লেভারকুসেনের প্রথম হারে খারাপ লাগলেও গর্বিত জাবি
ফাইনালে হারের পর গর্বের সঙ্গে খারাপও লাগছে জাবি আলোনসোর। গর্ব লাগছে, কারণ চলতি মৌসুমে জাবির দল বায়ার লেভারকুসেনের এটাই প্রথম হার। ৩৬১ দিন ধরে টানা ৫১ ম্যাচ অপরাজিত থাকার পর গতকাল রাতে ইউরোপা লিগের ফাইনালে হেরেছে জার্মান ক্লাবটি। ইতালিয়ান ক্লাব আতালান্তার কাছে হেরেছে ৩-০ ব্যবধানে। জাবির খারাপ লাগছে এই ভেবে যে অপরাজিত যাত্রাটা থামল কিনা ইউরোপিয়ান প্রতিযোগিতার ফাইনালে!
তাতে মৌসুমে অপরাজিত থেকে ‘ট্রেবল’ জয়ের সাধ আর পূর্ণ হলো না লেভারকুসেনের। গত বছর ২৭ মের পর ডাবলিনের আভিভা স্টেডিয়ামে গতকাল রাতেই প্রথম হার দেখল জাবির দল।
ম্যাচ শেষে স্প্যানিশ এই কোচ বলেছেন, ‘আতালান্তা আমাদের চেয়ে ভালো খেলেছে এবং ট্রফিটা তাদেরই প্রাপ্য। দিনটা আমাদের ছিল না। খারাপ লাগছে এই ভেবে যে এমন গুরুত্বপূর্ণ ম্যাচেই কি না এটা (হার) ঘটল!’ তবে এই খারাপ লাগার মাঝেও গর্ব হচ্ছে জাবির, ‘৫২তম ম্যাচে এসে প্রথম হার স্বাভাবিক ব্যাপার নয়। আমরা যা অর্জন করেছি, সেটা ব্যতিক্রম এবং তাতে গর্বিত হওয়া উচিত। যদিও খারাপও লাগছে।’
গত এপ্রিলে বুন্দেসলিগা জিতেছে লেভারকুসেন। ট্রেবল জয়ের স্বপ্ন চূর্ণ হলেও ঘরোয়া ‘ডাবল’ জয়ের সুযোগ পাচ্ছে ক্লাবটি। শনিবার জার্মান কাপের ফাইনালে দ্বিতীয় বিভাগের দল কাইজারস্লাটার্নের মুখোমুখি হবে লেভারকুসেন। জাবি এই ফাইনাল নিয়ে বলেছেন, ‘বুন্দেসলিগা জয়ের পর মৌসুমের শেষ সপ্তাহে এসে আমরা ইউরোপা লিগ ফাইনাল জিততে পারিনি। তবে জার্মান কাপের ফাইনালও অনেক কিছু।’
১৯৮৮ সালে উয়েফা কাপ (ইউরোপা লিগ) জয়ের পর ইউরোপিয়ান প্রতিযোগিতায় দ্বিতীয় ট্রফি জয়ের লক্ষ্যে মাঠে নেমেছিল লেভারকুসেন।
সেই লক্ষ্যপূরণ না হলেও জাবি মনে করেন, দলের খেলোয়াড়েরা নিজেদের নিংড়ে দিয়েছিলেন, ‘এটা ঘটতেই পারে। ফুটবল এমনই। দিনটা আমাদের ছিল না। ওরা তুলনামূলক বেশি ভালো ছিল...ফাইনালে এমন হার ভোলা যায় না। বড় সুযোগ ছিল আমাদের জন্য। সবকিছু নিংড়ে দিয়েও পারিনি। নিজেদের সেরাটা খেলতে পারিনি। আমরা কীভাবে এই কষ্টের মোকাবিলা করব সেটা হবে চ্যালেঞ্জ।’