‘মেসি কোনো চার মাথার দৈত্য না’

আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসিছবি: রয়টার্স

মেসির সম্ভাব্য অভিষেক ম্যাচ ঘিরে ভক্তদের কত উন্মাদনা! মেসি মায়ামিতে যোগ দেওয়ার ঘোষণার পর দলটির হয়ে এই সম্ভাব্য অভিষেক ম্যাচের টিকিটের দামে আগুন লাগে! যে টিকিটের দাম ছিল ২৯ ডলার (৩১৩৩ টাকা), সেটাই বেড়ে দাঁড়ায় ৩২৯ ডলারে (৩৫৪৫৪ টাকা)।

তবে যাদের বিপক্ষে মেজর লিগ সকারে মেসির অভিষেক হবে, সেই মেক্সিকান দল ক্রুজ আজুলের কোচ রিকার্দো ফেরাত্তির মেসিকে ঘিরে খুব একটা আগ্রহ আছে বলে মনে হলো না।

আরও পড়ুন

ইন্টার মায়ামিতে মেসির অভিষেক হতে পারে ২১ জুলাই। ডিভিআর পিএনকে স্টেডিয়ামে লিগ কাপে ক্রুজ আজুলের বিপক্ষে সেই ম্যাচ দিয়েও ক্যারিয়ারের নতুন অধ্যায়ে পা দেবেন এই আর্জেন্টাইন তারকা।

ইন্টার মায়ামিতে মেসির অভিষেক হতে পারে ২১ জুলাই
রয়টার্স

সাতবারের ব্যালন ডি’অরজয়ী মেসি আর্জেন্টিনা কিংবা যে ক্লাবের হয়েও খেলুন না কেন, তাঁকে নিয়ে প্রতিপক্ষ কোচের আলাদা পরিকল্পনা থাকে। আর মায়ামির হয়ে ক্রুজ আজুলের বিপক্ষে সেই ম্যাচ তো মেসির অন্য নতুন অধ্যায়ের অভিষেক ম্যাচ, এ অধ্যায় দারুণভাবে শুরু করার জন্য স্বাভাবিকভাবেই মেসির আগ্রহ খানিকটা বেশিই থাকবে। তবে রিকার্দো ফেরাত্তির ভাবনায় মেসি নয়, তাঁর দলের আগামী ম্যাচ।

আরও পড়ুন

২১ জুলাই মেসির মায়ামির বিপক্ষে মাঠে নামার আগে ক্রুজ আজুল খেলবে আরও দুটি ম্যাচ। ৮ জুলাই তলুকার বিপক্ষে মাঠে নামার পর ১৪ জুলাই তারা খেলবে তিহুয়ানার বিপক্ষে।

ক্রুজ আজুলের কোচ রিকার্দো ফেরাত্তির পুরো মনোযোগ এখানেই, ‘আমি তলুকার বিপক্ষে খেলব আর আপনি আমাকে মেসিকে নিয়ে ভাবতে বলছেন? আমাকে শান্তিতে ঘুমাতে দিন। আমি এখন শনিবারের ম্যাচের জন্য আমি পুরো দলকে চাই। যখন মায়ামির বিপক্ষে খেলব, তখন ভাবব কী করা যায়। আর মেসি কোনো চার মাথার দৈত্য না। সে দারুণ একজন ফুটবলার, অন্যরাও ভালো।’

আরও পড়ুন