এবার ছেলেদের কাছে গোল চান সাইফুল বারী

বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের কোচ সাইফুল বারীপ্রথম আলো

ভুটানে সাফ চ্যাম্পিয়নশিপে একটি ম্যাচ না জিতেও রানার্সআপ হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭। গ্রুপ পর্বে দুই ম্যাচে ১ ড্র ও ১ হার। সেমিফাইনালের পাকিস্তানের সঙ্গে ২-২ ড্রয়ের পর টাইব্রেকারে জয়। তারপর ফাইনালে ভারতের কাছে হার। ৪ ম্যাচে বাংলাদেশের ছেলেরা গোল করেছিল মাত্র ৩টি।

সেই দলই সাফের ঠিক এক মাস পর কম্বোডিয়ায় খেলতে যাচ্ছে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে, যা শুরু হবে ১৯ অক্টোবর। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান, ফিলিপাইন, ম্যাকাও ও কম্বোডিয়া। আজ রাতেই কম্বোডিয়ার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। টুর্নামেন্টের প্রথম দিনই বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিকেরা।

দেশ ছাড়ার আগে আজ বাফুফে ভবনে সংবাদ সম্মেলনেও বারবার এসেছে অনূর্ধ্ব-১৭ দলের গোল করতে না পারার বিষয়টি। কোচ সাইফুল বারী নিজেও বললেন, ‘দলটা গোল করতে পারছে না। এটা নিয়েই কিছুটা দুশ্চিন্তা থাকছে।’

আরও পড়ুন
বাফুফে ভবনে আজ বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের সংবাদ সম্মেলনে কোচ ও অধিনায়ক
প্রথম আলো

ভুটানে সাফ খেলে আসা দলটির সঙ্গে কম্বোডিয়াগামী দলটির অবশ্য কিছুটা পার্থক্য আছে। সাফের স্কোয়াডে থাকা তিনজন থাকছে না এবার। দলে জায়গা পেয়েছে অস্ট্রেলিয়ার ‘এ’ লিগের দল ওয়েস্টার্ন ইউনাইটেডের অনূর্ধ্ব-১৮ দলের বাংলাদেশি বংশোদ্ভূত উইঙ্গার আরহাম ইসলাম

কোচ সাইফুল বারী বেশ আশাবাদী আরহামকে নিয়ে, ‘তার মধ্যে ভালো কিছু আছে বলেই সে দলে আছে। তবে অনুশীলনে ভালো করে দলে সুযোগ পাওয়া, আর এএফসি পর্যায়ের টুর্নামেন্টে মাঠে নেমে পারফর্ম করার মধ্যে পার্থক্য আছে। আমি আশাবাদী আরহামকে নিয়ে। এএফসি কাপ ওর জন্য নিজেকে চেনানোর বড় সুযোগ।’

এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ভালো করার ব্যাপারে অবশ্য আশাবাদী কোচ সাইফুল বারী, ‘অনূর্ধ্ব-১৭ দল বলেই আশাবাদী আমি। এই পর্যায়ে যেকোনো কিছুর সম্ভাবনা থাকে। এই গ্রুপ থেকে আমাদের ভালো করার সুযোগ আছে। তবে গোল করতে হবে।’

আরও পড়ুন