মায়ের সঙ্গে ঈদ করা হচ্ছে না মোরছালিনের
গত মাসে ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি শেখ মোরছালিন। বাংলাদেশ দলের জন্য বড় ধাক্কাই ছিল তা, মোরছালিনের অভাব কুয়েতে আর ঢাকার দুটি ম্যাচে ভালোভাবেই টের পেয়েছে বাংলাদেশ। মোরছালিনের অভাবটা অনেক দিন ধরেই টের পেয়ে চলেছে বাংলাদেশের ফুটবলই।
প্রিমিয়ার লিগ এগিয়ে চলছে, কিন্তু দেশের অন্যতম সেরা প্রতিভাবান এই ফুটবলারকে মাঠেই দেখা যাচ্ছে না। মাঠে দেখা যাবে কীভাবে! মোরছালিন যে ক্লাবে খেলেন, সেই বসুন্ধরা কিংসের প্রথম একাদশে সুযোগ পাওয়া যথেষ্ট কঠিনই। প্রথম একাদশে জায়গা পেতে হলে মোরছালিনকে ছাপিয়ে যেতে হবে ব্রাজিলিয়ান তারকা রবসন দা সিলভা বা মিগুয়েল ফেরেইরাদের মতো খেলোয়াড়দের। তবে ব্যাপার যা-ই হোক, দেশের ফুটবলপ্রেমীরা মোরছালিনকে যে প্রিমিয়ার লিগে যথেষ্টই মিস করেন, সেটি না বললেও চলছে।
গত ডিসেম্বরে পায়ের পাতায় চোট পেয়েছিলেন, সেই চোটই কাল হয়ে দাঁড়ায়। ফেব্রুয়ারি মাসেই জানা গিয়েছিল, মার্চে ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলতে পারবেন না তিনি। বসুন্ধরা কিংসেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছিলেন। ফরিদপুরের বাড়িতেও ছিলেন কিছুদিন।
তবে এবারের ঈদটা বাড়িতে করতে পারছেন না। থাকছেন বসুন্ধরা কিংসের ক্যাম্পেই। চোট সারিয়ে অনুশীলনে ফিরেছেন। একটুও সময় নষ্ট করতে চান না, ‘এবারের ঈদটা বাড়িতে মায়ের সঙ্গে করার ইচ্ছা ছিল। কিন্তু ক্লাব এবার ছুটি দেয়নি বেশি। ১৬ তারিখে খেলা আছে। সবাইকে অনুশীলনে যোগ দিতে বলা হয়েছে। ঈদের আগের দিনও অনুশীলন ছিল।’
মন খারাপ হলেও কিছু করার নেই মোরছালিনের। তিনি ফুটবল মাঠে ফিরতে উন্মুখ হয়ে আছেন, ‘চোটের কারণে অনেক সময় নষ্ট হয়ে গেল। জাতীয় দলের হয়ে খেলতে পারলাম না। পুনর্বাসন প্রক্রিয়ার পর এখন মাঠে নামাটা খুব জরুরি। তাই ঈদে মায়ের সঙ্গে থাকা উচিত ছিল জেনেও চলে এসেছি। অনুশীলনে যোগ দিতে হবে। ভালো করে নিজেকে প্রমাণ করতে হবে।’
দিনের পর দিন জাতীয় দলের এই ফুটবলার ঘরোয়া ফুটবলে ক্লাবের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন না। অথচ মাঠে যখনই নেমেছেন, নিজের প্রতিভার পূর্ণ সদ্ব্যবহার করেছেন মোরছালিন। দিনের পর দিন মাঠের বাইরে বসে থাকার বিষয়টাকে কীভাবে দেখেন তিনি?
মোরছালিনের কথা, ‘এটা যেভাবেই দেখি, লড়াইটা আমারই। যতটুকু সুযোগ মিলবে, সেটা কাজে লাগাতে হবে। এবারের লিগে কীভাবে সুযোগ পাব? ডিসেম্বর থেকে তো চোটেই থাকলাম। তবে এটা ঠিক যেকোনো ফুটবলারের মতো আমিও নিয়মিত খেলতে চাই।’