২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

২৩৭ কোটি টাকা পারিশ্রমিক নয়, হৃদয়ের দাবি শুনে সেভিয়ায় রামোস

সেভিয়ায় যোগ দিলেন সের্হিও রামোস। চুক্তি সইয়ের পর ক্লাবটির জার্সি হাতে স্প্যানিশ তারকাছবি: সেভিয়া টুইটার অ্যাকাউন্ট

পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত মৌসুম শেষেই। ৩৭ বছর বয়সেও তাঁর টেবিলে গ্যালাতাসারে, আল ইত্তিহাদ, পোর্তো ও যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) থেকে প্রস্তাব ছিল। সৌদি প্রো লিগের দল আল ইত্তিহাদ তাঁকে বছরে ২ কোটি ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩৭ কোটি ৪৭ লাখ টাকা) পারিশ্রমিক দিতে চেয়েছিল।

কিন্তু রামোস বেছে নিয়েছেন তাঁর শৈশবের ক্লাবকেই। ফ্রি এজেন্ট হিসেবে গতকাল সেভিয়ায় যোগ দিয়েছেন রামোস। গতকাল আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই করতে ১৮ বছর পর সেভিয়ায় ফিরে রামোস বলেছেন, ‘এটা আমার বাবা, দাদা ও আন্তনিও পুয়ের্তার জন্য।’

আরও পড়ুন

সেভিয়ার পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, ‘সের্হিও ৭ বছর বয়সে আমাদের বয়সভিত্তিক প্রকল্পে যোগ দিয়েছিল। ২০০২-০৩ মৌসুমে ১৬ বছর বয়সে মূল দলে অভিষেকের আগে বয়সভিত্তিকের ধাপগুলো সে পেরিয়ে এসেছে। ১৯ বছর বয়সে রিয়াল মাদ্রিদে যোগ দিতে ক্লাব ছেড়ে যাওয়ার পর প্রায় দুই দশক পর আমাদের একাডেমির সেন্টার ব্যাক ফিরলেন।’

সংবাদমাধ্যমকে রামোস বলেছেন, ‘এটা বিশেষ এক দিন। কারণ, ঘরে ফেরা সব সময়ই খুব আনন্দের।’ দলবদলের বাজার নিয়ে নির্ভরযোগ্য সংবাদকর্মী ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, সেভিয়ায় বছরে ১০ লাখ ইউরোর (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি ৮৭ লাখ টাকা) কিছু বেশি পারিশ্রমিক পাবেন রামোস। চুক্তি আপাতত এক বছরের। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ জানিয়েছে, চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ আছে।

সেভিয়াতেই জন্ম নেওয়া রামোস এই অঞ্চলের ক্লাবটির বয়সভিত্তিক প্রকল্পে সতীর্থ হিসেবে পেয়েছিলেন হেসাস নাভাস ও আন্তনিও পুয়ের্তাকে। ২০০৭ সালে হার্ট অ্যাটাকে পুয়ের্তার মৃত্যুর পর তাঁকে সব সময়ই স্মরণ করেছেন রামোস। ২০০৮ ইউরো, ২০১০ বিশ্বকাপ থেকে ক্যারিয়ারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তে স্মরণ করেছেন নিজের এই ‘প্রিয় ভাই’কে।

আরও পড়ুন

সেভিয়ায় ফিরতে বিমানবন্দরে নেমেও পুয়ের্তাকে স্মরণ করেছেন রামোস, ‘আমি ঘরে ফিরতে চাই। অন্য কোথাও যাওয়া সঠিক মনে হয়নি। এটা আমার বাবা, দাদা, সেভিয়ার সমর্থকেরা ও আন্তনিও পুয়ের্তার জন্য। এখানে অনেক স্মৃতি আছে এবং সেগুলো আমার কাছে অনেক কিছু আর তাই (ফেরার জন্য) এটাই সঠিক সময় বলে মনে হয়েছে।’ রামোসের বাবা ও দাদা সেভিয়ার একনিষ্ঠ সমর্থক এবং ক্লাবটির মূল দল ও বয়সভিত্তিক দল মিলিয়ে ৯ বছর পুয়ের্তার সতীর্থ ছিলেন।

২০০৫ সালে ২ কোটি ৭০ লাখ ইউরোয় সেভিয়া থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন ১৯ বছর বয়সী রামোস। স্প্যানিশ কোনো ডিফেন্ডারের জন্য সেটি ছিল তখন রেকর্ড ফি। সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটিতে ১৬ বছরের ক্যারিয়ারে নিজেকে কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন রামোস। রিয়ালে ৬৭১ ম্যাচে ১০১ গোল করার পথে চারবার চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা জিতেছেন পাঁচবার। ২০২১ সালে রিয়াল ছেড়ে পিএসজিতে যোগ দিয়ে দুবার ফ্রেঞ্চ লিগও জিতেছেন গত বছর ফেব্রুয়ারিতে স্পেন জাতীয় দল থেকে অবসর ঘোষণা করা এই ডিফেন্ডার।

আরও পড়ুন