ওসাসুনার বিপক্ষে জিতেও যেসব ঘাটতি দেখছেন জাভি
লা লিগায় শেষ মুহূর্তে পাওয়া গোলে জয় পেয়েছে বার্সেলোনা। ওসাসুনার মাঠে শুরুতে জুলস কুন্দের গোলে এগিয়ে গিয়েও সেই লিড ধরে রাখতে পারেনি জাভি হার্ন্দান্দেজের দল। তবে ম্যাচের শেষ দিকে পেনাল্টি গোলে বার্সাকে পূর্ণ ৩ পয়েন্ট এনে দিয়েছেন রবার্ট লেভানডফস্কি।
এদিন ঘরের মাঠে শুরু থেকেই ওসাসুনার খেলা ছিল গোছানো। বেশ কয়েকবার আক্রমণে গিয়ে সুযোগও তৈরি করে তারা। কিন্তু ফিনিশিংয়ের ঘাটতির কারণে পাওয়া হয়নি গোল। একইভাবে অ্যাটাকিং থার্ডে গিয়ে ব্যর্থ হচ্ছিল বার্সাও। বিশেষ করে ওসাসুনা রক্ষণের জমাট রক্ষণ ভেঙে গোল আদায় করতে ব্যর্থ হচ্ছিল বার্সা। এ সময় দুই দলের গোলরক্ষকেরাই দারুণ কিছু গোল বাঁচিয়েছেন। শেষ পর্যন্ত বার্সার গোলের অপেক্ষা শেষ হয় প্রথমার্ধের যোগ করা সময়ে। কর্নার থেকে হেডে দলকে এগিয়ে দেন কুন্দে।
দ্বিতীয়ার্ধেও দুই দল গোলের জন্য মরিয়া চেষ্টা করে। শেষ পর্যন্ত ম্যাচের ৭৬ মিনিটে বক্সের একটু বাইরে থেকে দারুণ এক শটে লক্ষ্যভেদ করে ওসাসুনাকে সমতায় ফেরান চিমি আভিলা। স্বাগতিকদের সমতায় ফেরার আনন্দ খুব বেশি স্থায়ী হয়নি। বক্সের ভেতর বার্সা স্ট্রাইকার লেভানডফস্কিকে ফাউল করে লাল দেখার সঙ্গে পেনাল্টিও উপহার দেন আলেসান্দ্রো কাতেনা। স্পট কিক থেকে বার্সাকে জয়সূচক গোল এনে দেন লেভা।
এই ম্যাচে সবার চোখ ছিল আগের ম্যাচে চোখধাঁধানো পারফরম্যান্সে সবাইকে চমকে দেওয়া বার্সেলোনার তরুণ উইঙ্গার লামিনে ইয়ামালের ওপর। মাত্র ১৬ বছর বয়সে গোলে সহায়তার অনন্য এক রেকর্ডও শামিল করেছিলেন নিজের নাম। ওসাসুনার বিপক্ষে গতকাল রাতেও তেমন কিছুর প্রত্যাশা ছিল তাঁর কাছে। কিন্তু এবার প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন এখনো কৈশোর পার না করা ইয়ামাল। একইভাবে জ্বলে উঠতে ব্যর্থ হয়েছেন বালদেও। শুধু অবশ্য এ দুজনই নন, এদিন সামগ্রিকভাবে বার্সার পারফরম্যান্সে বেশ কিছু ঘাটতি চোখে পড়েছে বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজের।
ম্যাচ শেষে জাভি বলেছেন, ‘আমাদের খেলা, ধৈর্য এবং আক্রমণ তৈরি সবকিছুতেই ঘাটতি ছিল। আমাদের লড়াই করতে হয়েছে, ভুগতে হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আমরা জয়টা পেয়েছি। এল সাদারে কাজটা সব সময় কঠিন। তারা রক্ষণে দারুণ ছিল। আমরা ওয়ান অন ওয়ানে লামিনে এবং বালদের নৈপুণ্য মিস করেছি। যখন বল আমাদের দখলে ছিল, আমাদের সৃষ্টিশীলতার অভাব ছিল। তবে এই স্টেডিয়ামে সব দলের জন্য কাজটা কঠিন।’
এই ম্যাচের আগেই দলে যোগ দিয়েছেন দুই পর্তুগিজ তারকা জোয়াও কানসেলো এবং জোয়াও ফেলিক্স। বদলি হিসেবে মাঠ নেমে দুজনেরই অভিষেক হয়েছে গতকাল। এই দুজনকে নিয়ে বার্সেলোনা কোচ বলেছেন, ‘দুজনেরই মানসিকতা আমার খুব ভালো লেগেছে। ফেলিক্স আমাদের অনেক কিছু দিতে পারে। তবে সেই মানসিকতা নিয়ে সে দলে এসেছে, সেটাকে আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করব।’
এ সময় কানসেলোকে নিয়েও কথা বলেছেন জাভি। এই রাইট ব্যাককে দলে পেয়ে এখন মিডফিল্ডে শক্তি বাড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণ রেখে খেলার পরিকল্পনা করছেন বলেও জানিয়েছেন জাভি।