এমবাপ্পে ফিরে গোল পেলেও জেতেনি পিএসজি
লোরিয়াঁর বিপক্ষে গোলশুন্য ড্র ম্যাচে স্কোয়াডেই ছিলেন না কিলিয়ান এমবাপ্পে। পিএসজি তাঁকে মূল দলের অনুশীলনে ফেরানোর পর সম্ভাবনা জেগেছিল তুলুজের বিপক্ষে হয়তো শুরু থেকেই মাঠে থাকবেন। পিএসজি কোচ লুইস এনরিকে সমর্থকদের এতটা আশা পূরণ করেননি। তুলুজের মাঠে বেঞ্চে রেখেছিলেন এমবাপ্পে ও উসমান দেম্বেলেকে। কিন্তু গোলশুন্য প্রথমার্ধ কাটানোর পর সম্ভবত হুঁশ ফিরেছে এনরিকের।
গোল পেতে হলে দলের সেরা খেলোয়াড়কে মাঠে নামাতেই হতো। ক্লাবের সঙ্গে বিবাদ মিটিয়ে পিএসজির মূল স্কোয়াডে ফেরা এমবাপ্পেকে তাই ৫১ মিনিটে লি ক্যাং-ইনের বদলি হিসেবে মাঠে নামান। একই সময় পরিববর্তন ছিল আরও একটি। ফাবিয়ান রুইজকে তুলে অভিষেক ঘটান দেম্বেলের। এরপরই পিএসজির খেলার ধার বেড়ে যায়। আর বদলি হিসেবে মাঠে নামার ১১ মিনিট পরই পেনাল্টি আদায় করে গোল করেন এমবাপ্পে। কিন্তু পিএসজি জিততে পারেনি।
নির্ধারিত সময়ের ৩ মিনিট আগে পিএসজিকে গোল হজম করতে হয়েছে সেই পেনাল্টি থেকেই। তুলুজ ফরোয়ার্ড জাকারিয়া আবুখলালকে বক্সে ফাউল করেন পিএসজি রাইটব্যাক আশরাফ হাকিমি। স্পটকিক থেকে সমতাসূচক গোলটি আবুখলালের। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্রয়ে টানা দ্বিতীয় ম্যাচেও পয়েন্ট ভাগ করতে হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। লিগ আঁর নতুন মৌসুমে দুই ম্যাচ খেলে পিএসজি এখনো জয়শূন্য।
লিওনেল মেসির ও নেইমার যাওয়ার পর পিএসজির আক্রমণভাগে এমবাপ্পে-দেম্বেলের নতুন জুটি দেখার অপেক্ষায় ছিলেন সবাই। প্রত্যাশার ভালোই প্রতিদান দিয়েছেন দুজন। প্রথমার্ধে ম্যাড়ম্যাড়ে খেলার পর এমবাপ্পে-দেম্বেলেকে নামিয়ে পিএসজির খেলায় প্রাণ ফেরান এনরিকে। এমবাপ্পে নেমে ১১বার বল ‘টাচ’ করেছেন, এর মধ্যে দুটি ‘টাচ’ তুলুজের বক্সে এবং সেখান থেকে একটি শটে গোলও পেয়েছেন। গোলের পর মাঠের সীমানা পেরিয়ে গ্যালারিতে সমর্থকদের দিকে ছুটে গিয়েছিলেন এমবাপ্পে। গোলটি নিশ্চিতভাবেই স্বস্তি দেবে এমবাপ্পেকে।
আর দেম্বেলে? ফরাসি উইঙ্গার পিএসজিতে অভিষেকে ৩৯ মিনিট খেলে ৩৫বার ‘টাচ’ করেছেন বলে। গোল হওয়ার মতো পাস দিয়েছেন ২টি, মাঠে বল দখলের লড়াই জিতেছেন ৬বার। দুজন মিলে পিএসজির আক্রমণের ধার বাড়িয়েছেন। তাতে চাপে পড়া তুলুজ রক্ষণ ভুলও করে বসে । ৫৮ মিনিটে বক্সে এমবাপ্পেকে ফেলে দেন তুলুজের রাসমুস নিকোলাইসেন। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)) পেনাল্টির রায় দেওয়ার পর স্পটকিক থেকে গোল করেন এমবাপ্পে।