মেসি এখন বেইজিংয়ে, সঙ্গে গেলেন কারা
লিওনেল মেসির ক্যারিয়ারে গত কিছুদিন কেটেছে ঝড়ের মতো। পিএসজিকে আনুষ্ঠানিকভাবে বিদায় বলে অপেক্ষায় ছিলেন নতুন ক্লাবে যাওয়ার। শুরুতে বার্সেলোনা ও সৌদি আরবের ক্লাব আল হিলালের কথা শোনা গেলেও পরে মেসি জানান, ভবিষ্যৎ গন্তব্য হিসেবে ইন্টার মায়ামিকেই বেছে নিয়েছেন।
মেসির এই ঘোষণার মধ্য দিয়ে তাঁর ক্লাব ফুটবল নিয়ে তৈরি হওয়া নানামুখী জল্পনার অবসান ঘটেছে। নাটকীয় এ পর্বটি শেষ হওয়ায় মেসিও নিশ্চয় এখন স্বস্তির নিশ্বাস ফেলছেন। সেই সঙ্গে মনোযোগ দিচ্ছেন জাতীয় দলের পরবর্তী মিশনেও।
আর্জেন্টাইন মহাতারকা যোগ দিয়েছেন জাতীয় দলের শিবিরেও। এশিয়া সফরে অংশ নিতে এরই মধ্যে দলের সঙ্গে পৌঁছে গেছেন চীনে। বেইজিং–যাত্রায় মেসির সঙ্গী হয়েছেন আনহেল দি মারিয়া, রদ্রিগো দি পল, লেয়ান্দ্রো পারেদেস, জিওভান্নি লো সেলসো, এনজো ফার্নান্দেজ ও নাহুয়েল মলিনারা।
শনিবার সকালে বেইজিং বিমানবন্দরে নেমেছেন মেসিরা। এ সময় বিশ্ব চ্যাম্পিয়নদের বরণ করে নিতে বিমানবন্দর এলাকায় উপস্থিত ছিলেন চীনের অনেক আর্জেন্টাইন সমর্থক। তবে ভিড় এড়াতে মেসি-মারিয়ারা দ্রুত বাসে বিমানবন্দর এলাকা ত্যাগ করেন। এর আগে প্রথম যে দুজন বেইজিং আসেন, তাঁরা হলেন এজেকিয়েল পালাসিওস ও ফাকুন্দো বুয়োনানোত্তে। এরপর দলের সঙ্গে যোগ দেন নিকোলাস ওতামেন্দি ও ক্রিস্টিয়ান রোমেরো। তবে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের কারণে লাওতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজের দলের সঙ্গে যোগ দিতে আরও দেরি হবে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো দেপার্তিভো জানিয়েছে আজ দলকে নিয়ে পরবর্তী ম্যাচ সামনে রেখে বৈঠক করবেন কোচ লিওনেল স্কালোনি। যেখানে দলের সব সদস্য উপস্থিত থাকবেন। ১৫ জুন বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ম্যাচ শুরু হওয়ার কথা রয়েছে। এশিয়া ট্যুরে আর্জেন্টিনা নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে জাকার্তায়, ১৯ জুন স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে।