বেলিংহাম এখন রিয়ালের
টুইটারে ঘোষণাটা দেওয়ার সময় বেশ নাটকীয়তাই তৈরি করতে চাইল রিয়াল মাদ্রিদ। প্রথমে আট শব্দের একটা টুইট—‘টেক আ স্যাড সং অ্যান্ড মেক ইট বেটার’, এটা যে গানের কথা, সেটা বোঝাতে আগে-পরে মিউজিক্যাল নোটসের ইমোজি। গানের কথাগুলোর সঙ্গে যাঁরা পরিচিত, তাঁরা বিষয়টা ধরতে পেরেছেন সঙ্গেই সঙ্গেই। এটি বিশ্বখ্যাত বিটলস ব্যান্ডের ‘হায় জুড’ গানের কথা।
আর যাঁরা চট করে বোঝেননি, কিছুক্ষণের মধ্যে তাঁদের কাছেও খোলাসা হয়ে গেল ব্যাপারটা। এক মিনিট পরই রিয়াল মাদ্রিদের আরেকটি টুইট—‘স্বাগত বেলিংহাম’। সঙ্গে রিয়ালের জার্সি পরা জুড বেলিংহামের ছবি, ক্যাপশনে ‘হায় জুড’।
এভাবেই আজ জুড বেলিংহামকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। দেওয়া হয়েছে আনুষ্ঠানিক বিবৃতিও। ১৯ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার রিয়ালে যোগ দিয়েছেন।
বিবিসি জানিয়েছে, জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড থেকে বেলিংহামকে ১০ কোটি ৩০ লাখ ইউরোয় (প্রায় ১২১৬ কোটি টাকা) কিনেছে রিয়াল, সঙ্গে বিবিধ সম্ভাব্য বোনাস। সম্ভাব্য বোনাসের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারলে বেলিংহামের চুক্তিমূল্য দাঁড়াবে ১৩ কোটি ৩৯ লাখ ইউরো।
রিয়াল মাদ্রিদের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দামি খেলোয়াড় বেলিংহাম, সর্বোচ্চ এডেন হ্যাজার্ডের সাড়ে ১১ কোটি ইউরো। ইংলিশ ফুটবলারদের মধ্যেও দ্বিতীয় সর্বোচ্চ দামি খেলোয়াড়ের তালিকায় উঠেছে এসেছেন বেলিংহাম, এখানে তাঁর সামনে ১১ কোটি ৭৪ লাখ ইউরোয় ম্যানচেস্টার সিটিতে যাওয়া জ্যাক গ্রিলিশ।
বেলিংহামের রিয়াল মাদ্রিদে নাম লেখানোর কথা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে। গত মাসের শেষ দিকে ডর্টমুন্ডের খেলোয়াড়দের কাছে বিদায়ও নিয়ে নেন তিনি। এ সপ্তাহের প্রথম দিকে খবর আসে মাদ্রিদে বাড়ি খুঁজছেন। তবে বিদায় নেওয়া বা বাড়ি খোঁজা যে কারণে, সেটিই আনুষ্ঠানিকভাবে হচ্ছিল না এত দিন।
অবশেষে ঘোষণাটা এল আজ। ক্লাবের ওয়েবসাইটে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে রিয়াল মাদ্রিদ তাঁকে ‘বিশ্ব ফুটবলের অন্যতম সেরা প্রতিভা’ বলে উল্লেখ করেছে। আগামীকাল তাঁকে আনুষ্ঠানিকভাবে সান্তিয়াগো বার্নাব্যুতে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।