‘শক্তিশালী প্রতিপক্ষ’ ব্রাজিলকে নিয়ে কী বললেন স্কালোনি

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিএএফপি

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই উত্তাপ আর রোমাঞ্চ। ‘সুপার ক্লাসিকো’র এই ম্যাচটি ঘিরে ভক্ত-সমর্থকদের প্রত্যাশার পারদও থাকে বেশ উঁচুতে। বাংলাদেশ সময় বুধবার সকালে তেমনই এক উত্তাপের ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।

এই ম্যাচের আগে দুই দল এখন ব্যস্ত চূড়ান্ত প্রস্তুতিতে। এর মধ্যে প্রতিপক্ষ ব্রাজিলের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ব্রাজিলকে ‘শক্তিশালী প্রতিপক্ষ’ উল্লেখ করে বলেছেন, ম্যাচটি তাদের জন্য অনেক কঠিন হতে যাচ্ছে।

কাতার বিশ্বকাপ থেকে রীতিমতো উড়ছে আর্জেন্টিনা। ৩৬ বছর পর বিশ্বকাপ জিতে সেই ছন্দ এখনো ধরে রেখেছে তারা। ২০২৬ বিশ্বকাপের বাছাইয়েও সবার ওপরে আছে আর্জেন্টিনা।

আরও পড়ুন

এখন সুযোগ আছে সবার আগে দক্ষিণ আমেরিকা থেকে বিশ্বকাপ নিশ্চিত করার সুযোগও। পরের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে এক পয়েন্ট পেলেই বিশ্বকাপের টিকিট পাবে আর্জেন্টিনা। তবে এর আগে নিজেদের ম্যাচে বলিভিয়া জয় না পেলেও মাঠে না নেমেই বিশ্বকাপ নিশ্চিত হবে ‘আলবিসেলেস্তেদের’।

দারুণ ছন্দে আছে আর্জেন্টিনা
এএফপি

আর্জেন্টিনার ঠিক বিপরীত অবস্থানে আছে ব্রাজিল। কাতার বিশ্বকাপে ছন্দ হারানো ব্রাজিলকে এখনো সেরা রূপে দেখা যায়নি। এমন পরিস্থিতিতে নিজেদের ঘুরে দাঁড়ানোর বার্তা দিতে ব্রাজিলের জন্য সবচেয়ে বড় সুযোগ হতে পারে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি। চিরপ্রতিদ্বন্দ্বীদের তাদের মাঠে হারাতে পারলে সেটি ব্রাজিলের জন্য দারুণ কিছু হবে। এই ম্যাচের আগে প্রতিপক্ষ কোচের কাছ থেকেও যথেষ্ট সমীহ পাচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

কলম্বিয়ার বিপক্ষে জয়ের পর ব্রাজিল
রয়টার্স

ম্যাচের আগে আর্জেন্টিনা কোচ স্কালোনি বলেছেন, ‘ব্রাজিল হচ্ছে ব্রাজিল। তাদের অসাধারণ সব খেলোয়াড় আছে, তাদের দলে কয়েকজন তো বিশ্বসেরা খেলোয়াড় আছে। আমি জানি তারা খুবই শক্তিশালী, তাদের প্রতি শ্রদ্ধা আছে। আমরা এরই মধ্যে ব্রাজিলের খেলা বিশ্লেষণ করেছি। পরের ম্যাচটা খুবই কঠিন হবে। এর বেশি কিছু বলার নেই। দারুণ একটি প্রতিপক্ষ।’

আরও পড়ুন

অন্যদিকে এই ম্যাচ নিয়ে সতর্ক ব্রাজিলও। এরই মধ্যে দলের অন্যতম সেরা তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে নাকি সবার থেকে আলাদা করে অনুশীলন করাচ্ছেন কোচ দরিভাল জুনিয়র। এমনকি এ বিষয় নিয়ে কোনো কথাও বলেননি তিনি। সব মিলিয়ে দুই দলই যে ‘সুপার ক্লাসিকো’র এই লড়াইকে পাখির চোখ করেছে, সেটা নিশ্চিত। এখন শুধু মাঠে নেমে জ্বলে ওঠার অপেক্ষা।