পিছিয়ে পড়েও ২ ডিফেন্ডারের গোলে জয় সিটির, চেলসিকে হারিয়ে শীর্ষে লিভারপুলই

কার্টিস জোন্সের গোলটাই জয়সূচক হয়ে গেছে লিভারপুলেররয়টার্স

উলভারহ্যাম্পটন ১: ২ ম্যানচেস্টার সিটি

ম্যানচেস্টার সিটির ত্রাতা হবেন—জন স্টোনস যেন সেই পণ করেই এবারের মৌসুমে খেলতে নামছেন। সেপ্টেম্বরে স্টোনসের শেষ মুহূর্তের গোলেই শিরোপার অন্যতম প্রতিদ্বন্দ্বী আর্সেনালের বিপক্ষে হার এড়িয়েছিল সিটি। আজ উলভারহ্যাম্পটনের বিপক্ষেও ম্যাচের যোগ করা সময়ে দারুণ এক হেডে গোল করলেন স্টোনস। এর আগে ম্যাচে সমতা ফেরান দলটির আরেক ডিফেন্ডার ইওস্কো গাভারদিওল।

তাতে শুরুতে পিছিয়ে পড়েও উলভসকে ২-১ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় কয়েক ঘণ্টার জন্য হলেও শীর্ষে উঠে গিয়েছিল সিটি, তবে পরে চেলসিকে হারিয়ে শীর্ষে ফিরেছে লিভারপুল। মৌসুমে এখনো কোনো জয় না পাওয়া উলভস তলানিতেই পড়ে রইল। কিছুক্ষণ আগে নিজেদের মাঠ অ্যানফিল্ডে চেলসির বিপক্ষে খেলতে নেমেছে লিভারপুল। আবারও শীর্ষে উঠতে হলে সালাহ-ফন ডাইকদের ম্যাচটা জিততেই হবে। এ মুহূর্তে ৮ ম্যাচে সিটির পয়েন্ট ২০, লিভারপুলের ১৮।

সিটির প্রথম গোলটিও এক ডিফেন্ডারের। ইওস্কো গাভারদিওলের গোলেই সমতা ফেরায় সিিট
রয়টার্স

প্রিমিয়ার লিগের টানা চারবারের চ্যাম্পিয়ন সিটি গত মৌসুমে মাত্র তিনটি ম্যাচ হেরেছিল। এর একটি উলভসের মাঠ মলিনু স্টেডিয়ামে। আজ একই মাঠে ম্যাচের ৭ মিনিটেই ইওর্গেন লারসেনের গোলে উলভস এগিয়ে গেলে নিজেদের ডেরায় সিটিকে টানা দ্বিতীয়বারের মতো হারানোর স্বপ্ন বুনতে থাকে দলটির সমর্থকেরা। কিন্তু ৩৩ মিনিটে দূরপাল্লার বুলেট গতির শটে সমতা ফিরিয়ে উলভস সমর্থকদের ভুল প্রমাণ করেন গাভারদিওল। প্রিমিয়ার লিগে এ বছর এটি তাঁর ষষ্ঠ গোল, যা ডিফেন্ডারদের মধ্যে সর্বোচ্চ।

আরও পড়ুন
আবারও ম্যানচেস্টার সিটির ত্রাতা হলেন জন স্টোনস
রয়টার্স

বিরতির পর সিটি স্বাভাবিকভাবেই জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। তবে উলভসের জমাট রক্ষণ হলান্ড-গুন্দোয়ানদের ভালোভাবেই আটকে রাখে। ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হতে চলেছে বলে যখন মনে হচ্ছিল, তখনই ব্যবধান গড়ে দেন স্টোনস। যোগ করা সময়ের ৫ মিনিটে পাওয়া সিটির কর্নার নেন বদলি ফিল ফোডেন। বক্সের জটলায় লাফিয়ে উঠে তা থেকে মাথা ছুঁয়ে উলভসের জালে বল পাঠান স্টোনস।
যদিও গোলের পর উলভসের খেলোয়াড়েরা দাবি করেন, সিটির বের্নার্দো সিলভা গোলকিপার জোসে সার সামনে দাঁড়িয়ে তাঁর বল দেখায় বাধা দিয়েছেন। তবে রেফারি ভিএআর যাচাইয়ের পর স্টোনসের গোলটি বহাল রাখেন।

আরও পড়ুন

লিভারপুল ২: ১ চেলসি

প্রিমিয়ার লিগে ১৬২তম গোলটি করছেন মোহাম্মদ সালাহ
এএফপি

অ্যানফিল্ডে আজ চেলসিকে হারিয়ে বড় বাধা পেরোল লিভারপুল। আর্নে স্লটের দল জিতেছে মোহাম্মদ সালাহ ও কার্টিস জোন্সের গোলে। ২৯ মিনিটে সালাহর পেনাল্টি গোলে এগিয়ে যায় অল রেডরা। ৪৮ মিনিটে নিকলাস জ্যাকসনের গোলে সমতা ফেরায় চেলসি। ৩ মিনিট পরেই লিভারপুলকে এগিয়ে নেন কার্টিস।

লিগে আট ম্যাচে লিভারপুলের এটি সপ্তম জয়। সর্বশেষ এই জয়ে ৮ ম্যাচে ২১ পয়েন্ট হলো লিভারপুলের। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে সিটি। তৃতীয়স্থানে থাকা আর্সেনালের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে গেল লিভারপুল। লিগে লিভারপুলের পরের ম্যাচটা আর্সেনালের বিপক্ষেই।