প্রায় ১০ কোটি টাকা বোনাস সিটির কর্মীদের মাঝে বিলিয়ে দিলেন গার্দিওলা
অবিস্মরণীয় মৌসুম কাটানোর আনন্দ অনির্বচনীয় হওয়াই স্বাভাবিক। ম্যানচেস্টার সিটির বিভিন্ন বিভাগের কর্মীদের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নিয়েছেন কোচ পেপ গার্দিওলা। ইংলিশ প্রিমিয়ার লিগ জেতায় ছয় অঙ্কের বোনাস পেয়েছেন এই স্প্যানিশ কোচ। ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন জানিয়েছে, বোনাসের সঠিক অঙ্ক জানা না গেলেও তা সাড়ে ৭ লাখ পাউন্ডের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি ৩৩ লাখ টাকা) আশপাশে হওয়ার সম্ভাবনাই বেশি। নিজের এই বোনাস সিটির কর্মীদের মধ্য বিলিয়ে দিয়েছেন গার্দিওলা।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’ জানিয়েছে, সিটি কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেই প্রশাসনিক কর্মী থেকে শুরু অন্যান্য স্টাফদেরও বোনাস দেওয়া হয়ে থাকে। গার্দিওলার এই উদারতায় তাদের আয়টা বাড়ল।
টাইমস এবং মেইল অনলাইন জানিয়েছে, সিটির সিনিয়র খেলোয়াড়দের চুক্তিপত্রে প্রিমিয়ার লিগ জয়ের বোনাসের অঙ্কটা সাড়ে ৭ লাখ পাউন্ড, গার্দিওলারও এমন অঙ্কের বোনাস পাওয়ার কথা। সদ্য সমাপ্ত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের পাশাপাশি এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগ জিতেছে সিটি। ম্যানচেস্টার ইউনাইটেডের পর ইংল্যান্ডের দ্বিতীয় ক্লাব হিসেবে জিতেছে ‘ট্রেবল’।
সিটির নিরাপত্তাকর্মী থেকে রিসিপশনিষ্ট এবং অন্যান্য প্রশাসনিক কর্মীরা গার্দিওলার বোনাসের ভাগ পেয়েছেন। ম্যানচেস্টারের ক্লাবটির প্রশাসনিক কর্মীদের মধ্যে গার্দিওলা বেশ জনপ্রিয় ব্যক্তিত্ব এবং তাঁর এবারের উপহারের পর তা আরও বাড়বে। আর সিটি এবার যে সাফল্য পেয়েছে তাতে লোভনীয় সব স্পনসর পেতে পারে। ক্লাবের চেয়ারম্যান খালদুন আল-মুবারক দলের সাফল্য এবং সামনে দলবদলের বাজারে লক্ষ্য কি হবে সেসব বিষয়ে শিগগিরই কথা বলবেন সিটির ওয়েবসাইটে।
এবার দলবদলের বাজারে সিটির ব্যস্ত থাকার কথা। স্পেনের সংবাদমাধ্যম ‘স্পোর্ত’ জানিয়েছে, সিটি অধিনায়ক ইলকায় গুন্দোগানকে কেনার ব্যাপারে আত্মবিশ্বাসী বার্সেলোনা। কাতালান ক্লাবটি গুন্দোগানের সঙ্গে তিন বছরের চুক্তি করতে চায়। আর সিটি তাঁর চুক্তি বাড়াতে চায় আরও দুই বছরের জন্য। এ ছাড়াও বার্সার চেয়ে বেতন বেশি দেওয়ার প্রস্তাবও দিয়েছে সিটি। টাইমস জানিয়েছে, গুন্দোগান সিটিতে থেকেও যেতে পারেন। মাঝমাঠ সমৃদ্ধ করতে চেলসির মাতেও কোভাচিচকে কিনতেও চায় সিটি।
কয়েকজন বোর্ড সদস্যসহ এবারের মৌসুমে জেতা তিনটি ট্রফি নিয়ে গত মঙ্গলবার সিটির মালিক শেখ মনসুরের সঙ্গে সাক্ষাৎ করেন গার্দিওলা। সেখানে গার্দিওলার সঙ্গে উপস্থিত ছিলেন চেয়ারম্যান খালদুন আল-মুবারক, প্রধান নির্বাহী ফেরান সোরিয়ানো এবং সিটির পরিচালক টিক্সিকি বেজিরিস্টেইন। আবুধাবির ন্যাশনাল প্যালেসে তাদের সঙ্গে করমর্দনের পাশাপাশি তলোয়ার দিয়ে আকাশি রঙের একটি কেকও কাটেন শেখ মনসুর।