চিলির বিপক্ষে দি মারিয়ার ফেরার গুঞ্জন, যা বললেন তাঁর স্ত্রী

স্ত্রী হোর্হেলিনা ও সন্তানদের সঙ্গে আনহেল দি মারিয়াদি মারিয়ার ইনস্টাগ্রাম হ্যান্ডল

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচটা খেলেই ফেলেছেন আনহেল দি মারিয়া। বাংলাদেশ সময় গত সোমবার সকালে কোপা আমেরিকার ফাইনাল ছিল আর্জেন্টিনার হয়ে দি মারিয়ার বিদায়ী ম্যাচ। ঘোষণা দিয়েই জাতীয় দল থেকে অবসর নেন এই উইঙ্গার। কিন্তু তাঁর স্ত্রী হোর্হেলিনা কারদোসো জানিয়েছেন নতুন খবর। আর্জেন্টিনার জার্সিতে দি মারিয়ার আরও কয়েক মিনিট খেলার সম্ভাবনার কথা জানিয়েছেন হোর্হেলিনা।

আরও পড়ুন

আগামী সেপ্টেম্বরে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠ মনুমেন্তাল স্টেডিয়ামে চিলির বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে আর্জেন্টিনা। দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, দি মারিয়া সেই ম্যাচে খেলবেন কি না, তা নিশ্চিত নয়। তবে তিনি স্টেডিয়ামে থাকবেন এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ঘরের মাঠে তাঁকে সম্মান জানাবে।

আর্জেন্টিনার রেডিও স্টেশন ‘রাদিও লা রেদ’কে হোর্হেলিনা বলেন, ‘শুনেছি তারা চায় বিদায়ী ম্যাচটা যেন সে (দি মারিয়া) আর্জেন্টিনায় খেলে। চিলির বিপক্ষে ১১ মিনিট (দি মারিয়ার জার্সি নম্বর ১১) সে খেলবে কি না, আমি জানি না। তবে ভাবনাটা দারুণ। কারণ, সে এটার যোগ্য। তার ভক্তরাও তাকে (ঘরের মাঠে বিদায় জানাতে) চায়। আমিও চাই। তেমন কিছু ঘটলে সে আনন্দের সঙ্গেই আসবে।’

কোপা আমেরিকার ফাইনাল খেলে আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিয়েছেন দি মারিয়া
এএফপি

এবার কোপা শুরুর আগেই দি মারিয়া জানিয়েছিলেন, এই টুর্নামেন্ট খেলেই জাতীয় দল থেকে অবসর নেবেন। মায়ামিতে ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ১-০ গোলে জয়ের ম্যাচটি হয়ে দাঁড়ায় ৩৬ বছর বয়সী এই উইঙ্গারের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। ম্যাচের ১১৭ মিনিটে বদলি নামাতে দি মারিয়াকে মাঠ থেকে তুলে নেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তখন কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন এই কিংবদন্তি।

টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, বাংলাদেশ সময় ৫ সেপ্টেম্বর চিলির বিপক্ষে পরবর্তী ম্যাচেই দি মারিয়াকে সম্মান জানানোর পরিকল্পনা করছে এএফএ। তবে সংবাদমাধ্যমটি এই ম্যাচে তাঁর খেলার ব্যাপারে জোর দিয়ে কিছু বলেনি।

আরও পড়ুন

আর্জেন্টিনা টানা দ্বিতীয়বার কোপা আমেরিকার শিরোপা জেতার পর খেলোয়াড়দের উদ্‌যাপনের সময় দি মারিয়ার সঙ্গে এ নিয়ে কথা বলেছেন কোচ স্কালোনি। টিওয়াইসি স্পোটর্স তখন এ বিষয়ে দি মারিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেছিলেন, ‘কোচ বলেছেন, আর এক ম্যাচ?...মানুষের জন্য, অভ্যর্থনার জন্য। আমার যা বলার সেটাই তাকে বলেছি; মারাকানায় ব্রাজিলকে হারিয়েছি। সবকিছু জিতেছি। (কোপার) দ্বিতীয় শিরোপাটা জিতলাম এখানে (যুক্তরাষ্ট্রে)। আমি মনে করি শেষ করার এটাই সেরা সময়।’ টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদক তখন মন্তব্য করেন, ‘সম্ভবত বাছাই পর্বে পরের ম্যাচটি খেলার কথা বলেছেন।’ দি মারিয়া উত্তর দেন, ‘আমার মনে হয় এর চেয়ে ভালোভাবে শেষ করা অসম্ভব।’

কোপার ফাইনালে মাঠ ছাড়ার সময় অশ্রুসজল দি মারিয়া
এএফপি

টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদক দি মারিয়ার কাছে জানতে চেয়েছিলেন, খেলোয়াড় হিসেবে জাতীয় দল ছাড়লেও অন্য ভূমিকায় তাঁর আর্জেন্টিনা দলে ফেরার ইচ্ছা আছে কি না। কোপা আমেরিকা, বিশ্বকাপ ও ফিনালিসিমাজয়ী দি মারিয়া উত্তর দেন এভাবে, ‘তার (কোচের) যদি মন চায়, তাহলে আসব। তবে খেলতে নয়।’

দি মারিয়ার স্ত্রী হোর্হেলিনা আরও জানিয়েছেন, ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পরই আর্জেন্টিনা জাতীয় দল ছাড়তে চেয়েছিলেন তাঁর স্বামী, ‘আমরা বিশ্বকাপ জয়ের পর সে বলল, এটাই সময়। তার সতীর্থরা তাকে বলেছিল যে সময়টা এখনো হয়নি। এ জন্য সে কোপা পর্যন্ত থেকেছে, আর খুব ভালোভাবে সব শেষ হয়েছে। আমি চাই না সে কখনো অবসর নিক। কিন্তু সে যে সিদ্ধান্ত নিয়েছে, তা ঠিক আছে।’

আরও পড়ুন