অর্ধেক অর্থ ফেরত পাচ্ছেন হংকংয়ের মেসি–ভক্তরা

ইন্টার মায়ামি দলের সঙ্গে গত ফেব্রুয়ারিতে হংকং সফরে গেলেও মাঠে নামেননি লিওনেল মেসিরয়টার্স

লিওনেল মেসি তাঁদের বাড়ির কাছের মাঠে খেলবেন। মাঠে গিয়ে তাঁকে সরাসরি খেলতে দেখার লোভ কি সামলানো যায়!

হংকংয়ের ফুটবলপ্রেমীরাও ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকাকে দেখতে পাগল হয়ে গিয়েছিলেন। প্রিয় তারকা মেসিকে দেখতে ১১০ ডলার ব্যয় করে টিকিট কেটেছিলেন অনেকেই। গত ৪ ফ্রেব্রুয়ারির সেই ম্যাচের সব টিকিটই বিক্রি হয়ে গিয়েছিল।

কিন্তু সবাইকে হতাশ করে মেসি সেদিন মাঠেই নামেননি। এর ক্ষতিপূরণ হিসেবে হংকংয়ের মেসি–ভক্তদের টিকিটের অর্ধেক মূল্য ফেরত দেবে আয়োজকেরা।

ম্যাচের দিন গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। কিন্তু আটটি ব্যালন ডি’অর–জয়ী মেসি শুরুর একাদশে নামেননি। হংকংয়ের মেসি–ভক্তরা অপেক্ষা করতে থাকেন, কখন বদলি হিসেবে মাঠে নামবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। শেষ পর্যন্ত ইন্টার মায়ামি কোচ জেরার্দো মার্তিনো মেসিকে আর মাঠেই নামাননি।

আরও পড়ুন

বিষয়টি নিয়ে খুব খেপেছিল হংকংয়ের ফুটবলপ্রেমীরা। গ্যালারিতে বসেই টিকিটের অর্থ ফেরত চেয়ে স্লোগান দেয় তারা। ম্যাচ শেষে মার্তিনো মেসিকে না খেলানোর কারণ হিসেবে বলেছিলেন চোটের কথা।

এ নিয়ে পরে আরও জল ঘোলা হয়। মায়ামির প্রাক্‌–মৌসুম প্রস্তুতির পরের ম্যাচে মেসি জাপানের ক্লাব ভিসেল কোবের বিপক্ষে বদলি হিসেবে খেলতে নামার পর হংকং সরকার এর ব্যাখ্যা দাবি করে। চীন আবার এর মধ্যে টেনে আনে রাজনীতি।

মেসিকে না খেলানোয় টিকিটের টাকা ফেরতের দাবি করে হংকংয়ের দর্শকেরা
রয়টার্স

বিষয়টি নিয়ে মেসি সংবাদ সম্মেলনে কথাও বলেছিলেন। চোটের কারণ খেলতে না পারার বিষয়টি উল্লেখ করে হংকংয়ের ফুটবলপ্রেমীদের কাছে দুঃখ প্রকাশ করেন আর্জেন্টিনার অধিনায়ক। এরপর পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে।

আরও পড়ুন

এবার সেই ম্যাচের আয়োজক প্রতিষ্ঠান টাটলার এশিয়া দর্শকদের টিকিটের অর্ধেক অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে সেটাই শুধু তাঁরাই পাবেন, যাঁরা যথাযথ জায়গা থেকে টিকিট কিনেছেন।