অনুশীলনে মেসি, শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন স্কালোনি

পেরুর বিপক্ষে বেঞ্চে ছিলেন মেসিরয়টার্স

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল সামনে রেখে হিউস্টনে অনুশীলন শুরু করেছে আর্জেন্টিনা। অনুশীলনে সবকিছু ছাপিয়ে কোচ লিওনেল স্কালোনির চোখ এখন চোটে আক্রান্ত লিওনেল মেসির দিকেই। কোয়ার্টার ফাইনালের আগে মেসিকে পূর্ণ ফিট অবস্থায় ফিরে পেতে আর্জেন্টিনা দল এখন মরিয়া। আগামী শুক্রবার ইকুয়েডরের বিপক্ষে শেষ আটের লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা।

সাম্প্রতিক সময়ে চোট নিয়ে বেশ ভুগছেন মেসি। সর্বশেষ কোপা আমেরিকায় গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে খেলার সময় আবার চোটে পড়েন আর্জেন্টাইন অধিনায়ক। সেদিন চিকিৎসা নিয়ে ৯০ মিনিট খেললেও স্বস্তিতে ছিলেন না। ম্যাচ শেষে মেসি ভালো কিছু প্রত্যাশার কথা বললেও পেরুর বিপক্ষে চোটের কারণে ঠিকই বেঞ্চে বসতে হয় তাঁকে।

আরও পড়ুন

এমনকি এখন কোয়ার্টার ফাইনালেও মেসির খেলা নিয়ে আছে শঙ্কা। আর্জেন্টাইন সাংবাদিক পারাদিজোও মেসির শেষ আটে খেলা ঝুঁকিতে আছে বলে মন্তব্য করেছিলেন। তবে দলের অধিনায়ক ও সেরা খেলোয়াড়কে মাঠে পেতে চান স্কালোনি। পাশাপাশি মেসিকে খেলানোর সম্ভাব্য ঝুঁকিগুলো নিয়েও ভাবছেন তিনি।

হিউস্টনে দলের সঙ্গে অনুশীলনের পাশাপাশি মেসি নিজের ফিটনেস নিয়েও কাজ করছেন। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, মেসি এখন আগের চেয়ে ভালো বোধ করছেন। আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রকাশিত ভিডিওতে মেসিকে বল নিয়ে অনুশীলন করতেও দেখা গেছে।

টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, মেসিকে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে খেলাতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন স্কালোনি। যদি শুরুর একাদশে তাঁকে রাখার সুযোগ না হয়, তবে প্রয়োজনে তাঁকে বেঞ্চ থেকে মাঠে নামাবেন। আর মেসি বেঞ্চে থাকলে দলের অধিনায়কত্ব করবেন আনহেল দি মারিয়া। আর্জেন্টিনা দলের কোচিং স্টাফরা নাকি মেসি ও মারিয়াকে একসঙ্গে খেলাতে চান না। তাঁরা এই দুজনকে একে অন্যের বিকল্প হিসেবে খেলাতে চান।

আরও পড়ুন

মেসি ছাড়া দলের তৃতীয় মিডফিল্ডার বাছাইয়েও নাকি দ্বিধায় আছেন স্কালোনি। জানা গেছে, আর্জেন্টিনার মিডফিল্ডে রদ্রিগো দি পল এবং অ্যালেক্সিস ম্যাক আলিস্টার সুযোগ পেতে পারেন। আর তৃতীয় মিডফিল্ডার হিসেবে লিয়ান্দ্রো পারেদেস ও এনজো ফার্নান্দেজের মধ্যে হয়তো একজনকে বেছে নেবেন স্কালোনি।