ডি ব্রুইনা-টিয়েলম্যানসের গোলে জয়ে ফিরল বেলজিয়াম

গোলের পর ডি ব্রুইনার উদ্‌যাপনউয়েফা

বেলজিয়াম ২-০ রোমানিয়া

স্লোভাকিয়ার কাছে ১-০ গোলের হারে ইউরো শুরুর জ্বালা মনে মনে পুষে রেখেছিলেন বেলজিয়ামের খেলোয়াড়েরা। সে ম্যাচে বেলজিয়ামের দুটি গোলও বাতিল হয়েছিল। কোলনে আজ রেইনার্জিস্তাদিওনে রোমানিয়ার বিপক্ষে বেলজিয়ামের খেলোয়াড়েরা তাই আর দেরি করেননি। ম্যাচের ২ মিনিটেই গোল! আরও সঠিক করে বললে ৭৪ সেকেন্ডে।

আরও পড়ুন

ইউরোর ইতিহাসে তৃতীয় দ্রুততম এবং বড় টুর্নামেন্টে বেলজিয়াম জাতীয় দলের হয়ে দ্রুততম এই গোলের পরও আরও অনেক সুযোগ পেয়েছে ডমিনিকো তেদেস্কোর দল। কিন্তু শেষ পর্যন্ত রোমানিয়ার বিপক্ষে বেলজিয়ামের জয়ের ব্যবধান ২-০। ম্যাচের শুরুতে ইউরি টিয়েলম্যানসের সেই গোলের পর ৮০মিনিটে দ্বিতীয় গোলটি বেলজিয়াম অধিনায়ক কেভিন ডি ব্রুইনার।

বেলজিয়াম আরও একবার গোল উদযাপন করেছে। ৬৩ মিনিটে ডি ব্রুইনার ডিফেন্সচেরা পাস ধরে বল জালে পাঠিয়ে উদ্‌যাপন সেরে নিয়েছিলেন বেলজিয়াম স্ট্রাইকার রোমেলু লুকাকু। কিন্তু ভিএআর প্রযুক্তিতে দেখা যায় লুকাকু অফসাইড ছিলেন। গোলটি বাতিল হয়। স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচেও অফসাইডের কারণে লুকাকুর একটি গোল বাতিল হয়।

গোলের পর টিয়েলম্যানসের উদ্‌যাপন
উয়েফা

লুকাকু জড়িয়ে আছেন বেলজিয়ামের প্রথম গোলেও। জেরেমি ডকুর পাস পেয়ে কিক নেওয়ার জন্য বলটা টিয়েলম্যানসের সামনে ঠেলে দিয়েছিলেন লুকাকু। ১৮ গজ দূর থেকে জোরাল মাপা শটে গোল করতে ভুল করেননি টিয়েলম্যানস। পুরো ম্যাচেই বেলজিয়ামের এই তিন খেলোয়াড় রোমানিয়ার রক্ষণকে ব্যতিব্যস্ত রেখেছিলেন। আর পেছন থেকে পাসে পাসে কলকাঠি নেড়েছেন ডি ব্রুইনা।

আরও পড়ুন

নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে বেলজিয়ান গোলকিপার কোয়েন কাস্তিলসের দুরপাল্লাস পাস ধরে গায়ের সঙ্গে লেগে থাকা রোমানিয়ার ডিফেন্ডার নিতাকে পাত্তা না দিয়েই ডান পায়ের দারুণ শটে গোল করেন ডি ব্রুইনা। ২০০০ সালে নরওয়ের টমাস মাইয়ের ও নেদারল্যান্ডসের স্যান্ডর ওয়েস্টারভেল্ডের পর ইউরোর ইতিহাসে তৃতীয় গোলকিপার হিসেবে গোল করালেন কাস্তিলস।

এই ম্যাচ নিয়ে সবচেয়ে বড় বিষ্ময়, মাত্র দুটি গোল হলো কীভাবে! দুই দলই প্রচুর সুযোগ পেয়েছে। ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ার ৪ মিনিট পরই রোমানিয়ার রাদু দ্রাগুসিনের হেড দারুণভাবে ঠেকান বেলজিয়াম গোলকিপার কাস্তিলস। দুই দলই আক্রমণ ও প্রতি আক্রমণনির্ভর ফুটবল খেলেছে। বেলজিয়াম রক্ষণে ঢুকছে তো রোমানিয়াও পাল্টা আক্রমণে ভয় ছড়িয়েছে বেলজিয়ান রক্ষণে।

জোরাল শটে গোল করেন টিয়েলম্যানস
উয়েফা

শেষ দিকে রোমানিয়ার একটি আক্রমণে গোল লাইনের কাছ থেকে বল ‘ক্লিয়ার’ করেন বেলজিয়ামের ডিফেন্ডাররা। মোট ১৪টি শটের প্রচেষ্টা নিয়ে ৫টি শট বেলজিয়ামের পোস্টে রাখতে পেরেছে রোমানিয়া। বেলজিয়াম ২০টি শট নিয়ে ৯টি রাখতে পেরেছে পোস্টে।

বেলজিয়াম জেতায় ‘ই’ গ্রুপের সমীকরণ বেশ জমে উঠল। চার দলের সংগ্রহই ৩ পয়েন্ট করে। শীর্ষে থাকা রোমানিয়া ও দ্বিতীয় বেলজিয়াম গোল ব্যবধানেও সমান (+১)। স্লোভাকিয়া গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় (০)। ইউক্রেন চতুর্থ(-২)।

নিজেদের শেষ ম্যাচে ইউক্রেনের মুখোমুখি হবে বেলজিয়াম এবং রোমানিয়ার বিপক্ষে খেলবে স্লোভাকিয়া।