সাফজয়ী ফুটবল দলকে ১ কোটি টাকা পুরস্কার ক্রীড়া মন্ত্রণালয়ের

অধিনায়ক সাবিনা খাতুনের হাতে পুরস্কারের ডামি চেক তুলে দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদবাফুফে

সাফ চ্যাম্পিয়নশিপ জেতা বাংলাদেশ নারী ফুটবল দলকে ১ কোটি টাকা পুরস্কার দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। আজ কাঠমান্ডু থেকে ঢাকায় ফেরা সাফজয়ী দলটি বাফুফে ভবনে পৌঁছালে সেখানে অধিনায়ক সাবিনা খাতুনের হাতে পুরস্কারের ডামি চেক তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।

এ সময় উপদেষ্টা জানান, শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাঁর বাসভবন যমুনায় সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবেন।

বুধবার কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২–১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় নারী সাফ শিরোপা জেতে বাংলাদেশ। আজ দুপুরে সাফজয়ী দলটি দেশে পৌঁছালে ছাদখোলা বাসে করে চ্যাম্পিয়নদের মতিঝিলের বাফুফে ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে দলটিকে বরণ করে নেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

বাংলাদেশ নারী দলের কোচ পিটার বাটলারকে ফুলেল শুভেচ্ছা জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ
বাফুফে

এদিকে সাফজয়ী ফুটবল দলের জন্য অর্থ পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভাপতি ফারুক আহমেদ বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন। টানা দ্বিতীয় সাফ জেতার স্বীকৃতি হিসেবে দলটিকে ২০ লাখ টাকা দেবে বিসিবি।