চ্যাম্পিয়নস লিগ: রিয়াল–বার্সা মুখোমুখি হতে পারে কোয়ার্টার ফাইনালেই
বাকি ছিল দুটি দল। বুধবার রাতে কোয়ার্টার ফাইনালের সে দুটি দলকেও পেয়ে গেল উয়েফা চ্যাম্পিয়নস লিগ। আর্সেনাল, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি, পিএসজি ও রিয়াল মাদ্রিদের সঙ্গে যোগ দিয়েছে আতলেতিকো মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ড। বাংলাদেশ সময় শুক্রবার বিকেল পাঁচটায় হবে ড্র। শুধু কোয়ার্টার ফাইনালই নয়, সেমিফাইনাল ও ফাইনালের ড্র-ও হবে পরপরই।
শেষ আটের ড্র-টা উন্মুক্ত। যে কোনো দল যে কোনো দলের মুখোমুখি হতে পারে। যার অর্থ কোয়ার্টার ফাইনালেই দেখা হয়ে যেতে পারে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার কিংবা ফিরে আসতে পারে বার্সা-বায়ার্নের সেই একপেশে লড়াইয়ে স্মৃতি। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার দুই প্রবল প্রতিদ্বন্দ্বী আর্সেনাল ও ম্যানচেস্টার সিটিও মুখোমুখি হয়ে যেতে পারে শেষ আটে।
কোয়ার্টার ফাইনালের আট দল
আর্সেনাল (ইংল্যান্ড), আতলেতিকো মাদ্রিদ (স্পেন), বার্সেলোনা (স্পেন), বায়ার্ন মিউনিখ (জার্মানি), বরুসিয়া ডর্টমুন্ড (জার্মানি), ম্যানচেস্টার সিটি (ইংল্যান্ড), পিএসজি (ফ্রান্স) ও রিয়াল মাদ্রিদ (স্পেন)।
ড্র নিয়ে যা জানার আছে
কোয়ার্টার ফাইনাল
• উন্মুক্ত ড্র হবে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে। অর্থাৎ কোনো দুটি দলের মুখোমুখি হওয়ায় কোনো বিধিনিষেধ থাকছে না। একই দেশের কিংবা প্রথম পর্বে একই গ্রুপে থাকা দলগুলোও মুখোমুখি হতে পারে কোয়ার্টার ফাইনালে।
• আট দলের নাম লেখা আটটি বল রাখা হবে একটি বোলে। ড্র-তে প্রথমে ওঠা দলটি ঘরের মাঠে শেষ আটের লেগের ম্যাচটি খেলবে দ্বিতীয় দলটির বিপক্ষে। এভাবে তৃতীয়-চতুর্থ, পঞ্চম-ষষ্ঠ ও সপ্তম-অষ্টম দলটি মুখোমুখি হবে কোয়ার্টার ফাইনালে।
সেমিফাইনাল
• প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ কোয়ার্টার ফাইনালের জয়ী লেখা চারটি বল রাখা হবে পাত্রে। ড্রতে ওঠা প্রথম দুটি বল মুখোমুখি হবে প্রথম সেমিফাইনালে, শেষ দুটি বল দ্বিতীয় সেমিফাইনালে।
ফাইনাল
• ফাইনালের ‘হোম’ দল বেছে নেওয়ার জন্যই হবে এই ড্র।
কোথায় দেখা যাবে
সনি স্পোর্টস ১ টেলিভিশন চ্যানেলে ও উয়েফার ওয়েবসাইটে।
কোয়ার্টার ফাইনালের সূচি
প্রথম লেগ: ৯ ও ১০ এপ্রিল
দ্বিতীয় লেগ: ১৬ও ১৭ এপ্রিল
সেমিফাইনালের সূচি
প্রথম লেগ: ৩০ এপ্রিল ও ১ মে
দ্বিতীয় লেগ: ৭ ও ৮ মে
ফাইনাল
১ জুন, ওয়েম্বলি, লন্ডন