সৌদির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ক্রুস
লিওনেল মেসিকে না পেয়ে চুপ করে বসে থাকেনি সৌদি আরবের ক্লাব আল হিলাল। এরপর নেইমার প্রস্তাব পেয়েছেন, দাবি করেছে সিবিএস স্পোর্টস। এবার জার্মানির ক্রীড়া সাময়িকী ‘বিল্ড’ জানিয়েছে, রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার টনি ক্রুসও প্রস্তাব পেয়েছেন সৌদি আরবের একটি ক্লাব থেকে। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন রিয়ালের সঙ্গে নতুন চুক্তির অপেক্ষায় থাকা ক্রুস।
চলতি মাস শেষে রিয়ালের সঙ্গে ক্রুসের বর্তমান চুক্তির মেয়াদ ফুরাবে। ‘বিল্ড’–এর পডকাস্ট ‘ফ্রাজেন মাহের’ অনুষ্ঠানে ক্রুসের এজেন্ট ফয়কার স্ট্রুথ জানান, সৌদি আরবের ক্লাব ফুটবল থেকে ক্রুসকে প্রস্তাব দেওয়া হয়েছে। নির্দিষ্ট কোনো ক্লাবের নাম তিনি বলেননি। শুধু ক্রুস নন, জার্মানির হয়ে ২০১৪ বিশ্বকাপজয়ী মারিও গোটশে ও টমাস মুলারও সৌদি আরব থেকে প্রস্তাব পেয়েছেন। ক্রুসের মতো অন্য দুজনও প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
৩০ জুন ক্রুসের সঙ্গে রিয়াল মাদ্রিদের বর্তমান চুক্তির মেয়াদ ফুরাবে। স্পেনের সংবাদমাধ্যম ‘এএস’ জানিয়েছে, ক্রুস রিয়ালেই থাকতে চান। যদিও তাঁর সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধির বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি রিয়াল।
চ্যাম্পিয়নস লিগে সদ্য শেষ হওয়া মৌসুমের সেমিফাইনাল প্রথম লেগ ম্যাচের আগে নিজের চুক্তি নবায়ন নিয়ে ‘এএস’কে আশ্বস্ত করে ক্রুস বলেছিলেন, ‘আমি শুধু নিজের কথাই বলতে পারি। কয়েক সপ্তাহ আগে বলেছিলাম সবকিছু ঠিকঠাকমতোই এগোচ্ছে। আনুষ্ঠানিকভাবে (চুক্তি নবায়ন) ব্যাপারটা জানানোর দায়িত্ব আমার না। তবে সবকিছু ঠিকঠাকই আছে। ক্লাবই এ বিষয়ে কথা বলবে।’
৩৩ বছর বয়সী ক্রুস রিয়াল কোচ কার্লো আনচেলত্তির স্কোয়াডে গত মৌসুমে নিয়মিতই ছিলেন। সব মিলিয়ে ৫২ ম্যাচে ২ গোল করার পাশাপাশি ৬টি গোলও করিয়েছেন। মাঠে ছিলেন মোট ৩ হাজার ৮১৩ মিনিট।
পরিসংখ্যান দেখে আন্দাজ করে নেওয়া যায়, ক্রুসকে আগামী মৌসুমেও সম্ভবত গুরুত্বপূর্ণ মনে করবেন আনচেলত্তি এবং রিয়ালও দ্রুতই তাঁর সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেবে। বরুসিয়া ডর্টমুন্ডের ইংল্যান্ড মিডফিল্ডার জুড বেলিংহাম এলেও আনচেলত্তির স্কোয়াডে ক্রুস গুরুত্বপূর্ণ থাকবেন বলেই মনে করা হচ্ছে। আর ক্রুসও নাকি চুক্তির মেয়াদ এক বছর বাড়াতে সম্মত হয়েছেন।