রিয়াল মাদ্রিদ কি ২৩ বছরের পুরোনো বিব্রতকর ঘটনার পুনরাবৃত্তি রুখতে পারবে

বিব্রতকর রেকর্ডের সামনে রিয়ালফেসবুক

রিয়াল মাদ্রিদ। ‘কিং অব চ্যাম্পিয়নস লিগ’ বা চ্যাম্পিয়নস লিগের রাজা। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের এই মঞ্চে তাদের আধিপত্য রীতিমতো অবিশ্বাস্য। চ্যাম্পিয়নস লিগে রিয়াল এককভাবেই জিতেছে ১৫টি শিরোপা, যা কি না দুইয়ে থাকা এসি মিলানের (৭টি) দ্বিগুণের বেশি। ফলে চ্যাম্পিয়নস লিগ ও রিয়ালকে প্রায় সমার্থকই বলা যায়।

কিন্তু এত দাপুটে দলটা এবার নতুন সংস্করণের চ্যাম্পিয়নস লিগে খুব একটা সুবিধা করতে পারছে না। প্রথম রাউন্ডে এখন পর্যন্ত ৫ ম্যাচের ৩টিতেই হেরেছে তারা। পয়েন্ট তালিকায় অবস্থান ২৪ নম্বরে। বলে রাখা ভালো, প্লে–অফ খেলে শেষ ষোলোয় যেতে হলে অন্তত ২৪–এর মধ্যে থাকতেই হবে।

আরও পড়ুন

ফলে আজ রাতে আতালান্তার বিপক্ষে হারলে রিয়ালের গ্রুপ পর্বের বৈতরণী পার হওয়ায় চ্যালেঞ্জের মুখে পড়বে। পাশাপাশি এই হার রিয়ালকে ফিরিয়ে দেবে ২৩ বছরের পুরোনো বিব্রতকর এক স্মৃতি। সর্বশেষ ২০০১ সালের চ্যাম্পিয়নস লিগে প্রতিপক্ষের মাঠে টানা তিন ম্যাচে হেরেছিল রিয়াল। যে শঙ্কা এবার আবার উঁকি দিচ্ছে।

এবার লিগ পর্বে সবশেষ দুই অ্যাওয়ে ম্যাচে হেরেছে রিয়াল। লিলের মাঠে ১-০ গোলে হারা দলটি, সবশেষ ম্যাচে লিভারপুলের কাছে অ্যানফিল্ডে হেরেছে ২-০ গোলে। আজ আতালান্তার বিপক্ষে হারলে পূরণ হবে হারের হ্যাটট্রিক। এর আগে ২০০১ সালে সবশেষ এমন ঘটনা দেখেছিল রিয়াল।

রিয়ালের অনুশীলনে এমবাপ্পে
এক্স

সেবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাসেলসে গিয়ে আন্ডারলেখটের কাছে হেরেছিল রিয়াল। এরপর কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে গালাতাসারাইয়ের কাছে ৩-০ গোলে হারে তারা। এরপর সেমিফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখের মাঠে হেরেছিল ২-১ গোলে। এখন সেই দুঃস্মৃতি আবার ফেরে কি না, সেটাই দেখার অপেক্ষা। তবে এর আগে অবশ্য অন্য দুঃস্মৃতি ফিরেছে রিয়ালে। গ্রুপপর্বে কখনো তিন ম্যাচ না হারা রিয়াল এবার সে অভিজ্ঞতা এরই মধ্যে পেয়ে গেছে।

আরও পড়ুন

খাদের কিনারা থেকে কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, সেটা অবশ্য রিয়ালের ভালোই জানা। এর আগেও অসংখ্যবার তাসের দান উল্টে বাজিমাত করেছে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি। এবারও তেমন কিছু করার চ্যালেঞ্জ কার্লো আনচেলত্তির দলের সামনে। যদিও চ্যালেঞ্জটা একেবারে সহজ হবে না।

চ্যাম্পিয়নস লিগে দারুণ ছন্দে থাকা আতালান্তা আছে পয়েন্ট তালিকার ৫ নম্বরে। ৫ ম্যাচে ৩ জয়ের সঙ্গে আছে ২টি ড্র। এখন পর্যন্ত কোনো ম্যাচ না হারা দলটি আজকেও হারতে চাইবে না। রিয়াল মরিয়া থাকবে টানা দুই হারের পর জয়ে ফেরার জন্য। আর এমন পরিস্থিতিই ম্যাচটাকে বিশেষভাবে রোমাঞ্চকর করে তুলতে পারে।

রিয়ালের চেয়ে খারাপ অবস্থা পিএসজির। রিয়ালের মতো তারাও ৫ ম্যাচের ৩টিতে হেরেছে। অন্য দুই ম্যাচের একটি জিতেছে ও অন্যটিতে ড্র করেছে। এখন টিকে থাকতে হলে পরের ম্যাচগুলোয় দারুণ কিছু করে দেখাতে হবে তাদের। আজ রাতে পিএসজির প্রতিপক্ষ সালজবুর্গ।

চ্যাম্পিয়নস লিগে আজকের ম্যাচে

জিরোনা-লিভারপুল

জাগরেব-সেল্টিক

লেভারকুসেন-ইন্টার মিলান

আতালান্তা-রিয়াল মাদ্রিদ

লাইপজিগ-অ্যাস্টন ভিলা

শাখতার-বায়ার্ন

ক্লাব ব্রুগা–স্পোর্টিং লিসবন

ব্রেস্ত–লাইপিজগ

সালজবুর্গ–পিএসজি