চেলসির পরিকল্পনাহীনভাবে খেলোয়াড় কেনা পছন্দ নয় সিলভার
৬০ কোটি ইউরোতে ১৬ জন নতুন খেলোয়াড় কিনেও এ মৌসুমে চেলসির প্রাপ্তির খাতাটা শূন্যই থেকে গেল। ঘরোয়া ফুটবলের সব সম্ভাবনা শেষ হওয়ার পর গতকাল চ্যাম্পিয়নস লিগ থেকেও বিদায় নিতে হলো স্টামফোর্ড ব্রিজের দলটিকে।
এমনকি আগামী মৌসুমে ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলা নিয়েও শঙ্কা আছে তাদের। রিয়ালের কাছে দুই লেগ মিলিয়ে চেলসি হেরেছে ৪-০ গোলে। প্রথম লেগে রিয়ালের মাঠে ২-০ গোলে হারের পর গতকাল দ্বিতীয় লেগে নিজেদের মাঠেও তারা হেরেছে একই ব্যবধানে।
বিশাল অঙ্কের টাকা খরচ করেও কোনো সাফল্য না পাওয়ায় চেলসি কর্তৃপক্ষের পরিকল্পনা নিয়ে সমালোচনা হচ্ছে অনেক। এবার আত্মসমালোচকের ভূমিকায় দেখা গেল চেলসি ডিফেন্ডার থিয়াগো সিলভাকেও। ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে সিলভা বলেছেন, ‘আমার মনে হয়, প্রথম যে পদক্ষেপটা নেওয়া হয়েছে, সেটি ভুল। কিন্তু সেটা নেওয়া হয়ে গিয়েছে।’
চলতি মৌসুমে এরই মধ্যে দুই কোচকে ছাঁটাই করেছে চেলসি। তবে কোচ বদলকে সমাধান বলে মনে করেন না সিলভা, ‘আমরা যদি দায়িত্ব নিতে না পারি, তাহলে কোচদের দোষ দেওয়া উচিত নয়। এটা ক্লাবের জন্য কঠিন সময়। অনেক সিদ্ধান্তহীনতা এখানে যুক্ত আছে। মালিকানা পরিবর্তন এবং নতুন খেলোয়াড় কেনার বিষয়টিও এখানে জড়িত। আমাদেরকে ড্রেসিংরুমের আকার বড় করতে হয়েছে। কারণ, এটা স্কোয়াডের আকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হচ্ছিল না।’
কোচদের নিয়ে সমালোচনার জবাবে সিলভা আরও বলেছেন, ‘সবাই কোচ বদলানো নিয়ে অনেক কথা বলে। আমার মনে হয়, খেলোয়াড়দেরও অবশ্যই দায়িত্ব নিতে হবে। এ মৌসুমে আমরা তিনজন কোচের অধীনে খেলেছি (ভারপ্রাপ্ত কোচসহ)। কিন্তু আমরা জিততে ব্যর্থ হয়েছি। সবাই কোচের কথা বলছে কিন্তু আমাদের দেখা উচিত কোথায় ভুল হচ্ছে এবং চেষ্টা করতে হবে সেসব শোধরানোর।’
দলের এমন বিপর্যয়েও অবশ্য ইতিবাচক দিক খুঁজে নিতে চান সিলভা, ‘স্কোয়াডে অসাধারণ খেলোয়াড় আছে। আবার সব সময় এমন কিছু খেলোয়াড় থাকবে, যারা কখনো খুশি হতে পারবে না। সব সময় কেউ না কেউ হতাশ হবে। কারণ, সবাই খেলার সুযোগ পাবে না। ৩০ এর কাছাকাছি স্কোয়াড থেকে কোচ শুধু ১১ জনকেই বেছে নেবেন। এটা কঠিন।’