পাঁচ বছর পর সরাসরি জার্মানির বিশ্বকাপ দলে সেই গোটশে
২০১৪ বিশ্বকাপের ফাইনালের নায়ক ছিলেন তিনি, তাঁর গোলে আর্জেন্টিনাকে হারিয়ে চতুর্থ বিশ্বকাপ জিতেছিল জার্মানি। কিন্তু পরের বিশ্বকাপেই তিনি ‘উধাও’। এতটাই ছন্দ হারিয়ে ফেলেছিলেন যে ২০১৮ বিশ্বকাপের স্কোয়াডেই জায়গা হয়নি মারিও গোটশের। তবে ৩০ বছর বয়সী জার্মান মিডফিল্ডার নিজেকে খুঁজে পেয়েছেন আবার। পাঁচ বছর পর ডাক পেয়েছেন জাতীয় দলে, আর সেটি কাতার বিশ্বকাপে!
শুধু গোটশেই নয়, জার্মানির বিশ্বকাপ দলে চমক আছে আরও—ডাক পেয়েছেন ইউসুফা মুকোকো এবং নিকলাস ফুলক্রগ। ১৭ বছর বয়সী মোকুকু আর ফুলক্রাগ এর আগে কখনো জার্মানি জাতীয় দলের হয়ে খেলেননি।
জার্মানির বিশ্বকাপ দলে ডাক পাওয়াদের পাশাপাশি বাদ পড়ার তালিকাও চমকজাগানিয়া। চোটের কারণে সংশয়ে থাকা লিরয় সানে দলে থাকলেও বাদ পড়ে গেছেন মার্কো রয়েস। ডর্টমুন্ড রক্ষণে দারুণ ছন্দে থাকা ম্যাটস হুমেলসও বাদ পড়েছেন অপ্রত্যাশিতভাবে।
জার্মান কোচ হান্সি ফ্লিকের দলটিতে অভিজ্ঞ ফুটবলারদের মধ্যে আছেন অধিনায়ক মানুয়েল নয়্যার, টমাস মুলার, ইয়োশুয়া কিমিখ ও ইলকায় গুন্দোয়ান।
২০১৮ বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে ছিটকে যাওয়া জার্মানি এবার খেলবে ‘ই’ গ্রুপে। ২৩ নভেম্বর প্রথম ম্যাচের প্রতিপক্ষ জাপান। গ্রুপের অপর দুই প্রতিপক্ষ স্পেন (২৭ নভেম্বর) ও কোস্টারিকা (১ ডিসেম্বর)।
বিশ্বকাপ খেলতে কাতারে যাওয়ার আগে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে সোমবার ওমানে যাবে জার্মানি।
জার্মানি বিশ্বকাপ দল:
গোলকিপার: মানুয়েল নয়্যার (বায়ার্ন), মার্ক-আন্দ্রে টের স্টেগেন (বার্সেলোনা), কেভিন ট্রাপ (ফ্রাঙ্কফুর্ট)।
ডিফেন্ডার: আর্মেল বেলা-কচাপ (সাউদাম্পটন), ম্যাথিয়াস গিন্টার (ফ্রাইবুর্গ), ক্রিস্টিয়ান গুন্টার (ফ্রাইবুর্গ), টিলো কেরার (ওয়েস্ট হাম), লুকাস ক্লসটারমান (লাইপজিগ), ডেভিড রাউম (লাইপজিগ), আন্টনিও রুডিগার (রিয়াল মাদ্রিদ), নিকো স্লোটারবেক (ডর্টমুন্ড), নিকলাস সুলা (ডর্টমুন্ড)।
মিডফিল্ডার: ইয়ুলিয়ান ব্রান্ট (ডর্টমুন্ড), লিওন গোরেৎসকা (বায়ার্ন), মারিও গোটশে (ফ্রাঙ্কফুর্ট), ইলকায় গুন্দোয়ান (ম্যান সিটি), ইয়োনাস হফমান (ম’গ্লাডবাখ), ইয়োশুয়া কিমিখ (বায়ার্ন), জামাল মুসিয়ালা (বায়ার্ন)।
ফরোয়ার্ড: করিম আদেয়েমি (ডর্টমুন্ড), নিকলাস ফুলক্রুগ (ব্রেমেন), সার্জ নাবরি (বায়ার্ন), কাই হাভার্টজ (চেলসি), ইউসুফা মুকোকো (ডর্টমুন্ড), টমাস মুলার (বায়ার্ন), লিরয় সানে (বায়ার্ন)।