২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

প্রিমিয়ার লিগে দলই পাননি জামাল ভূঁইয়া

এবারের মৌসুমে কোনো দলেই নেই জামাল ভূঁইয়াপ্রথম আলো

প্রিমিয়ার লিগের ২০২৪–২৫ মৌসুমের দলবদল শেষ হয়েছে গতকাল রাতে। শেখ রাসেল ক্রীড়া চক্র ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব ছাড়া প্রিমিয়ার লিগের সব দলই কাল নিজেদের নিবন্ধিত খেলোয়াড়দের নাম জমা দিয়েছে বাফুফেতে। আবাহনী লিমিটেড দল গড়েছে বিদেশি খেলোয়াড় ছাড়াই। এবারের মৌসুমে কোনো দলই পাননি জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

গত মৌসুমে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দো মায়োতে যোগ দিয়েছিলেন জামাল। সেখানে কয়েকটি ম্যাচ খেলার পর যোগ দেন আবাহনী লিমিটেডে। কিন্তু আবাহনীতেও প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে নিয়মিত খেলার সুযোগ হয়নি তাঁর। এ মৌসুমে তিনি কোথায় খেলবেন, এ নিয়ে নানা গুঞ্জন ছিল। শেষ পর্যন্ত তিনি আবাহনীতেই থাকছেন, এমন কথাও শোনা গিয়েছিল। শেষ পর্যন্ত তাঁর নাম নেই কোনো দলের তালিকাতেই। জাতীয় দলের অধিনায়ককে কোনো ক্লাবই নেয়নি, ব্যাপারটা নজিরবিহীনই।

গত মৌসুমে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দো মায়োতে যোগ দিয়েছিলেন জামাল
ছবি: টুইটার

নতুন মৌসুমে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসে শেখ জামাল ধানমন্ডি ক্লাব থেকে যোগ দিয়েছেন ফয়সাল আহমেদ ফাহিম। কিংস ছেড়ে যাওয়াদের মধ্যে উল্লেখযোগ্য নাম তৌহিদুল আলম সবুজ, বিপলু আহমেদ, মতিন মিয়া ও ইয়াসিন আরাফাত। এ ছাড়া কিংস দলে নিয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর উইঙ্গার জ্যারেড খাসাকে। ফরাসি বংশোদ্ভূত এই খেলোয়াড় এর আগে ছিলেন ইউক্রেনের দল কারপাতি লভিভে। অনেকটা সময় খেলেছেন সুইজারল্যান্ডের লিগে।

জাতীয় দলের অধিনায়ক বাংলাদেশ প্রিমিয়ার লিগে কোনো দল পাননি. এটি নজিরবিহীন
প্রথম আলো

রানার্সআপ মোহামেডান ছেড়ে গেছেন শাহরিয়ার ইমন, হাসান মুরাদ। তবে তারা আগের লিগে দুর্দান্ত খেলা বিদেশিদের ধরে রেখেছে। মালির সোলেমান দিয়াবাতে, উজবেকিস্তানের মোজাফফরভ ও নাইজেরিয়ার ইমানুয়েল সানডে ও ইমানুয়েল টনিকে রেখেছে দলে। দলে যোগ দেওয়াদের মধ্যে উল্লেখযোগ্য রিয়াদুল হাসান ও রহিমউদ্দিন।

আবাহনীর পুরো দলটিই স্থানীয়দের নিয়ে গড়া। কোনো বিদেশিকেই এবার দলে রাখেনি তারা। ৩২ খেলোয়াড়কে নিবন্ধন করিয়েছে তারা। কাল শেষ দিনে আবাহনীর তালিকায় যুক্ত হয়েছেন মোহাম্মদ ইব্রাহিম, আসাদুল মোল্লা, মিরাজ প্রধান, আমিনুর রহমান সজীবসহ আরও ১১ জন।

রাজনৈতিক পটপরিবর্তনের কারণে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ছেড়ে চলে যাওয়ায় এ মৌসুমে দল গড়ছে না শেখ রাসেল ক্রীড়া চক্র ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তবে কাল রাতে একেবারে শেষ মুহূর্তে খেলোয়াড় তালিকা বাফুফেতে জমা দিয়েছে চট্টগ্রাম আবাহনী।

শেখ রাসেল ক্রীড়া চক্র ও শেখ জামাল ধানমণ্ডি ক্লাব দলবদলে অংশ নেয়নি। রাজনৈতিক পটপরিবর্তনের ফলে দলগুলোর ভবিষ্যৎ এখন অনিশ্চিত।