ইয়ামালের অভাব হাড়ে হাড়ে টের পেয়ে ‘খুব বাজে’ খেলল বার্সা
প্যাম্পলোনায় গত ২৮ সেপ্টেম্বর ওসাসুনার মাঠে বার্সেলোনার একাদশে ছিলেন না লামিনে ইয়ামাল। সেই ম্যাচ ৪-২ গোলে হেরেছিল বার্সা। ১০ নভেম্বর রিয়াল সোসিয়েদাদের বিপক্ষেও খেলেননি ইয়ামাল। ফল পাল্টায়নি বার্সার। হেরেছিল ১-০ গোলে। গতকাল রাতে সেল্তা ভিগোর মাঠেও দেখা যায়নি বার্সা উইঙ্গারকে। এবার অবশ্য ফল পাল্টেছে। তবে জয় নয় ২-২ গোলে ড্র করেছে হান্সি ফ্লিকের দল।
বার্সা লা লিগায় এ মৌসুমে ১১ ম্যাচ জিতেছে, কিন্তু চোটের কারণে মাঠের বাইরে থাকা ১৭ বছর বয়সী তারকা ইয়ামালকে ছাড়া ৩ ম্যাচে পূর্ণ ৩ পয়েন্ট তুলে নিতে ব্যর্থ হলো। কাতালান ক্লাবটির কোচ ফ্লিক তাই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বার্সা স্কোয়াডের প্রতি, পারলে ইয়ামালকে ছাড়া জিতে দেখাও! শুধু তা–ই নয়, সেল্তার মাঠে হারের বিশ্লেষণে এই জার্মান কোচ বলেছেন, তাঁর দল ‘খুব বাজে’ ম্যাচ খেলেছে।
ম্যাচের ১৫ মিনিটে রাফিনিয়া ও ৬১ মিনিটে রবার্ট লেভানডফস্কির গোলে এগিয়ে গিয়েছিল বার্সা। পতনের শুরু হয় ৮০ মিনিটের পর থেকে। ৮২ মিনিটে সেল্তার মিডফিল্ডার ইলাইক্স মোরিবাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সার ডিফেন্সিভ মিডফিল্ডার মার্ক কাসাদো। ১০ জনে পরিণত হওয়া দলটির বিপক্ষে এরপর ৮৪ ও ৮৬ মিনিটে দুটি গোল করে পয়েন্ট কেড়েছে স্বাগতিকেরা। জুলস কুন্দের ভুল থেকে সেল্তার প্রথম গোলটি এনে দেন আলফনসো গঞ্জালেস। ২ মিনিট পরের গোলটি হুগো আলভারেজের।
পয়েন্ট খোয়ানোর পর বার্সা কোচ ফ্লিক বলেছেন, ‘আমরা ম্যাচে খুব বাজে খেলেছি। আমরা যা দেখতে চাই, তেমন কিছু ছিল না। সাধারণত যেমন ফুটবল খেলি, এটা তেমন ছিল না।’ স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিএজেডএনকে ফ্লিক আরও বলেছেন, ‘ম্যাচটা আমাদের নিয়ন্ত্রণেই ছিল। কিন্তু লাল কার্ডের প্রভাব পড়েছে, ওরা দুটি মুভে দুটি গোল করেছে, যেখান থেকে আমাদের শিখতে হবে।’
ম্যাচে লেভার একটি গোলও বাতিল হয়। লা লিগায় এবারের মৌসুমে ১৫ গোল নিয়ে শীর্ষে পোলিশ তারকা। রাফিনিয়াও আরও একটি গোল পেতে পারতেন, কিন্তু বল মেরেছেন পোস্টে। বার্সা গোলকিপার ইনাকি পেনা দারুণ কিছু সেভ করেন। বিশেষ করে হুগো আলভারেজের একটি প্রচেষ্টা পা দিয়ে রুখে দেন পেনা।
একই রাতে আলাভেসের বিপক্ষে ২-১ গোলে ঘুরে দাঁড়িয়ে জিতেছে আতলেতিকো মাদ্রিদ। ক্লাবটির কোচ হিসেবে এটা ছিল ডিয়েগো সিমিওনের ৭০০তম ম্যাচ।
১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সা। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আতলেতিকো। তৃতীয় রিয়াল মাদ্রিদের সংগ্রহ ১২ ম্যাচে ২৭ পয়েন্ট।