রোনালদোকে চাইছেন আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের সমর্থকেরা

চমকে যাবেন না, সব রিভার প্লেট ভক্তদের কারসাজি!ছবি : টুইটার

খবরটা ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে স্বস্তি হয়েই আসবে। আবার খবরটা শুনে রোনালদো একটু হতাশও হতে পারেন, অস্বাভাবিক কিছু নয়। কেন? ব্যাখ্যা করা যাক।

রোনালদোর মতো খেলোয়াড়কেও যেকোনো ক্লাব না চাইতে পারে, সেটা এই দলবদলের বাজারে প্রমাণিত। প্রকাশ্যে হোক বা অপ্রকাশ্যে, বায়ার্ন মিউনিখ, চেলসি, পিএসজির মতো ক্লাবগুলো জানিয়ে দিয়েছে, পর্তুগিজ এই তারকাকে দলে টানার ইচ্ছে নেই তাদের। ওদিকে আতলেতিকোর সমর্থকেরা তো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা-ই শুরু করেছেন, রোনালদোকে যেন প্রিয় ক্লাবে ঢোকার লাইসেন্স না দেওয়া হয়। আবার শৈশবের ক্লাব স্পোর্তিংয়ে যাওয়ার গুঞ্জন নিজেই ধামাচাপা দিয়েছেন রোনালদো। এমন অবস্থায় একটা ঐতিহ্যবাহী ক্লাবের সমর্থকেরা তাঁকে দলে চাইছেন, রোনালদোর এ খবরে যথেষ্ট স্বস্তিই পাওয়ার কথা। যে ক্লাবের প্রতি অনুরাগের কথা তিনিই প্রকাশ করেছিলেন কয়েক বছর আগে।

আরও পড়ুন
আরও পড়ুন

আবার খবরটা শুনে হতাশও হতে পারেন রোনালদো। ক্লাবটা যে ইউরোপের কোনো ক্লাব নয়, অর্থাৎ যে ক্লাবে যোগ দিলে চাইলেও চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবেন না রোনালদো, আগামী মৌসুমে যে প্রতিযোগিতায় খেলার জন্য ব্যাকুল হয়েই ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চাইছেন এই পর্তুগিজ।

এভাবেই ফটোশপের খেল দেখাচ্ছেন রিভারপ্লেট ভক্তরা
ছবি : টুইটার

বলা হচ্ছিল আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটের কথা। দেশটার অন্যতম শক্তিশালী এই ক্লাবের সমর্থকেরা চাইছেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। কিছুদিন আগে উরুগুয়ের ক্লাব নাসিওনালের সমর্থকেরা অনলাইনে ‘ক্যাম্পেইন’ করে ক্লাবের সাবেক খেলোয়াড় লুইস সুয়ারেজকে দলে টানার ব্যাপারে উদ্যোগ নিয়েছিলেন। সে উদ্যোগটা সফলও হয়েছে, সুয়ারেজ ফিরেছেন নাসিওনালে। নাসিওনাল-সমর্থকদের দেখাদেখি রিভার প্লেটের ভক্তরাও চাইছেন, যদি রোনালদোকে ক্লাবে আনার ব্যাপারে রাজি করানো যায়!

ক্রিস্টিয়ানো রোনালদো
ফাইল ছবি: রয়টার্স

#CR7aRiver এই হ্যাশট্যাগ ব্যবহার করে টুইটার সয়লাব করে ফেলেছেন রিভার প্লেটের সমর্থকেরা। ফটোশপ করে রোনালদোর শরীরে রিভার প্লেটের জার্সি জুড়ে দিয়ে একের পর এক পোস্ট করে যাচ্ছেন তাঁরা। লক্ষ্য একটাই, ক্লাবকর্তারা যেন রোনালদোকে দলে নিয়ে আসেন!

ফটোশপের মাধ্যমে রোনালদোর হাতে কোপা লিবের্তাদোরেসের (দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নস লিগখ্যাত প্রতিযোগিতা) শিরোপা জুড়ে দিয়ে এক রিভার-ভক্ত লিখেছেন, ‘একজন সমর্থক স্বপ্ন দেখতেই পারেন!’ আরেক সমর্থক রিভার প্লেটের জার্সি পরা রোনালদোর ফটোশপ করা ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমার একতা স্বপ্ন আছে।’ স্বপ্নটা যে কি, সেটা না বলে দিলেও চলছে!

আরও পড়ুন

তবে সুয়ারেজের সঙ্গে নাসিওনালের নাড়ির বন্ধন ছিল, এ ক্লাবে খেলেই ইউরোপের নজরে পড়েছিলেন উরুগুয়ের এই স্ট্রাইকার। যে কারণে সুয়ারেজকে দলে টানতে শেষমেশ সমস্যা হয়নি ক্লাবটার। কিন্তু রিভার প্লেটের সঙ্গে যে রোনালদোর অমন কোনো সম্পর্ক নেই!

আরও পড়ুন

এটা অনেক রিভার প্লেট ভক্তরা বোঝেন। বোঝেন বলে অনেকেই এই ক্যাম্পেইনে অংশ নিচ্ছেন ঠাট্টাচ্ছলে! শুধু মজা করার উদ্দেশ্যেই রিভার প্লেটের জার্সি পরা রোনালদোর ফটোশপ ছবি পোস্ট করছেন। যে কারণে গতকাল আর্জেন্টিনায় #CR7aRiver হ্যাশট্যাগটা সর্বোচ্চ ‘ট্রেন্ডিং’ হয়ে গিয়েছিল! অর্থাৎ, সবাই এই হ্যাশট্যাগে পোস্ট করছিলেন। কেউ আসলেই রোনালদোকে চাইছিলেন, কেউ ঠাট্টাচ্ছলে!

ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে থাকতেই চান না
ছবি: ইনস্টাগ্রাম

আলফ্রেদো দি স্তেফানো, দানিয়েল পাসারেলা, ওমর সিভোরি, পাবলো আইমার, এনজো ফ্রান্সেসকোলি, ক্লদিও ক্যানিজিয়া, রাদামেল ফালকাও, এর্নান ক্রেসপো, হাভিয়ের মাচেরানো, গঞ্জালো হিগুয়েইন, আরিয়েল ওর্তেগা, হাভিয়ের সাভিওলার মতো অনেক তারকা ক্যারিয়ারের কোনো না কোনো পর্যায়ে রিভার প্লেটের হয়ে খেলে গেছেন।

সে তালিকায় কী এবার রোনালদোর নামটাও যুক্ত হবে? দেখা যাক!