পরিবারের চেয়ে এই শেফের সঙ্গে বেশি জন্মদিন উদ্‌যাপন করেছেন মেসি

জন্মদিনের কেক হাতে সতীর্থদের সঙ্গে মেসি। পাশে জাতীয় দলের শেফ ডিয়েগো আলবোরনোজইনস্টাগ্রাম

কোপা আমেরিকার ব্যস্ততার মধ্যেই পরশু নিজের ৩৭তম জন্মদিন উদ্‌যাপন করেছেন লিওনেল মেসি। তবে ব্যস্ততা যেমনই হোক, মেসির জন্মদিন বলে কথা! ব্যস্ততা সরিয়ে রেখেই আর্জেন্টাইন দল উদ্‌যাপন করেছে মেসির জন্মদিন। এ নিয়ে গত ২০ বছরের মধ্যে ১৩ বার জাতীয় দলের সঙ্গে নিজের জন্মদিন উদ্‌যাপন করলেন আর্জেন্টাইন কিংবদন্তি। এবার সতীর্থদের সঙ্গে কেক কেটে এবং মোমবাতি জ্বালিয়ে জন্মদিন উদ্‌যাপন করেছেন আটবার ব্যালন ডি’অরজয়ী তারকা।

আরও পড়ুন

মজার ব্যাপার হচ্ছে, মেসির সঙ্গে একই দিন জন্মদিন উদ্‌যাপন করেছেন ২৫ বছর ধরে আর্জেন্টিনা জাতীয় দলের বাবুর্চির কাজ করা ডিয়েগো আলবোরনোজও। মেসি এবং তাঁর জন্মদিন একই দিনে। এই অভিজ্ঞতা নিয়ে আলবোরনোজ আর্জেন্টাইন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘সে একবার আমাকে বলেছিল, পরিবারের চেয়ে সে আমার সঙ্গে বেশি জন্মদিন উদ্‌যাপন করেছে।’

মেসির জন্মদিন নিয়ে কথা বলেছেন আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনিও, ‘আপনারা সব সময় জানতে চান, আমি তাকে কী উপহার দিয়েছি। যখন তার কাছে সবকিছু আছে, আমি আর কী দিতে পারি! সত্যি কথা হচ্ছে, আমি তাকে কিছু দিইনি।’

চিলির মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনার অনুশীলনে মেসি
এএফপি

কোচের কাছ থেকে উপহার না পেলেও নিউইয়র্কে একদল আর্জেন্টাইন পেস্ট্রি শেফের কাছ থেকে কেক উপহার পেয়েছেন মেসি। রদ্রিগো ডি পল, নাহুয়েল মলিনা, লেয়ান্দ্রো পারেদেস, আনহেল দি মারিয়া, রোমেরো, লো সেলসো ও নিকোলাস ওতামেন্দিদের সঙ্গে কেক নিয়ে ছবিও পোস্ট দিয়েছেন মেসি। সেই ছবিতে আলবোরনোজও আছেন।

ছবির ক্যাপশনে মেসি লিখেছেন, ‘শুভেচ্ছাবার্তা ও শুভকামনার জন্য সবাইকে ধন্যবাদ। জাতীয় দলের সঙ্গে থাকার সময়ে আমার আরও একটি জন্মদিন মিলে গেল। স্বল্প পরিসরে উদ্‌যাপন করছি এবং আমরা নিজেদের পরের ম্যাচের প্রস্তুতি চালিয়ে যাচ্ছি। আলিঙ্গন!’

আরও পড়ুন

মেসির জন্মদিনের উৎসব শেষে আর্জেন্টিনা দল অবশ্য স্কালোনির অধীনে অনুশীলনও করেছে। আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৭টায় চিলির বিপক্ষে ম্যাচ সামনে রেখে প্রস্তুতি নিয়েছে তারা। অনুশীলন শেষে মেসিরা যখন হোটেলে ফিরে আসেন, তখন তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে প্রচুর ভক্ত সেখানে হাজির হন। এর মধ্যে ভক্তদের দেখা করার জন্য মেসির বেরিয়ে আসার গুঞ্জনও শোনা যায়। একপর্যায়ে সেই গুঞ্জন সত্যিও হয়।

জানালা খুলে বেরিয়ে আসেন মেসি একং হাত নেড়ে সবাইকে অভিবাদনও জানান। এরপর মেসির শুভেচ্ছা জানাতে আসা ভক্তদের কেকও বিতরণ করা হয়। রাস্তার পাশে বসে অনেক ভক্তকে হাসিমুখে কেকও খেতে দেখা গেছে।