ইউরোপ থেকে বিদায় ম্যানচেস্টার ইউনাইটেডের

হারের বিমর্ষ ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়েরাউয়েফা

ম্যানচেস্টার ইউনাইটেড ০-১ বায়ার্ন মিউনিখ

ওল্ড ট্রাফোর্ডে নামার আগে দুটি প্রার্থনা ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। এক. বায়ার্ন মিউনিখের বিপক্ষে জিততেই হবে। দুই. কোপেনহেগেনে গালাতাসারাই এবং স্বাগতিকদের ম্যাচ যেন ড্র হয়। দুটি প্রার্থনার একটিও কবুল হয়নি।

ঘরের মাঠে জয়ের প্রার্থনা কেন করতে হবে, সেই ব্যাখ্যা আগে দেওয়া যাক। গত শনিবার এই ওল্ড ট্রাাফোর্ডেই সর্বশেষ ম্যাচে বোর্নমাউথের কাছে ৩-০ গোলে হেরেছে এরিক টেন হাগের দল। আর প্রতিপক্ষ দলের নাম বায়ার্ন, মাঠে নিজেদের নিংড়ে দেওয়ার প্রয়োজনীয়তার পাশাপাশি প্রার্থনার জায়গাও থাকে বৈকি। কিন্তু ৭০ মিনিটে কিংসলে কোমানের গোলে সেই প্রার্থনাও কাজে লাগেনি। কোমানের গোলটি যদি হয় ইউনাইটেডের ইংলিশ সমর্থকদের মনে কাটা ঘা, তাহলে দারুণ টাচে গোলটি বানানো ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন নুনের ছিটা।

আরও পড়ুন

তার আগেই অবশ্য কোপেনহেগেন থেকে ভেসে আসা খবরে ইউনাইটেডের খেলোয়াড়দের মনটা দমে যাওয়ার কথা। একই সময়ে শুরু হওয়া দুটি ম্যাচে তুর্কি ক্লাবটির বিপক্ষে ৫৮ মিনিটে লুকাস লেরাগারের করা গোলে এগিয়ে ছিল কোপেনহেগেন। লেরাগার ৯০ মিনিটে লাল কার্ড দেখলেও কোপেনহেগেন শেষ পর্যন্ত যেমন ১-০ গোলে জিতেছে, তেমনি ইউনাইটেডও নিজেদের কাজটা করতে পারেনি। বায়ার্নও জিতেছে ১-০ গোলে।

জয়ের পর দর্শক অভিবাদনের জবাবে বায়ার্নের খেলোয়াড়েরা
উয়েফা

ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলে শীর্ষ চারের বাইরে থাকা ইউনাইটেডের এবারের চ্যাম্পিয়নস লিগ অভিযান মোটেও ভালো হলো না। গ্রুপপর্বে ৬ ম্যাচে মাত্র ১ জয় ও ১ ড্রয়ে তাঁদের সংগ্রহ মাত্র ৪ পয়েন্ট। ‘এ’ গ্রুপের তলানির দল হিসেবে ইউরোপের ক্লাব প্রতিযোগিতা থেকে বিদায় নিল টেন হাগের দল। বায়ার্নের বিপক্ষে জিতলে ৫ পয়েন্ট পাওয়া গালাতাসারাইকে তলানিতে নামিয়ে গ্রুপের তৃতীয় দল হিসেবে অন্তত ইউরোপা লেগে নেমে যাওয়ার সুযোগ ছিল ইউনাইটেডের। সেটুকুও করতে না পারায় ইউনাইটেড কোচ হিসেবে টেন হাগকে নিয়েও প্রশ্ন উঠতে পারে। ওল্ড ট্রাফোর্ডে রেফারির শেষ বাঁশি বাজার পর কিন্তু দুয়োধ্বনি শোনা গেছে!

আরও পড়ুন

প্রথমার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন ইউনাইটেডের দুই ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ার ও লুক শ। ৪০ মিনিটে ম্যাগুয়ার উঠে যাওয়ার ৫ মিনিট পরই মাঠ ছাড়েন শ। বায়ার্ন গোলকিপার ম্যানুয়াল নয়্যারের তেম;ন পরীক্ষাই নিতে পারেনি ইউনাইটেডের আক্রমণভাগ। মাত্র একটি শট পোস্টে রাখতে পেরেছে। বায়ার্ন তিনটি শটে একটি গোল আদায় করে নিয়েছে।

ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হিসেবে বাজে সময় যাচ্ছে টেন হাগের
উয়েফা

এই জয়ে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষ দল হিসেবে শেষ ষোলোয় উঠল বায়ার্ন। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবে শেষ ষোলোর টিকিট পেয়েছে কোপেনহেগেন। তৃতীয় দল হিসেবে ইউরোপা লিগের প্লে অফ খেলার সুযোগ পেল গালাতাসারাই।