২১ পেরোনোর আগেই বিশ্বকাপসহ আরও যা যা জিততে চান ইয়ামাল

বার্সেলোর স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামালএএফপি

১৭ পেরোনোর আগেই লামিনে ইয়ামাল এখন ফুটবলের সবচেয়ে বড় তারকাদের একজন। বল পায়ে মুগ্ধতা ছড়ানোর পাশাপাশি একের পর এক ট্রফিতে ভরছেন অর্জনের ঝুলিও। জাতীয় দলকে ইউরো জিতিয়ে হয়েছেন টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়। ব্যালন ডি’অরে কোপা ট্রফি জেতার পর বর্ষসেরা গোল্ডেন বয়ের পুরস্কারও উঠেছে তাঁর হাতে।

এরই মধ্যে খোদ লিওনেল মেসি ইয়ামালের মধ্যে নিজের ছায়া দেখার কথা জানিয়েছেন। বলেছেন, ইয়ামাল হচ্ছেন ফুটবলের বর্তমান ও ভবিষ্যৎ। এবার ফুটবলের এই ভবিষ্যৎ কথা বলেছেন নিজের চাওয়া–পাওয়া নিয়ে।

আরও পড়ুন

গোল্ডেন বয়ের পুরস্কারের উদ্যোক্তা প্রতিষ্ঠান ইতালিয়ান সংবাদমাধ্যম তুত্তোস্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেছেন, স্পেনের হয়ে বিশ্বকাপ জয়সহ এমন অনেক স্বপ্নের কথা যা তিনি ২১ পেরোনোর আগেই পূরণ করতে চান।

ইয়ামালের বয়স এখন ১৭। ২০২৬ বিশ্বকাপের সময় এই উইঙ্গারের বয়স হবে ১৯। ফলে ২১ পেরোনোর আগে বিশ্বকাপ জেতার অর্থ ২০২৬ বিশ্বকাপকে নিজের করে নেওয়া। নিজের সেই ইচ্ছার কথা ইয়ামাল জানিয়েছেন এভাবে, ‘আমার লক্ষ্য হচ্ছে ২১ পেরোনোর আগে স্পেনের হয়ে বিশ্বকাপ জেতা, চ্যাম্পিয়নস লিগ জেতা এবং বার্সার হয়ে দুটি লা লিগা শিরোপা জেতা।’

স্পেনের ইউরো জয়ের অন্যতম নায়কের এসব পূরণ হওয়া মানে আগামী কয়েক বছর ফুটবলে বার্সেলোনা ও স্পেনের রাজত্ব প্রতিষ্ঠা হওয়া। যার মধ্য দিয়ে ইয়ামালের হাতে উঠতে পারে ব্যালন ডি’অরও।

গোল্ডেন বয়ের পুরস্কার হাতে ইয়ামাল
এক্স

ফুটবলের ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের এই ট্রফিটি জেতা নিয়ে জানতে চাইলে ইয়ামাল বলেছেন, ‘আমি যদি বার্সেলোনার হয়ে জিতি, বিশেষ করে চ্যাম্পিয়নস লিগ, তবে ব্যালন ডি’অরের মতো ব্যক্তিগত ট্রফি জেতার সম্ভাবনা বাড়বে। দলীয়ভাবে অর্জন ব্যতীত কোনো খেলোয়াড়ের পক্ষে ব্যক্তিগত পুরস্কার জেতা সম্ভব নয়। দলীয়ভাবে জেতার মধ্য দিয়ে আমি ব্যক্তিগত স্বীকৃতির কাছাকাছি যেতে পারব। কারণ, একটার ফলেই অন্যটা আসে।’

আরও পড়ুন

ইয়ামাল এ সময় গোল্ডেন বয় পুরস্কার জেতা নিয়েও নিজের অনুভূতির কথা জানিয়েছেন, ‘গোল্ডেন বয় পুরস্কার জেতাটা সম্মানের ব্যাপার। আমার প্রত্যাশা এটা দুর্দান্ত একটা ক্যারিয়ারের প্রথম ধাপ হবে। যাই হোক, আমি বিশ্বাস করি ব্যক্তিগত পুরস্কারগুলো দলীয় কাজের মধ্য দিয়েই আসে। ফলে আমি আরও ট্রফি জেতার জন্য বার্সেলোনা ও স্পেনের হয়ে ভালো পারফর্ম করে যেতে চাই।’