এমবাপ্পের সেই মন্তব্য কি নেইমারের জন্য ছিল
দুজনের সম্পর্ক তাহলে অতটা খারাপ নয়?
গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগে বায়ার্ন মিউনিখের কাছে হারের পর খেলোয়াড়দের করণীয় নিয়ে কিছু মন্তব্য করেন কিলিয়ান এমবাপ্পে। যার মূল উদ্দেশ্য ছিলেন নেইমার এমনটাই ধারণা অনেকের। এ বিষয়ে পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের ভিন্নমত জানানোর পরও জল্পনা কমেনি। সত্যিই কি এমবাপ্পের সেই কথাগুলো নেইমারের জন্য ছিল?
পার্ক দ্য প্রিন্সেসে বায়ার্নের কাছে ১–০ ব্যবধানে হেরে যাওয়ার পর পরের লেগে ঘুরে দাঁড়াতে কী করতে হবে, এমন এক বিষয়ে ক্যানাল প্লাসকে এমবাপ্পে বলেছিলেন, ‘সবাইকে সুস্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, ভালো ঘুমাতে হবে, ভালো খেতে হবে।’
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের মাঠের বাইরের জীবনের সঙ্গে এমবাপ্পের মন্তব্যের সংযোগ আছে বলে ধারণা অনেকের। সেই ধারণা আরও গাঢ় হয়, যখন দেখা যায় ম্যাচের পর ম্যাকডোনাল্ডে ঘোরাঘুরি আর পোকার খেলে সময় কাটাচ্ছেন নেইমার। এ নিয়ে পিএসজি কোচকে জিজ্ঞেস করা হলে বলেছিলেন, ছুটির দিনে যা ইচ্ছা করতে পারে নেইমার।
গতকাল লিলকে হারানোর পর প্রাইম ভিডিওর মুখোমুখি হয়েছিলেন এমবাপ্পে। ৭ গোলের ম্যাচটিতে জোড়া গোল করেন এমবাপ্পে, একটি করে লিওনেল মেসি ও নেইমার। ‘ভালো খাওয়া, ভালো ঘুম’বিষয়ক মন্তব্যের বিষয়ে জিজ্ঞেস করা হলে এমবাপ্পে বলেন, ‘আমি খেয়াল করেছি, এই কথার সঙ্গে অনেকে নেইমারকে টেনে এনেছেন। এই কথার উদ্দেশ্য নেইমার ছিল না। বরং আমার কথাগুলো ছিল আমাদের সবার জন্য। কারণ সবাই যদি খেলার মতো সুস্থ থাকি, তাহলে ভালো খেলতে পারব, প্রতিপক্ষ দুশ্চিন্তায় থাকবে।’
নেইমার অবশ্য বায়ার্নের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর দ্বিতীয় লেগ খেলতে পারবেন কি না, অনিশ্চয়তা আছে। লিলের বিপক্ষে দ্বিতীয়ার্ধে চোটে পড়ে স্ট্রেচারে করে মাঠ ছেড়ে যেতে হয় তাঁকে। পরীক্ষায় নিশ্চিত হওয়া যাবে কত দিন মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।
নেইমারকে পিএসজির জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় উল্লেখ করে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন এমবাপ্পে, ‘আশা করি নেইমার দ্রুত ফিরে আসবে। কারণ, আমাদের জন্য সে গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’