রিয়ালের ম্যাচে টেলিভিশন লাইভে অজ্ঞান ওয়েস্টহামের সাবেক গোলরক্ষক

শাকা হিসলপছবি: সংগৃহীত

লস অ্যাঞ্জেলেসে রিয়াল মাদ্রিদ ও এসি মিলানের প্রাক্‌-মৌসুম প্রীতি ম্যাচে সবাইকে ভয় পাইয়ে দিয়েছিলেন শাকা হিসলপ। ত্রিনিদাদ ও টোবাগো, ওয়েস্টহাম ইউনাইটেড, নিউক্যাসল এবং পোর্টসমাউথের সাবেক এই গোলরক্ষক আজকের ম্যাচে ছিলেন ইএসপিএনের বিশেষজ্ঞ ধারাভাষ্যকার হিসেবে। ম্যাচের বিরতির সময় আলোচনার মধ্যেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান এই সাবেক ফুটবলার। তবে সুখবর হলো, হিসলপের জ্ঞান ফিরেছে, তিনি আপাতত সুস্থ আছেন।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, হিসলপ অজ্ঞান হয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবেই মাঠে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্টেডিয়ামের দর্শকেরা তো বটেই, যাঁরা টেলিভিশনে খেলা দেখছিলেন, তাঁরা সবাই উৎকণ্ঠিত হয়ে পড়েছিলেন হিসলপ অস্বাভাবিকভাবে জ্ঞান হারানোর পর। তবে হিসলপের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর জ্ঞান ফিরেছে এবং তিনি আপাতত সুস্থই আছেন। যদিও কেন তিনি অজ্ঞান হয়ে পড়লেন, বলতে পারেননি চিকিৎসকেরা।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে হিসলপ নিজেও এ ঘটনায় খানিকটা ‘বিব্রত’। ইএসপিএনের সহ ধারাভাষ্যকার ড্যান টমাস হিসলপ সম্পর্কে জানিয়েছেন, হিসলপ চান না, তাঁকে নিয়ে জল্পনাকল্পনা চলুক। সাবেক ইংলিশ গোলরক্ষককে সঙ্গে সঙ্গেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যেই তাঁর জ্ঞান ফিরে আসে। টমাস আরও জানিয়েছেন, হিসলপ এ মুহূর্তে তাঁর পরিবারের সঙ্গেই আছেন। তাঁর চিকিৎসা চলছে এবং তিনি সজ্ঞানেই আছেন। সবার সঙ্গে কথাও বলেছেন। আপাতদৃষ্টিতে তাঁকে সুস্থই মনে হচ্ছে।

নব্বইয়ের দশকে ওয়েস্ট হামের হয়ে ১২১ ম্যাচ খেলেছেন হিলসপ
ছবি: সংগৃহীত

৫৪ বছর বয়সী হিসলপ ক্যারিয়ার শুরু করেন ১৯৮৭ সালের দিকে। নব্বইয়ের দশকে তিনি খেলেছেন ওয়েস্টহাম ইউনাইটেড, নিউক্যাসল ইউনাইটেড ও পোর্টসমাউথের হয়ে। সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন ওয়েস্টহাম ইউনাইটেডে। পেশাদার ক্যারিয়ারের ৩৮১ ম্যাচের ১২১টিই খেলেছেন ওয়েস্টহামের হয়ে। যুক্তরাষ্ট্রের লিগে এফসি ডালাসের হয়েও খেলেছেন কিছুদিন। লন্ডনের হ্যাকনিতে জন্ম নেওয়া এই গোলরক্ষক ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলে খেললেও পরে খেলেছেন ত্রিনিদাদ জাতীয় দলে।