জয় উদ্যাপনে ৬ জনের মৃত্যু, শান্ত থাকার আহ্বান গিনি ফেডারেশনের
ম্যাচ জয়ের পর দেশের জনগণকে উদ্যাপনে লাগাম টানা এবং শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে গিনি ফুটবল ফেডারেশন (ফেগুইফুট) ও দেশটির জাতীয় ফুটবল দল। আফ্রিকান নেশনস কাপে নিজেদের প্রথম ম্যাচে ১–১ গোলে ড্র করে গিনি। কিন্তু শুক্রবার রাতে দ্বিতীয় ম্যাচে জাম্বিয়াকে তারা হারিয়ে দেয় ১–০ গোলে।
দলের এই জয় উদ্যাপন করতে রাস্তায় নেমে মারা যান গিনির ৬ জন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে এখন দেশের ফুটবলপ্রেমীদের আবেগে লাগাম টানার বার্তা দিয়েছে ফেগুইফুট ও ফুটবল দল।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দেশের জয় উদ্যাপন করতে রাজধানী কোনাক্রির রাস্তায় হাজারো মানুষের ঢল নামে। উদ্যাপনে অংশ নিতে অনেকে কার এবং মোটরসাইকেল নিয়ে রাস্তায় নেমেছিলেন। গাড়ির বনেটের ওপর বসেও জয় উদ্যাপন করেছেন অনেকেই। এ সময় দ্রুতগতিতে চালানো দুটি গাড়ির সংঘর্ষে মারা যান ৩ জন। সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ।
তবে গিনি জাতীয় দলের মিডিয়া ম্যানেজার আমাদো মাকাদজি সব মিলিয়ে মোট ৬ জন মারা গেছেন বলে বিবিসিকে জানিয়েছেন। এ ঘটনার পর দেশের মানুষকে শান্ত হয়ে উদ্যাপন করার আহ্বান জানিয়ে বার্তা দিয়েছে ফেগুইফুট।
মর্মান্তিক এ ঘটনার পর ফেডারেশনের পক্ষ থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় সবাইকে সতর্ক হয়ে উদ্যাপনের আহ্বান জানানো হয়, ‘গাম্বিয়ার বিপক্ষে জয়ের পর উদ্যাপনের সময় আমাদের কিছু সমর্থককে হারিয়ে আমরা মর্মাহত। সবাই সতর্কতার সঙ্গে উদ্যাপন করি এবং সবাই নিজেদের যত্ন নেবেন।’ দলের মিডিয়া ম্যানেজার আমাদো বিবিসিকে বলেছেন, ‘যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আমাদের ভক্ত এবং জনসাধারণ যেন নিয়ন্ত্রিতভাবে উদ্যাপন করে। নিজেদের কোনো ধরনের বিপদে ফেলার ব্যাপারে তাদের সতর্ক থাকতে হবে। কারণ, ফুটবলের লক্ষ্যই হচ্ছে আনন্দ নিয়ে আসা।’
আমাদো আরও বলেন, ‘আমরা মৃত্যু নিয়ে শোক জানাতে চাই না। তাই আমরা সবাইকে বলছি উদ্যাপন করতে বলছি কিন্তু নিজেদের নিয়ে সতর্ক থেকে, যেন তাদের কিছু না হয়। গিনি এমন দেশ যেখানে ফুটবল নিয়ে খুবই আবেগপ্রবণ।’
আফ্রিকান নেশনস কাপে আগামীকাল রাত ১১টায় সেনেগালের মুখোমুখি হবে গিনি। এই ম্যাচে ড্র করলেই পরের পর্ব নিশ্চিত হবে তাদের। গ্রুপ ‘সি’তে দুই ম্যাচের দুটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে পরের পর্ব নিশ্চিত করেছে সেনেগাল। ২ ম্যাচে ১ জয় ও ১ ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে আছে গিনি।