বায়ার্নের আনন্দের রাতে এসি মিলানের হারের বেদনা

কেইনের গোল উদ্‌যাপনএএফপি
চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোয় যাওয়ার প্লে-অফের প্রথম লেগে বুধবার রাতে চোখ ছিল সাবেক দুই চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ও এসি মিলানের ওপর। শেষ ষোলোতে যাওয়ার প্রথম ধাপে লড়াইয়ে বায়ার্ন জিতলেও হেরে গেছে এসি মিলান। সেল্টিকের বিপক্ষে বায়ার্ন জিতেছে ২- ১ গোলে। আর ফেইনুর্ডের মাঠে মিলানের হার ১-০ গোলে। অন্য ম্যাচে মোনাকোর বিপক্ষে জিতেছে বেনফিকা। আর রাতের প্রথম ম্যাচে আতলান্তাকে হারিয়ে দিয়েছে ক্লাব ব্রুগা।

শেষ ষোলোর পথে এগিয়ে গেল বায়ার্ন

সেল্টিক ১ : ২ বায়ার্ন মিউনিখ

সেল্টিকের মাঠে ২-১ গোলের জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। সেল্টিকের মাঠে প্রথম মিনিটেই পিছিয়ে পড়েছিল বায়ার্ন। যদিও অফসাইডের কারণে বেঁচে যায় জার্মান পরাশক্তিরা। বাতিল হওয়া এই গোলের পর প্রথমার্ধের বাকি সময় দাপট ছিল বায়ার্নেরই। একের পর আক্রমণে প্রতিপক্ষকে কাঁপিয়ে দেয় তারা। তবে বারবার চেষ্টা করেও গোল পাচ্ছিল না বায়ার্ন। শেষ পর্যন্ত অবশ্য ৪৫ মিনিটে কাঙ্ক্ষিত গোলটি পেয়ে যায় বায়ার্ন।

দারুণ এক শটে গোল করে দলকে এগিয়ে দেন মাইকেল ওলিসে। বিরতির পর অবশ্য ব্যবধান দ্বিগুণ করতে বেশি সময় নেয়নি বায়ার্ন। কর্নার থেকে বল পেয়ে দারুণ এক ভলিতে বায়ার্নকে ২-০ গোলে এগিয়ে দেন হ্যারি কেইন। ৭৯ মিনিটে দাইজেন মায়েদা সেল্টিকের হয়ে এক গোল শোধ করে ম্যাচে রোমাঞ্চ ফেরানোর আভাস দেন। যদিও শেষ পর্যন্ত সমতাসূচক গোলটি আর পায়নি তারা।

আরও পড়ুন

হারের হতাশা মিলানের

ফেইনুর্ড ১ : ০ এসি মিলান

ফেইনুর্ডের মাঠে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে এসি মিলান। ৩ মিনিটে গোল করেন ইগর পাইশিয়াও। এই গোল শোধের জন্য শেষ পর্যন্ত চেষ্টা করেছে মিলান। সুযোগও এসেছিল বেশ কিছু। কিন্তু ৯০ মিনিটের পর যোগ করা সময়েও গোলটি আর পাওয়া হয়নি ইতালিয়ান ক্লাবটির। হার মেনেই ছাড়তে হয়েছে মাঠ। এখন আগামী মঙ্গলবার দ্বিতীয় লেগে নিজেদের মাঠে মিলান পাশার দান বদলাতে পারে কি না, সেটাই দেখার অপেক্ষা।

ফেইনুর্ডের একমাত্র গোলদাতা ইগর পাইশিয়াও
রয়টার্স

শেষ মুহর্তে ক্লাব ব্রুগার দারুণ জয়

ব্রুগা ২ : ১ আতালান্তা

শেষ ষোলোয় যাওয়ার প্লে-অফের প্রথম লেগে আতালান্তার বিপক্ষে ২-১ গোলের দারুণ এক জয় পেয়েছে ক্লাব ব্রুগা। ঘরের মাঠে এদিন ম্যাচের ১৫ মিনিটে ফেরান জুগলার গোলে এগিয়ে যায় ব্রুগা। ৪১ মিনিটে আতালান্তাকে সমতায় ফেরান মারিও পাসালিক। এরপর ম্যাচ যখন সমতায় শেষ হওয়ার অপেক্ষায়, তখনই পেনাল্টি পায় ব্রুগা। স্পট কিকে গোল করে ব্রুগাকে জয়সূচক গোল এনে দেন গুস্তাফ নিলসন।

আরও পড়ুন

এগিয়ে গেল বেনফিকা

মোনাকো ০ : ১ বেনফিকা

মোনাকোর বিপক্ষে তাদের মাঠে ১-০ গোলের জয় পেয়েছে বেনফিকা। এ জয়ে শেষ ষোলোয় যাওয়ার দৌড়ে এগিয়ে গেল পর্তুগিজ ক্লাবটি। মোনাকোর মাঠে দুই দল চেষ্টা করেও গোল পায়নি প্রথমার্ধে। তবে বিরতির পর ৪৮ মিনিটে লিড নেয় বেনফিকা। গোল করেছেন ভ্যানজেলিস পাভলিদিস। এরপর মোনাকো ম্যাচের দ্বিতীয় ধাক্কা খায় ৫২ মিনিটে আল-মুসরাতি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে। এরপর ১০ জন নিয়ে খেলে আর ভাগ্য বদলাতে পারেনি মোনাকো। পিছিয়ে থেকেই দ্বিতীয় লেগ শুরু করবে তারা।