গার্সিয়ার লাল কার্ড, বার্সার সতর্কসংকেত
‘লামিনে ইয়ামাল বেশ প্রতিভাবান। আশা করি, ভবিষ্যতে তার কোনো সমস্যা হবে না। তার একটু সৌভাগ্যও প্রয়োজন, কেননা এখনো বয়স কম। কিন্তু আমি মনে করি, সে এই প্রজন্মের অন্যতম সেরা হবে’—ক্রিস্টিয়ানো রোনালদো।
পর্তুগিজ কিংবদন্তি কথাগুলো বলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে তাঁর সাবেক সতীর্থ রিও ফার্ডিনান্ডকে দেওয়া সাক্ষাৎকারে। গতকাল সাক্ষাৎকারের সর্বশেষ অংশ রোনালদোর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। এরপর গতকাল রাতেই চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে মোনাকোর মুখোমুখি হয় ইয়ামালের ক্লাব বার্সেলোনা। ম্যাচের ১০ মিনিটে ১০ জনে পরিণত হয়ে মোনাকোর কাছে শেষ পর্যন্ত ২–১ গোলে হেরেছে বার্সেলোনা। তবে ২৮ মিনিটে বার্সাকে সমতাসূচক (১–১) গোলটি এনে দেওয়ার পাশাপাশি ওই গোলে এক কীর্তিও গড়েন বার্সার ১৭ বছর বয়সী এই উইঙ্গার।
বক্সের সামনে থেকে বাঁ পায়ের দারুণ শটে চ্যাম্পিয়নস লিগে নিজের প্রথম গোলটি করেন ইয়ামাল। আর তাঁর এই প্রথম গোলই জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এখন দ্বিতীয় সর্বকনিষ্ঠ (১৭ বছর ৬৮ দিন) গোলদাতা এই স্প্যানিশ তরুণ। সর্বকনিষ্ঠ হিসেবে গোলের রেকর্ডটি তাঁরই বার্সা সতীর্থ আনসু ফাতির। ২০১৯ সালে ১৭ বছর ৪০ দিন বয়সে গোল করে রেকর্ড গড়েছিলেন ফাতি।
চ্যাম্পিয়নস লিগে বার্সার হয়ে কিশোর বয়সী খেলোয়াড়দের গোল করা নতুন কিছু নয়। ফুটবলের পরিসংখ্যানভিত্তিক এক্স হ্যান্ডল অপ্টা জো জানিয়েছে, চ্যাম্পিয়নস লিগে বার্সার ১৩তম কিশোর বয়সী খেলোয়াড় হিসেবে ক্লাবটির হয়ে গোল করলেন ইয়ামাল। এই তালিকায় বার্সার চেয়ে এগিয়ে আছে শুধু ডাচ ক্লাব আয়াক্স। দুটি ক্লাবের একাডেমি দলেরই সুখ্যাতি রয়েছে ফুটবল–বিশ্বে।
ইয়ামাল যেমন বার্সার ফুটবল খামার লা মাসিয়া থেকে উঠে এসেছেন। একই একাডেমি থেকে উঠে এসেছেন গতকাল রাতে লাল কার্ড দেখে মাঠ ছাড়া বার্সার ডিফেন্সিভ মিডফিল্ডার এরিক গার্সিয়াও। মোনাকোর জাপানি ফরোয়ার্ড তাকুমি মিনামিনোকে ফাউল করে লাল কার্ড দেখেন গার্সিয়া।
ফুটবলের পরিসংখ্যানভিত্তিক এক্স হ্যান্ডল ‘মিস্টার চিপ’ জানিয়েছে, ইউরোপিয়ান প্রতিযোগিতার ইতিহাসে বার্সার খেলোয়াড়দের মধ্যে গার্সিয়াই দ্রুততম সময়ে (১০ মিনিট) লাল কার্ড দেখলেন। এর আগে রেকর্ডটি ছিল বার্সার সাবেক মিডফিল্ডার গিলের্মো আমোরের। ১৯৯১–৯২ ইউরোপিয়ান কাপের ম্যাচে ১৭ মিনিটের মাথায় লাল কার্ড দেখেছিলেন আমোর। ওহ, তিনিও উঠে এসেছেন বার্সার একাডেমি লা মাসিয়া থেকে।
বার্সা এ নিয়ে তৃতীয়বারের (নিউক্যাসল/১৯৯৭, বায়ার্ন/২০২১ ও মোনাকো/২০২৪) মতো হার দিয়ে চ্যাম্পিয়নস লিগের মৌসুম শুরু করল। হার দিয়ে মৌসুম শুরু করে বার্সা এর আগে কখনো চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব পাড়ি দিতে পারেনি। আর গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ হারের পর কোনো দলই চ্যাম্পিয়নস লিগ জিততে পারেনি।