায় একটুও মরচে পড়েনি। সম্প্রতি লিগ ‘আঁ’র শিরোপা জয়ের মধ্য দিয়ে নিজের ৪৩তম ট্রফিটি জিতে নিয়েছেন মেসি। তাঁর চেয়ে বেশি ট্রফি এখন কারও দখলে নেই। সমান ৪৩টি ট্রফি আছে শুধু দানি আলভেজের। সামনের দিনে মেসির সুযোগ আছে আলভেজকেও ছাড়িয়ে যাওয়ার। আর মেসি যে এখনো ফুরিয়ে যাননি, তা জানা আছে জাভিরও।
মেসিকে নিয়ে দারুণ আত্মবিশ্বাসী জাভি বলেছেন, ‘আমাদের ২০১০ সালের মতো প্রতিভা এখন আর নেই। আর মেসি দলে কি আনতে পারে? সে এখনো ফাইনাল পাসটি দিতে পারে, ফ্রি–কিক নিতে পারে, গোল করতে পারে। ফাইনাল থার্ডে এখনো মেসি চাইলে পার্থক্য গড়ে দিতে পারে। আর আমি দলকে যেভাবে খেলাতে চাই, সেটা বিবেচনায় নিলে মেসি এখনো অনেক কিছু যোগ করতে পারে। কিন্তু এটা পুরোপুরি তার ওপর নির্ভর করছে।’
মেসিকে চাওয়া নিয়ে নিজের মধ্যে কোনো সন্দেহ না থাকলেও জাভি অবশ্য জানেন না মেসি কী চান, ‘একজন খেলোয়াড় যে সব জিতেছে, তার জায়গায় নিজেকে রেখে ভাবাটা খুব কঠিন। আমি জানি না গ্রীষ্মে ফিরে আসার ব্যাপারে কোন বিষয়টি নিয়ে তার সন্দেহ থাকতে পারে। এমনও হতে পারে যে এখনকার প্রজেক্টটি ভিন্ন। তার সঙ্গে যাদের ভালো সম্পর্ক, যেমন বুসকেতস-আলবারা ক্লাব ছেড়ে যাচ্ছে। আমি জানি না, তার মাথার ভেতর তো আর আমি নেই। তবে আমার সঙ্গে তার যেমন সম্পর্ক, সে বিবেচনায় আমি পরিষ্কার। দরজাটা সব সময় তার জন্য খোলা। এটা এখন তার ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।’
মেসি শেষ পর্যন্ত বার্সায় ফিরে এলে কোন পজিশনে খেলাবেন, তা জানাতে গিয়ে জাভি বলেছেন, ‘সে বিভিন্ন পজিশনে খেলতে পারে। যেমন সে ফলস নাইন হিসেবে খেলতে পারে, উইঙ্গার হিসেবে খেলতে পারে, মিডফিল্ডার হিসেবে খেলানো যেতে পারে। এমনকি মাঝমাঠে তাকে ফাইনাল পাস দিতেও দেখা যেতে পারে। তার মিডফিল্ডার হিসেবে খেলার পূর্ণ সামর্থ্য আছে। হয়তো আগের সেই বিস্ফোরণ তার মাঝে এখন দেখা যাবে না। তবে আমরা কিন্তু অনন্যসাধারণ মেসিকেই বিশ্বকাপে দেখেছি। আমার মনে হয়, এখনো সামনের বছরগুলোতে শীর্ষ পর্যায়ে খেলার ক্ষমতা তাঁর আছে।’