মেসির অলিম্পিকে খেলার পথে যেসব জটিলতার কথা জানালেন মাচেরানো

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিএএফপি

লিওনেল মেসির প্যারিস অলিম্পিকে খেলা না–খেলা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। মেসি নিজে এর আগে অলিম্পিকে খেলার ব্যাপারে ইতিবাচক বার্তা দিয়েছিলেন। আর্জেন্টিনা অলিম্পিকের মূল পর্বে উত্তীর্ণ হওয়ার পর মেসির জন্য দুয়ার খোলা রাখার কথা বলেছিলেন অনূর্ধ্ব-২৩ দলের কোচ হ্যাভিয়ের মাচেরানোও।

অলিম্পিকে সাধারণত অনূর্ধ্ব-২৩ দল খেললেও কোচ চাইলে ৩ জন সিনিয়র খেলোয়াড়কেও দলে রাখতে পারেন। সে সুযোগ কাজে লাগিয়েই মেসিকে খেলাতে চান মাচেরানো। তবে দুই পক্ষের ইচ্ছা থাকার পরও মেসির অলিম্পিকে খেলা নিশ্চিত নয়। ব্যস্ত সূচি ও শারীরিক ক্লান্তি বাধা হয়ে দাঁড়াতে পারে মেসির অলিম্পিক খেলার পথে। এরপরও এখনই হাল ছাড়তে নারাজ মাচেরানো। মেসিকে দলে পেতে আরও অপেক্ষা করার কথা জানিয়েছেন সাবেক এ ফুটবলার।

আরও পড়ুন

মেসির অলিম্পিক খেলার ব্যাপারে জানতে চাইলে টিওয়াইসি স্পোর্টসকে মাচেরানো বলেছেন, ‘আমি লিওর (মেসি) সঙ্গে কথা বলেছি এবং পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে কথা বলার ব্যাপারে একমত হয়েছি। সে ইন্টার মায়ামির হয়ে কেবল মৌসুম শুরু করল। অলিম্পিকের আগে এখনো যথেষ্ট সময় বাকি আছে। এটাও বিশেষভাবে বিবেচনা করা দরকার যে সামনে কোপা আমেরিকাও আছে। এটা খুব সহজ কোনো পরিস্থিতি নয়। আমাদের দেখতে হবে যে অলিম্পিকে খেলার মতো প্রাণশক্তি তার সত্যিই আছে কি না।’

অনুশীলনে মগ্ন মেসির দিকে তাকিয়ে মাচেরানো। তাঁরা যখন আর্জেন্টিনা দলে সতীর্থ ছিলেন
এএফপি

অলিম্পিক খেলার জন্য মেসির ওপর বাড়তি কোনো চাপ দিতে চান না জানিয়ে মাচেরানো বলেছেন, ‘আমাদের বুঝতে হবে, লিও জানে যে বয়স তার শরীরের ওপর প্রভাব ফেলতে শুরু করেছে এবং তাকে সময় ব্যবস্থাপনা নিয়েও ভাবতে হচ্ছে। তাকে বিরক্ত করা কিংবা তার ওপর চাপ প্রয়োগ করা আমাদের উদ্দেশ্য না।’

আরও পড়ুন

এরপরও মেসিকে দলে পেতে মাচেরানো নিজের একাগ্রতা দেখিয়েছেন এভাবে, ‘আমরা তাকে খেলার জন্য আগাম নিমন্ত্রণ জানিয়ে রাখব। আর আমরা তাকে তার যা প্রয়োজন তা দেব, যেন সে বিষয়টি নিয়ে চিন্তা করতে পারে। পাশাপাশি ক্লাবের দিক থেকেও দেখতে হবে। ইন্টার মায়ামি এবং এমএলএসের জন্য তাঁর কিছু অনুপস্থিত থাকার বিষয়টি সহজ নয়। সে তার সুবিধামতো সিদ্ধান্ত নেবে।’